Bhai Dooj: ভাইফোঁটার মেসেজ, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, জিআইএফ দেখে নিন

Update: 2022-10-26 10:03 GMT

গত পরশু অর্থাৎ সোমবার ছিল দীপাবলি (দিওয়ালি)। আর আলোর উৎসবের পর কাল বৃহস্পতিবার অর্থাৎ ২৭ অক্টোবর পালিত হবে ভ্রাতৃদ্বিতীয়া, বাঙালিদের ভাইফোঁটা। যদিও শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশে ভাই এবং বোনের সম্পর্কের সুতো মজবুত করতে আজ দ্বিতীয়া তিথি শুরু হওয়া মাত্রই পালিত হচ্ছে 'ভাই দুজ' (Bhai Dooj)। এমত পরিস্থিতিতে এই বিশেষ উৎসবের আচার অনুষ্ঠান পালন করার পাশাপাশি, আপনি যদি দূরে থাকা পরিজনদের সাথে খুশি ভাগ করে নিতে চান তাহলে WhatsApp বা Facebook-এর মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে শুভেচ্ছাবার্তা মেসেজ, স্ট্যাটাস বা GIF-এর মত অপশনের সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে যোগাযোগের মাধ্যম ডিজিটাল হলেও, উৎসবের খুশি কিন্তু তেমন ফিকে হবেনা!

প্রিয়জনদের ভাইফোঁটার শুভেচ্ছা জানাতে এই মেসেজগুলি পাঠান (Bhai Dooj Messages)

১. I am indeed lucky to have you as my sister. You are my sibling and also my second mother. Thank you for all the love and care.
শুভ ভ্রাতৃদ্বিতীয়া।

২. আজকের এই দিনে আমার মিষ্টি দাদার জন্য শুভ ভাইফোঁটার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।

৩. May this auspicious festival bring happiness in your Brother Sister Relation and may your bond grow stronger than ever.

৪. I pray to God for your longevity and success. And I feel proud to have a brother like you. Best wishes to you.

৫. বন্ধুত্বের শুদ্ধতম রূপ তথা দুটি প্রাণের মধ্যে ভালবাসা এবং বিশ্বাসের বন্ধনটি উদযাপন করার সময় এসেছে। ভাই ও বোন সকলকে শুভ ভাইফোঁটা!

৬. Phoolon ka taaron ka sabka kehna hai, Ek karodon mein meri behena hai, Saari Umar hume sang rehna hai.
ভাইফোঁটার অনেক শুভেচ্ছা।

৭. A very Happy Bhai Dooj to the person who annoys me the most yet the one who I love the most.
শুভ ভাইফোঁটা।

ভাইফোঁটায় WhatsApp ও Facebook-এ দিতে পারেন এই স্ট্যাটাস বা ক্যাপশনগুলি

১. Countless memories to cherish and myriad reasons to have you in my life. Thank you for being the best sibling in the world!

২. Be nice to your siblings, they're your best link to your past and the most likely to stay with you in the future.

৩. This Bhai Dooj, may God remove all the negativities from your life. May you be showered with happiness, good health, wealth and good luck.

৪. ভাইবোনের বন্ধন সারাজীবন অটুট থাকুক। সকল ভাইবোনকে জানাই ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালোবাসা।

কীভাবে সোশ্যাল মিডিয়ায় GIF-এর মাধ্যমে শুভেচ্ছা জানাবেন?

১. যারা জানেন না তাদের বলি, এক্ষেত্রে প্রথমে হোয়াটসঅ্যাপে যান এবং আপনি যাকে শুভেচ্ছা জানাতে জিআইএফ পাঠাতে চান সেই চ্যাট ওপেন করুন।

২. চ্যাটবক্সে উপলব্ধ স্মাইলি ফেস আইকনে ক্লিক করুন।

৩. প্রদত্ত জিআইএফ অপশনে ক্লিক করুন এবং সার্চ আইকনের মাধ্যমে 'Bhaidooj' লিখে সার্চ করুন।

৪. এরপর স্ক্রিনে নানা জিআইএফ উপস্থিত হলে সেগুলির মধ্যে থেকে ইচ্ছেমত জিআইএফ বেছে নিয়ে তা শেয়ার করুন। ফেসবুকের ক্ষেত্রে, মেসেজ বারে প্রদত্ত ইমোজি আইকনে ক্লিক করে জিআইএফ অপশনটি বেছে নিন এবং তারপর একই পদ্ধতি অনুসরণ করুন।

Tags:    

Similar News