CRS Birth Death Registration: ছোটাছুটির দিন শেষ, এবার বাড়ি বসেই জন্ম ও মৃত্য নিবন্ধন, মিলবে শংসাপত্র, নয়া অ্যাপ আনল কেন্দ্র
CRS Birth Death Registration - জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করে দিল কেন্দ্র। এদিন সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অ্যাপটি তৈরি করেছে ভারতের রেজিস্টার জেনারেল এবং সেন্সাস কমিশনার।
জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করে দিল কেন্দ্র। এদিন সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অ্যাপটি তৈরি করেছে ভারতের রেজিস্টার জেনারেল এবং সেন্সাস কমিশনার। ডিজিটাল ইন্ডিয়া অভিযানের অধীনে, দেশে সমস্ত জন্ম ও মৃত্যুর নিবন্ধন এক ছাতার তলায় আনতে এই অ্যাপ এনেছে কেন্দ্র। একাধিক আঞ্চলিক ভাষায় ব্যবহার করা যাবে অ্যাপটি।
দেশের যেকোনও প্রান্তে যেকোনও সময় অ্যাপে জন্ম ও মৃত্যুর তথ্য নিবন্ধন করা যাবে। এতদিন তথ্য নিবন্ধনের জন্য রাজ্যগুলিকে আলাদা করে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হত। সময়ের পাশাপাশি খরচ হত বাড়তি টাকাও। কেন্দ্রের এই অ্যাপের ফলে সমস্ত নিবন্ধন প্রক্রিয়া পেপারলেস পদ্ধতিতে করা যাবে। এদিন এক্স প্ল্যাটফর্মে অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি-এর ডিজিটাল ইন্ডিয়া অভিযানের অধীনে প্রযুক্তিকে একীভূত করতে, সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। অ্যাপটি কীভাবে কাজ করে তার একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি।
সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম অ্যাপ কীভাবে ব্যবহার করবেন?
ব্যবহারকারীদের গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করতে হবে।
তারপর ইউনিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। নিরাপত্তার জন্য একটি ক্যাপচা কোড দিতে হবে। তারপর যে মোবাইল নম্বরে লগইন করবেন তাতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসবে।
লগইন হলে অ্যাপের হোম স্ক্রিনে জন্ম, মৃত্যু, দত্তক গ্রহণ অপশন পাওয়া যাবে।
হোমস্ক্রিনে হ্যামবার্গার আইকনে ক্লিক করে মেন মেনুতে যাওয়া যাবে। এখানে জন্ম, মৃত্য, দত্তক, প্রোফাইল এবং পেমেন্ট অপশন থাকবে।
জন্ম নিবন্ধনের জন্য বার্থ অপশনে ক্লিক করে রেজিস্টার বার্থ অপশনে ট্যাপ করতে হবে।
এবার এখানে জন্মের তারিখ, ঠিকানা ও পরিবারের তথ্য দিতে হবে।
একই পদ্ধতি রয়েছে মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রেও।
তথ্য দেওয়ার পর পেমেন্ট করতে হবে। যা হয়ে গেলে স্ক্রিনে একটি শংসাপত্র আসবে। সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম অ্যাপেই ডাউনলোড করতে পারবেন সেই শংসাপত্র।