Cyclone Dana: কোথায় আছে দানা ঘূর্ণিঝড়? কখন আছড়ে পড়বে? প্রতিমুহূর্তের গতিবিধি জানাবে এই অ্যাপ

Update: 2024-10-23 16:29 GMT

বঙ্গোপসাগরে দেখা দিয়েছে ঘূর্ণিঝড় দানা বা ডানা (Cyclone Dana)। এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলীয় অঞ্চলে ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে প্রবল বাতাস বয়ে আনতে পারে, সাথেই দেখা দিতে পারে ভারী বৃষ্টিপাতও। তাই ভারতীয় আবহাওয়া দপ্তর আগাম দুই রাজ্যে সতর্কতা জারি করেছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এমত পরিস্থিতিতে আপনি যদি প্রতি মুহূর্তে দানা বা ডানা ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজর রাখতে চান, তাহলে অ্যান্ড্রয়েড অথবা আইওএস উভয় ডিভাইসের জন্য উপলব্ধ বেশ কয়েকটি অ্যাপ ডাউনলোড করতে পারেন। আসুন কোন কোন অ্যাপ ব্যবহার করে ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজর রাখা যেতে পারে তাদের নাম জেনে নেওয়া যাক।

Zoom Earth

জুম আর্থ অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে ১ লক্ষেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে এবং এটি ৪.৭ স্টার রেটিংও পেয়েছে। এই অ্যাপটি ডাউনলোড করে আপনি দানা বা ডানা ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থা এবং গতিবিধি দেখতে পারবেন।

Windy.com

এরপর যে অ্যাপের কথা বলব তার নাম windy.com। যেটি প্লে স্টোর থেকে ১০ বিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে। আর এটি ৪.৫ স্টার রেটিং পেয়েছে। দানা বা ডানা ঘূর্ণিঝড়ের‌ গতিবিধি এই অ্যাপের মাধ্যমে জানা যাবে।

Windfinder

এই ৪.৭ স্টার প্রাপ্ত অ্যাপটি ৫ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। আর রিভিউ এর সংখ্যা প্রায় ৬০,০০০। আপনি ঝড়ের গতিবিধির উপর নজর রাখার রাখতে নিশ্চিন্তে এটি ডাউনলোড করতে পারেন।

Windy.app

ঝড়ের গতিবিধি উপর নজর রাখার জন্য আপনি Windy.app নামের জনপ্রিয় অ্যাপ ব্যবহার করতে পারেন। যেটি ২ লক্ষেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। আর প্লে স্টোরে ৪.৮ স্টার রেটিংও পেয়েছে।

My Hurricane Tracker & Alerts

এই অ্যাপটির মাধ্যমে সহজেই ঘূর্ণিঝড় ট্র্যাক করা সম্ভব। আর এই অ্যাপটি ডাউনলোড হয়েছে ১ লক্ষ বার এবং রিভিউ পেয়েছে ১০,০০০ টি। সাথেই পেয়েছে ৪.৭ স্টার রেটিং।

The Weather Channel

ভীষণ পরিচিত এই আবহাওয়া অ্যাপটি ১০০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে। এটিও আগের অ্যাপের মতোই ৪.৭ রেটিং পেয়েছে। আর এর রিভিউ রয়েছে প্রায় ৩ মিলিয়ন। দানা বা ডানা ঝড়ের সময় ও গতিপ্রকৃতি সম্পর্কে জানতে নিশ্চিন্তে এই অ্যাপ ব্যবহার করা যাবে।

Tags:    

Similar News