Malicious App: ক্যামেরা থেকে ডিকশনারি, এই ১৩টি অ্যাপ ফোনে থাকলেই বিপদ
আপনি কি Google Play Store থেকে নিয়মিত অ্যাপ ডাউনলোড করেন? তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি একবার ভালো করে মন দিয়ে পড়ে নিন। আসলে সম্প্রতি Play Store থেকে ১৩ টি অ্যাপ সরিয়ে নিয়েছে Google। সংস্থার তরফে জানা গিয়েছে যে, এই অ্যাপগুলিতে ক্ষতিকারক ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গিয়েছে, যে কারণে Play Store থেকে অ্যাপগুলিকে অপসারিত করার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়েন্টটি। তবে এই মুহূর্তে অ্যাপগুলিকে সরিয়ে ফেলা হলেও ইতিমধ্যেই ২০ মিলিয়নেরও বেশি বার এগুলিকে ডাউনলোড করা হয়ে গিয়েছে, যা রীতিমতো এক ভয়ানক চিন্তার বিষয়। সেক্ষেত্রে হালফিলে কোন কোন অ্যাপকে নিষিদ্ধ করা হল? আর ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিল Google? আসুন জেনে নেওয়া যাক।
ফোনে এই ১৩ টি অ্যাপ থাকলে দ্রুত ক্ষয় হচ্ছে ব্যাটারি, খরচ হচ্ছে অতিরিক্ত মোবাইল ডেটা
ম্যাকাফি মোবাইল রিসার্চ টিম (McAfee Mobile Research Team)-এর গবেষকরা সম্প্রতি এই ক্ষতিকারক অ্যাপগুলির সন্ধান পেয়েছেন, এবং খোঁজ মেলা মাত্রই তারা বিষয়টির সম্পর্কে গুগলকে অবহিত করেছেন, যার ফলে অবিলম্বে অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে মার্কিনি প্রযুক্তি সংস্থাটি। গবেষকদের মতে, এই ১৩টি অ্যাপে দূষিত ম্যালওয়্যারের অস্তিত্ব মিলেছে। তাই ইউজারদের ফোনে এই অ্যাপগুলি থাকলে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। শুধু তাই নয়, ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপগুলি ইউজারদের অজান্তেই চলতে থাকায় অধিক পরিমাণে মোবাইল ডেটাও খরচ হয়।
ইউজারদের পার্সোনাল ডেটা চুরি করার পাশাপাশি তাদের ব্যাংক অ্যাকাউন্ট গড়ের মাঠ করতেও সিদ্ধহস্ত এই ১৩ টি ম্যালিশিয়াস অ্যাপ
গবেষকরা আরও জানিয়েছেন যে, মূলত এই অ্যাপগুলি ইউজারদের পার্সোনাল ডেটা চুরি করে। এছাড়া, ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট সাফ করতেও হ্যাকাররা এই অ্যাপগুলিকে ব্যবহার করে থাকে। ফলে এই ধরনের কোনো অ্যাপ ফোনে থাকলে যে ব্যবহারকারীরা কতটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারেন, সে সম্পর্কে নিশ্চয়ই আর আলাদা করে কিছু বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই ইউজারদের সুবিধার্থে নীচে আলোচ্য ১৩ টি ক্ষতিকারক অ্যাপের তালিকা দেওয়া হল। সেক্ষেত্রে আপনার ফোনে যদি এগুলির মধ্যে কোনোওটি থেকে থাকে, তাহলে অবিলম্বে সেটিকে ডিলিট করে ফেলুন।
এই ১৩ টি অ্যাপে মিলেছে বিপজ্জনক ম্যালওয়্যারের অস্তিত্ব
১. High Speed Camera
২. SmartTask
৩. Flashlight+
৪. Memo calendar
৫. English-Korean Dictionary
৬. BusanBus
৭. Quick Notes
৮. Smart Currency Converter
৯. Joycode
১০. EzDica
১১. Instagram Profile Downloader
১২. Ez Notes
১৩. Image Vault - Hide Images
নিরাপদে থাকতে হলে চোখকান খোলা রেখে চলতে হবে
প্রসঙ্গত বলে রাখি, Android স্মার্টফোনে ভাইরাস বা ম্যালওয়্যারের সমস্যা নতুন কিছু নয়। চলতি সময়ে হামেশাই Google Play Store-এ দূষিত ভাইরাসযুক্ত একাধিক অ্যাপের অস্তিত্বের কথা শোনা যায়। Google-এর আঁটোসাটো সিকিউরিটি সিস্টেম থাকা সত্ত্বেও সেই সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হ্যাকারদের হাতযশের জেরে প্রায়শই নানাবিধ ক্ষতিকর অ্যাপের আবির্ভাব ঘটছে Play Store-এ, আর ভুলবশত এগুলি ডাউনলোড করে ফেললেই চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে ইউজারদের। তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, হালফিলে Google Play Store থেকে যে-কোনো অ্যাপ ডাউনলোড করার সময় যথাযথ সতর্কতা অবলম্বন করা একান্ত আবশ্যক। সেইসাথে কোনো অ্যাপ ডাউনলোড করার সময় সেটির রিভিউ এবং এর আগে কতবার সেটিকে ডাউনলোড করা হয়েছে, সেগুলির উপর কড়া নজর দেওয়াও খুবই জরুরি। সেক্ষেত্রে যদি রিভিউ খারাপ থাকে এবং অ্যাপটির ডাউনলোডের সংখ্যা নেহাতই কম হয়, তাহলে অবশ্যই সেটিকে ডাউনলোড করা এড়িয়ে যেতে হবে।