Instagram ব্যবহারকারীদের জন্য চলে এল প্রোফাইল কার্ড, কীভাবে নিজের জন্য ডিজিটাল কার্ড বানাবেন

Update: 2024-10-16 10:26 GMT

Instagram আজ তাদের ব্যবহারকারীদের জন্য প্রোফাইল কার্ড ফিচার লঞ্চ করল। এরফলে খুব সহজে ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের তথ্য অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। ২০২০ সালে লঞ্চ হওয়া কিউআর কোড ফিচারের উন্নত সংস্করণ বলা যেতে পারে একে। আসুন Instagram এর প্রোফাইল কার্ড ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Instagram লঞ্চ করল প্রোফাইল কার্ড ফিচার

ইনস্টাগ্রাম এর এই ফিচার আপনার প্রোফাইলের একটি ডিজিটাল কার্ড তৈরি করবে, যেটি দেখতে বিজনেস কার্ডের মতো হবে। এই কার্ডের একটি দিকে প্রোফাইলের সমস্ত তথ্য থাকবে এবং অন্য দিকে কিউআর কোড দেওয়া হবে।

ইনস্টাগ্রাম এর তরফে জানানো হয়েছে, প্রোফাইল কার্ডের সামনে দিকে বায়ো, প্রোফাইল পিকচার সহ প্রোফাইলের সমস্ত তথ্য উল্লেখ থাকবে। এর পাশাপাশি বায়োতে কোনো লিঙ্ক বা মিউজিক যুক্ত করা থাকলেও সেটিও দেখা যাবে। আর অন্য দিকে কালার ব্যাকগ্রাউন্ড সহ কিউআর কোড থাকবে।

কীভাবে Instagram এর প্রোফাইল কার্ড ব্যবহার করবেন

Instagram ধীরে ধীরে প্রোফাইল কার্ড ফিচার রোলআউট করছে। ফলে এই মুহূর্তে সবার কাছে ফিচারটি আসবে না। তাই আপনার প্রোফাইলে যদি ফিচারটি না আসে তাহলে কিছুদিন অপেক্ষা করুন। আসুন কীভাবে Instagram এর প্রোফাইল কার্ড ব্যবহার করা যাবে দেখে নেওয়া যাক।

১) প্রথমে Instagram অ্যাপ খুলে Profile সেকশনে যান।

২) এবার 'শেয়ার প্রোফাইল' সেকশনে 'ভিউ এন্ড শেয়ার প্রোফাইল কার্ড' বিকল্প দেখতে পাবেন।

৩) এরপর 'শো প্রোফাইল কার্ড' অপশনে ক্লিক করে আপনার ডিজিটাল প্রোফাইল কার্ড দেখুন।

৪) এবার আপনি পেনসিল আইকনে ক্লিক করে কোনো তথ্য বা কালার পরিবর্তন করতে পারবেন।

৫) এবার হয়ে গেলে 'X' বাটনে ক্লিক করুন।

ব্যস আপনার প্রোফাইল কার্ড তৈরি হয়ে গেল। আপনি এটি শেয়ার করতে পারবেন, লিঙ্ক কপি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন।

Tags:    

Similar News