IPL 2023: খেলা দেখার পাশাপাশি করুন এই কাজ, ফ্রি-তে গাড়ি উপহার দেবে JioCinema
বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রমরমিয়ে চলছে TATA IPL 2023 ক্রিকেট ইভেন্ট, বলতে গেলে গ্রীষ্মের দাবদাহের মধ্যেও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এ এক স্বর্গীয় মরসুম! এই ম্যাচগুলি টিভির পাশাপাশি স্মার্টফোন, কম্পিউটারেও উপভোগ করা যাচ্ছে; এক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে খেলার লাইভ টেলিকাস্টের দায়িত্ব নিয়েছে JioCinema, যার সাহায্যে ফ্রি-তেই যেকোনো জায়গায় বসে পছন্দের টিমকে মাঠে নামতে দেখা সম্ভব হচ্ছে। তবে মজার ব্যাপার হল যে, এবারের IPL চলাকালীন খেলা দেখে বিনোদন পাওয়ার পাশাপাশি আপনারা কিন্তু একটি গাড়ি জিতে নিতে পারেন। হ্যাঁ ঠিকই বলছি! আসলে ব্যাপারটা হচ্ছে যে, চলতি ক্রিকেট ইভেন্ট উপলক্ষে এর সম্প্রচারকারী JioCinema-র তরফে 'Jeeto Dhan Dhana Dhan' নামে একটি নতুন অফার ঘোষণা করেছে। আর এই অফারের দরুনই Reliance Jio-র মালিকানাধীন OTT প্ল্যাটফর্মটি ম্যাচের দর্শক এবং অনুরাগীদের প্রতি ম্যাচে একটি গাড়ি জেতার সুযোগ দিচ্ছে৷ কীভাবে এই 'Jeeto Dhan Dhana Dhan' অফার কাজে লাগানো যাবে? আসুন জেনে নিই বিশদে।
চলতি IPL-এ কীভাবে কাজে লাগাবেন 'Jeeto Dhan Dhana Dhan' অফার?
প্রথমেই বলে রাখি, 'জিতো ধন ধনা ধন' প্রতিযোগিতাটি এখন জিও সিনেমা অ্যাপে সমস্ত দর্শক এবং ক্রিকেট অনুরাগীদের জন্য লাইভ হয়েছে, যার মাধ্যমে তারা প্রতিটি ম্যাচের দরুন একটি গাড়ি জিততে পারে। এক্ষেত্রে পুরষ্কার জিতে নিতে, একজন অংশগ্রহণকারীকে ম্যাচ চলাকালীন প্রতিটি ওভারের শেষে লাইভ হওয়া প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিযোগিতার টিজারগুলির ভিত্তিতে বলা যায় যে, আসন্ন ওভারে ব্যাটিং টিম কত রান করবে তার পূর্বাভাসের (পড়ুন আন্দাজের) উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে। এর মধ্যে যেসব অংশগ্রহণকারীরা সবচেয়ে বেশিবার সঠিক উত্তর দেবেন, তারা গাড়ি জিতে নিতে পারবেন। তবে বিজয়ীর নাম ঘোষিত হবে লাকি ড্রয়ের সাহায্যে, র্যান্ডমলি।
এছাড়াও মনে রাখতে হবে যে, জিতো ধন ধনা ধন প্রতিযোগিতায় খেলার বা অংশগ্রহণের জন্য কিন্তু আগ্রহীদের বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
গাড়ি জিতেছেন এই সমস্ত ব্যক্তি
জিও সিনেমার 'জিতো ধন ধনা ধন' প্রতিযোগিতার ইতিমধ্যেই চারজন জিতেছেন। সম্প্রতি প্ল্যাটফর্মটি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে – ভীমসেন মোহন্ত, সিদ্ধার্থ শঙ্কর সাহু, ধীরেন্দ্র কুমার এবং মহেন্দ্র সোনি এই প্রতিযোগিতায় একটি গাড়ি জিতেছেন।
প্রতি বছরের মত এবারেও পারদ চড়াচ্ছে IPL
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩১শে মার্চ থেকে এবারের আইপিএল তথা মেগা ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮শে মে পর্যন্ত। ফাইনাল ম্যাচটি গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই প্রসঙ্গে জিওসিনেমার কথা বললে, প্ল্যাটফর্মটি রেকর্ড সংখ্যক দর্শকের সাক্ষী ছিল – ১.৬ কোটিরও বেশি মানুষ ওই সময় সিজনের প্রথম ম্যাচটি দেখেছিলেন বলে তাদের দাবি৷ শুধু তাই নয়, চেন্নাই সুপার কিংস (CSK) বনাম গুজরাট টাইটান (GT) ম্যাচে নাকি এই প্ল্যাটফর্মে ৬ কোটিরও বেশি দর্শক ভিড় বাড়িয়েছে। আইপিএলের প্রথমদিনে এই অ্যাপ ২.৫ কোটিরও বেশি ডাউনলোড হয়েছে, যার ফলে হয়েছে আরেকটি নতুন রেকর্ড।