বর্তমানে WhatsApp ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা হাতেগোনা। বন্ধু-বান্ধবের সাথে ডিজিটাল আড্ডা হোক বা পরিবার ও অফিস কলিগের সাথে যোগাযোগ বজায় রাখা, সব ক্ষেত্রেই এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি আমাদের চিরসঙ্গী। এক্ষেত্রে ব্যবহারকারীরা যাতে স্বাচ্ছন্দ্যের সাথে চ্যাটিং চালিয়ে যেতে পারে, তার জন্য Meta মালিকাধীন এই প্ল্যাটফর্মটি একাধিক নতুন ফিচার নিয়ে এসেছে। যেমন আগে কোনো অজানা নম্বর সেভ না করে WhatsApp -এ চ্যাট করা যেত না। কিন্তু এখন কোনো নম্বর ডিভাইসে সেভ না করেই WhatsApp থেকে ছবি বা ডকুমেন্ট পর্যন্ত শেয়ার করতে পারবেন৷ নীচে এই বিষয়ে আলোচনা করা হল
নম্বর সেভ না করে কীভাবে WhatsApp -এ ফাইল শেয়ার করবেন?
আজকালকার সময়ে হোয়াটসঅ্যাপ বহুল ব্যবহৃত হওয়ায়, প্রত্যেকেই প্রায় এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডকুমেন্ট শেয়ার করতে পছন্দ করেন। এমনকি ফটো স্টুডিও বা প্রিন্টিং শপে গেলেও তারা এই অ্যাপটির মাধ্যমেই ফটো বা নথি পাঠাতে বলে। এক্ষেত্রে যে নম্বরে ডকুমেন্ট পাঠানোর কথা বলা হয়, তা ভবিষ্যতে হয়তো কোনো কাজেই লাগে না।
কিন্তু নম্বর সেভ না করলে চ্যাট করাও সম্ভব হয় না। অনেকেই আবার নম্বর সেভ করার পর তা ডিলিট করে দেয়। যদিও বেশিরভাগ সময়ে ভুলে যান অনেকে। ফলে এধরণের অবাঞ্ছিত নম্বরের ভীড়ে ডিভাইসের কন্টাক্ট সেকশন ভরে যায়। যা পরবর্তী সময়ে মাথা ব্যাথার কারণ হয়ে ওঠে। যেকারণে হোয়াটসঅ্যাপ এখন নম্বর সেভ না করেও চ্যাটিং সহ কনটেন্ট শেয়ার করার সুবিধা দিচ্ছে। নীচে ধাপসমূহ আলোচনা করা হল -
১. প্রথমেই হোয়াটসঅ্যাপ খুলুন।
২. এবার যদি আপনার কাছে আইফোন থেকে থাকে, তবে স্ক্রিনের উপরের দিকে থাকা '+' আইকনে ট্যাপ করুন। আর যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তবে এই আইকনটি নীচের বাঁ দিকে পাবেন।
৩. এরপর সার্চ বারে কন্টাক্ট নম্বরটি লিখুন। অথবা নম্বরটি কপি করে সার্চ বারে পেস্টও করতে পারেন।
৪. পরবর্তীতে সার্চ বাটনে ট্যাপ করুন। এবার সার্চ রেজাল্টে নম্বরটি দেখতে পাবেন।
৫. এবার নম্বরে ট্যাপ করে চ্যাট করা বা ডকুমেন্ট পাঠানোর মতো কাজ করতে পারবেন।