60 কোটিরও বেশি বার Play Store থেকে ডাউনলোড হয়েছে এইসব ভুয়ো App, আপনি ভুল করবেননা

Update: 2023-11-14 05:15 GMT

সাম্প্রতিক বছরগুলিতে অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোনের ওপর বিশ্বব্যাপী মানুষের নির্ভরশীলতা যেমন বেড়েছে, তেমনই ভাইরাস-ম্যালওয়্যারের মতো জিনিসগুলিও দৈনন্দিন জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে। প্রায়শই কোনো না কোনো অ্যাপে ম্যালওয়্যার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড নির্মাতা Google, ম্যালিশিয়াস সফ্টওয়্যারের বিরুদ্ধে লড়াই করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে বলে দাবি করলেও, সংস্থাটি এমনটা বাস্তবে করছেনা। অন্তত নতুন সিকিউরিটি রিপোর্ট, বিশ্বখ্যাত টেক কোম্পানিটির বিরুদ্ধে এমনটাই দাবি করেছে। আসলে সিকিউরিটি কোম্পানি Kaspersky সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা Google Play Store থেকে ভুয়ো তথা প্রতারণামূলক অ্যাপ্লিকেশনগুলি ৬০০ মিলিয়নেরও বেশি বার (সম্ভবত স্মার্টফোন ও ট্যাবলেট উভয় ডিভাইস থেকেই) ডাউনলোড করেছেন। এই পরিসংখ্যান নির্দেশ করে যে, Google, এই ধরণের সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য খুব বেশি কিছু করছেনা।

ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে Google?

গুগল বারবার বলেছে যে, তারা সবসময়ই শীর্ষমানের সুরক্ষা দেয় এবং এবং সংস্থার প্লে প্রোটেক্ট (Play Protect) সিস্টেম এই ধরনের বিপজ্জনক অ্যাপগুলির বিরুদ্ধে সিকিউরিটি দেবে। তবে প্রতারণামূলক অ্যাপের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গে করা গুগলের চ্যালেঞ্জের বাস্তব রূপ হয়তো কেউ কল্পনাও করেননি। নতুন রিপোর্টের বিস্ময়কর পরিসংখ্যান তারই প্রমাণ।

এক্ষেত্রে ক্যাসপারস্কি কোম্পানিটি আরও উল্লেখ করেছে যে, ভুয়ো-ম্যালওয়্যার অ্যাপগুলির বেশিরভাগই কোনো ওয়ার্নিং ছাড়াই প্লে স্টোর স্ক্যানিং সিস্টেমকে বাইপাস করে প্ল্যাটফর্মটিতে প্রবেশ করে। পরবর্তী আপডেটে অ্যাপগুলি ম্যালওয়্যার দ্বারা সংক্রামিত হয়ে নিজের আসল রূপে ফিরে আসে এবং ইউজাররা অজান্তেই এগুলির কারণে নিজের গোপনীয় ডেটা হারাতে পারেন।

মূলত iRecorder-এর মতো অ্যাপগুলি নিজেদের সময়ের সাথে আপডেট করেছে বা শক্তি বাড়িয়ে গুগল প্লে স্টোরে জায়গা করে নিয়েছে বলে ক্যাসপারস্কি দাবি করেছে। তাদের রিপোর্ট অনুযায়ী, Beauty Slimming Photo Editor, Photo Effect Editor এবং GIF Camera Editor Pro-এর মতো অ্যাপগুলি জালিয়াতিতে সফল হচ্ছে, কারণ এগুলি আজকাল অ্যান্ড্রয়েড ফোনে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে। উল্লিখিত তিনটি অ্যাপই ৬,০০,০০০-এরও বেশি বার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্বারা ইনস্টল হয়েছে। এছাড়া Minecraft-এর মতো ক্লোন অ্যাপও লুকানো বিজ্ঞাপনের মাধ্যমে ডিভাইসকে সংক্রমিত করার ক্ষমতা রাখে বলে কোম্পানিটি জানিয়েছে।

কীভাবে Android-এ ভুয়ো অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকবেন?

  • নিজের অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রতারণামূলক ডাউনলোড করা এড়াতে আগে অ্যাপটির পাবলিশার বা ডেভেলপারের তথ্য চেক করুন। যদি অ্যাপটি কোনো সুপরিচিত কোম্পানির দ্বারা তৈরি না হয়, তাহলে সেটি ইনস্টল না করাই ভালো।
  • যদি কোনো অনামী অ্যাপের কারণে ব্যাটারি ব্যাকআপ কমে যায় বা অন্যান্য সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানা যায়, তাহলে এই ধরনের অ্যাপ ডাউনলোড করা এড়িয়ে চলুন।

Tags:    

Similar News