এক WhatsApp থেকে বিভিন্ন নম্বর দিয়ে করুন চ্যাটিং, চলে এল নয়া লিঙ্ক অ্যাকাউন্ট ফিচার

Update: 2024-07-03 03:16 GMT

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সম্প্রতি লিঙ্ক অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট ফিচার তাদের অ্যাপে যুক্ত করেছে, যার সাহায্যে এখন একই অ্যাপ থেকে একাধিক নম্বর দিয়ে চ্যাটিং করা যাবে এবং ব্যবহারকারীরা যখন খুশি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্যুইচ করতে পারবেন। নয়া এই হোয়াটসঅ্যাপ ফিচার আপনাকে একই ফোনে পার্সোনাল বা অফিসিয়াল অ্যাকাউন্ট দুটোই ব্যবহার করতে দেবে। ফলে আপনি কোনো মেসেজ মিস করবেন না। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই ফিচার ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপের 'লিঙ্ক অ্যাকাউন্ট' বা 'অ্যাড অ্যাকাউন্ট' ফিচারের সাহায্যে একই অ্যাপ থেকে একাধিক নম্বর দিয়ে চ্যাটিং করা যাবে। লিঙ্ক অ্যাকাউন্ট ফিচারটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অ্যাপ্লিকেশনেই ব্যবহার করা যাবে। আপনি চাইলে আপনার বিদ্যমান অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন অথবা একই অ্যাপে একটি নতুন নম্বর দিয়ে একটি নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।

একটি ফোনে একাধিক নম্বর দিয়ে চালান হোয়াটসঅ্যাপ

  • প্রথমে যে ফোনে আপনি অনেক নম্বর দিয়ে চ্যাট করতে চান সেই ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
  • উপরের ডানদিকে উপস্থিত তিনটি ডটে ক্লিক করে সেটিংস অপশনে যান।
  • আপনার নাম এবং মোবাইল নম্বরের পাশে তীর আইকনে ট্যাপ করুন, এখানে আপনি অ্যাকাউন্ট যুক্ত করার বিকল্পটি পাবেন।
  • এছাড়া আপনি সার্চ আইকনে ট্যাপ করেও অ্যাড অ্যাকাউন্ট অপশনটি সার্চ করতে পারেন।
  • এখান থেকে আপনি অন্য নম্বর‌‌ দিয়ে অ্যাকাউন্ট তৈরি বা লিংক করার অপশন পাবেন।

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য দুটি অপশন থাকবে

  • অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করার পরে, আপনি দুটি অপশন পাবেন - রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট এবং লিঙ্ক অ্যাজ কম্প্যানিয়ন ডিভাইস।
  • আপনি যদি অন্য নম্বর দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান তবে প্রথম অপশন চাপুন। তবে আপনি যদি অন্য ফোনে অন্য নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ চালান এবং এখানে অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান, তাহলে দ্বিতীয় অপশনে ট্যাপ করুন।
  • প্রথম অপশনে ট্যাপ করার ক্ষেত্রে আপনাকে ওটিপির মাধ্যমে একটি নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেটআপ করতে হবে।
  • দ্বিতীয় অপশনে একটি কিউআর কোড দেখাবে, যা স্ক্যান করার পর দ্বিতীয় নম্বরটি লিঙ্ক হয়ে যাবে।

Tags:    

Similar News