WhatsApp এর নতুন ফিচারে, গ্রুপ চ্যাটে দেখা যাবে মেসেজ প্রেরকের ডিপি

By :  SUPARNA
Update: 2022-08-26 14:24 GMT

জনপ্রিয়তা ধরে রাখতে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp নিত্যনতুন ফিচারের সন্ধানে ব্যস্ত থাকে। যেমন বর্তমানে আলোচ্য অ্যাপটি গ্ৰুপ চ্যাট সংক্রান্ত এমন একটি ফিচার নিয়ে কাজ করছে, যা প্রত্যেকটি স্বতন্ত্র মেসেজের পাশে প্রেরণকারী গ্ৰুপ মেম্বারের প্রোফাইল পিকচার দেখার অনুমতি দেবে। যার দরুন গ্ৰুপের অংশগ্রহণকারীদের (participants) সম্পর্কে জানতে আর আলাদাভাবে 'ডিটেলস' সেকশন অ্যাক্সেস করার প্রয়োজন পড়বে না। অতএব, কার্যকারিতার নিরিখে এই কার্যাধীন বৈশিষ্ট্যটি গ্ৰুপ চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরো উন্নীত করবে বলেই আমাদের ধারণা। প্রসঙ্গত সংস্থাটি বিগত বেশ কিছু সময় যাবৎ উক্ত ফিচারটি নিয়ে কাজ করছিল বলে গুঞ্জন শোনা যাচ্ছিলো। ফলে খুব শীঘ্রই হয়তো এই নতুন ফিচারকে আনুষ্ঠানিকভাবে রোলআউট করা হবে WhatsApp -এ।

গ্রূপ চ্যাটের অংশগ্রহণকারীদের প্রোফাইল পিকচার দেখতে দেবে WhatsApp

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার সাইট WABetaInfo সর্বপ্রথম এই ফিচার সম্পর্কিত তথ্য শেয়ার করে। সাইটটির রিপোর্ট অনুসারে, ব্যবহারকারীরা গ্রুপ চ্যাটে পাঠানো প্রতিটি স্বতন্ত্র মেসেজের পাশে একটি ছোট গোলাকার উইন্ডোর মধ্যে প্রেরণকারী ব্যক্তির প্রোফাইল পিকচার দেখতে পাবেন। প্রসঙ্গত, এত দিন যাবৎ গ্ৰুপে আসা মেসেজগুলির উপরি ভাগে শুধুমাত্র প্রেরকের নাম দেখে যেত। আর প্রত্যেক অংশগ্রহণকারীদের যাতে আলাদাভাবে চেনা যায়, তার জন্য পৃথক পৃথক কালারে তাদের নামগুলি ভেসে উঠতো। কিন্তু একটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মের জন্য এই ধরনের ইন্টারফেস খুব একটা আদর্শ নয়। কেননা, ব্যস্ততার মুহূর্তে এক নজরে মেসেজ প্রেরকদের সনাক্ত করা কঠিন হতে পারে ব্যবহারকারীদের জন্য। ফলে গ্ৰুপে ছবি সহ মেসেজ এলে চ্যাটিং করতেও অনেকটাই সুবিধা হবে।

তদুপরি, মেটা মালিকাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি বর্তমানে তাদের এই লেটেস্ট ফিচারকে 'হোয়াটসঅ্যাপ ফর আইওএস' (iOS) বিটা ভার্সনের জন্য রিলিজ করেছে বলে জানা গেছে। আর খুব শীঘ্রই 'হোয়াটসঅ্যাপ ফর অ্যান্ড্রয়েড' অ্যাপের বিটা সংস্করণের জন্যও হয়তো এই বৈশিষ্ট্যকে রোলআউট করে দেওয়া হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, মেটা অধীনস্ত ফেসবুক ও ইনস্টাগ্রামে মেসেজের পাশে প্রোফাইল পিকচার দেখার সুবিধা বহুদিন আগের থেকেই বিদ্যমান।

WhatsApp -এর লেটেস্ট কয়েকটি ফিচারের বিশদ

হোয়াটসঅ্যাপের অন্যতম একটি লেটেস্ট ফিচার আপডেট হল - 'হোয়াটসঅ্যাপ ডিসাপেয়ারিং স্ট্যাটাস' (WhatsApp disappearing status), যা চ্যাট উইন্ডোয় থাকা ব্যক্তিদের প্রোফাইল পিকচারের চারিধারে একটি রিং দেখানোর মাধ্যমে স্ট্যাটাস আপলোডের ইঙ্গিত দেবে। ফলে স্ট্যাটাস অদৃশ্য হওয়ার আগেই ব্যবহারকারীরা তা দেখে নিতে পারবেন। এই মুহুর্তে, নতুন কোনো স্ট্যাটাস আপডেট করা হয়েছে কিনা জানতে বারংবার আমাদের স্ট্যাটাস ট্যাব অ্যাক্সেস করতে হয়। আলোচ্য ফিচারটি অনুষ্ঠানিকভাবে রোলআউট হয়ে গেলে এই খাটুনি অনেকটাই লাঘব হবে।

যাইহোক, হোয়াটসঅ্যাপ সম্প্রতি তাদের উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য একটি নতুন ডেডিকেটেড অ্যাপ চালু করেছে বলে জানা গেছে, যা পিসিতে অ্যাপটির সামগ্রিক ব্যবহারযোগ্যতা এবং ক্রিয়াকলাপকে আরো উন্নত করবে।

Tags:    

Similar News