স্বস্তি ফিরলো WhatsApp ব্যবহারকারীদের, চলে এল আন্তর্জাতিক কল এড়ানোর ফিচার

By :  SUMAN
Update: 2023-05-08 04:12 GMT

সম্প্রতি ভারতের বিভিন্ন প্রান্তের WhatsApp ব্যবহারকারীরা অপরিচিত আন্তর্জাতিক নম্বর থেকে অবাঞ্ছিত ভিডিও এবং ভয়েস কল পাচ্ছেন। এই আন্তর্জাতিক নম্বরগুলির কান্ট্রি কোড হল – +৮৪ (ভিয়েতনামের কান্ট্রি কোড), +৬২ (ইন্দোনেশিয়ার কান্ট্রি কোড), এবং +২২৩ (মালির কান্ট্রি কোড)। এই আন্তর্জাতিক কলগুলির বেশিরভাগই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি থেকে পরিচালনা করা হচ্ছে বলে অনুমান করছেন সাইবার বিশ্লেষকদের। এক্ষেত্রে ঘরে বসে মোটা অংকের টাকা রোজগারের প্রলোভন দেখাচ্ছে স্ক্যামাররা। মূলত ব্যক্তিগত এবং ব্যাঙ্কিং ডেটা চুরি করার উদ্দেশ্যে উক্ত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের টার্গেট করা হচ্ছে।

এই ঘটনা সামনে আসতেই WhatsApp -এর এক মুখপাত্র খুব শীঘ্রই ‘ইন্টারন্যাশনাল স্ক্যামিং কল’ প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর সেই মতোই মেটা-অধীনস্ত প্ল্যাটফর্মটি আজ (৮ই মে) অজানা কলার্সদের সাইলেন্ট (Unknown Callers Mute) করার জন্য একটি নতুন প্রাইভেসি ফিচার চালু করছে, যা ইতিমধ্যেই কিছু অঞ্চলের বিটা টেস্টারদের জন্য উপলব্ধ। আর খুব তাড়াতাড়ি এই ফিচারটিকে সর্বজনীনভাবে রোলআউট করা হবে বলেও জানা গেছে। এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের তাদের গোপনীয়তা রক্ষা করতে আরো বেশি সাহায্য করবে। পাশাপাশি অবাঞ্ছিত ও অজানা ভয়েস কল স্ক্যামিং থেকেও বাঁচাবে।

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকিং সাইট WABetaInfo -এর লেটেস্ট রিপোর্ট অনুসারে, অজানা কলার্সদের সাইলেন্ট করার এই ফিচারকে গুগল প্লে স্টোর (Google Play Store) -এ 'হোয়াটসঅ্যাপ ফর অ্যান্ড্রয়েড ২.২৩.১০.৭' (WhatsApp For Android 2.23.10.7) আপডেটের অধীনে উপলব্ধ। পরবর্তীতে বৈশিষ্ট্যটিকে বিভিন্ন অঞ্চলের বিটা টেস্টারদের কাছে ক্রমানুসারে রোলআউট করা শুরু করবে সংস্থাটি।

আসন্ন এই প্রাইভেসি ফিচারকে, হোয়াটসঅ্যাপের সেটিংস বিকল্পের অধীনে থাকা 'প্রাইভেসি' (Privacy) সেকশনের মধ্যে পাওয়া যাবে। কার্যকারিতার কথা বললে, আননোন কলার্সদের মিউট বা সাইলেন্ট করার এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের অজানা ফোন নম্বর থেকে আসা অনলাইন কল নিঃশব্দ করার অনুমতি দেবে। তবে হোয়াটসঅ্যাপে প্রাপ্ত এই সকল অবাঞ্চিত ফোন 'কল ট্যাব' এবং 'কল লিস্ট' -এ প্রদর্শিত হবে।

আলোচ্য ফিচারের পাশাপাশি, হোয়াটসঅ্যাপ আরেকটি নতুন টুল নিয়ে আসার ঘোষণাও করেছে। এই নয়া টুল, ব্যবহারকারীদের ইনকামিং বা প্রাপ্ত কলগুলির উপর আরও অধিক নিয়ন্ত্রণ প্রদানের বিকল্প অফার করবে। এই বৈশিষ্ট্যটি, স্ক্যামারদের কাছে প্রতারিত হওয়ার ঝুঁকি কমাবে এবং অবাঞ্ছিত কলগুলি মিউট করবে। এটি একটি অত্যন্ত দরকারী টুল হিসাবে হোয়াটসঅ্যাপে উপস্থিত হতে পারে, যা অ্যাকাউন্ট প্রাইভেসির মাত্রা আরো উন্নীত করতে সহায়তা করবে।

Tags:    

Similar News