আবার রূপ বদলাল WhatsApp! আপডেটের পর অ্যাপের নতুন রঙ দেখে বিভ্রান্ত ইউজাররা, কেন?

Update: 2024-03-05 09:59 GMT

মাস ঘুরতেই হাজার হাজার ইউজারকে আবারও অবাক করল WhatsApp। গত বছরের শেষদিক থেকেই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি নিজের চেহারা পরিবর্তনের দিকে নজর দিয়েছে – ফলত কখনও তাদের ট্যাব স্যুইচ বার স্ক্রিনের নীচের দিকে নেমে এসেছে, তো কখনও আবার নির্বাচিত কিছু ইউজার (অ্যান্ড্রয়েড বিটা) অ্যাপের চিরাচরিত সবুজ-সাদা রঙের থিমের বদলে প্রিমিয়াম সাদা থিম দেখতে পেয়েছেন। কিন্তু সম্প্রতি Meta মালিকানাধীন WhatsApp পুনরায় তাদের অ্যাপটির কালার স্কিম পরিবর্তন করেছে, যার বদলে এখন এটিতে প্রাণবন্ত সবুজ রঙ দেখতে পাচ্ছেন অনেকেই। মুশকিল হচ্ছে যে, এক্ষেত্রে বেশিরভাগ WhatsApp ব্যবহারকারীই এই পরিবর্তনের কারণে বেশ বিভ্রান্ত হয়েছেন, অনেকে তো আবার অ্যাপে লগইন করার পর নতুন ভাইব্র্যান্ট থিম দেখে বিরক্ত হয়েছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নিয়ে অভিযোগ করেছেন। এখন আপনার যদি মনে প্রশ্ন আসে যে, সবুজ থিম তো আগেই WhatsApp-এ ছিল, তাহলে নতুন করে আর কী পরিবর্তন ঘটল, সেক্ষেত্রে পুরোটা পড়ুন।

প্রিমিয়াম ইউজারদের জন্য আপডেট এনেছে WhatsApp

হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক এই পরিবর্তনটি প্রাথমিকভাবে আইওএস (iOS) ব্যবহারকারীদের চোখে পড়েছে। কেননা, সংস্থাটি সমস্ত আইওএস ডিভাইসের জন্য সবুজ থিম হাজির করেছে। এক্ষেত্রে নয়া থিম ছাড়াও, ইউজাররা অ্যাপের আইকন এবং বাটনগুলিতেও কিছু পরিবর্তন দেখতে পাবেন। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটা তেমন নতুন কিছু নয়, তাঁরা আগে থেকেই হোয়াটসঅ্যাপের সবুজ থিমে অভ্যস্ত – যদিও বেশ কয়েক মাস ধরে অ্যান্ড্রয়েড বিটায় অ্যাপের থিম হিসেবে সাদা রঙ পরিলক্ষিত হচ্ছে।

এছাড়া নতুন আপডেটের জেরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কালার টোনে সামান্য পরিবর্তন দেখতে পাবেন। ডার্ক মোড, লাইট মোড – দুই ক্ষেত্রেই কালার স্কিমের উন্নতি সাধন ঘটাবে কোম্পানি। একইভাবে বিটা ভার্সনের মতোই অ্যাপের ভিতরে উপস্থিত ট্যাবগুলিকে উপরে থেকে নীচে নামিয়ে আনবে হোয়াটসঅ্যাপ, যাতে ইউজাররা আগের চেয়ে ট্যাবগুলি সহজে নেভিগেট করতে পারবেন।

কেন এই পরিবর্তন আনছে WhatsApp?

রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ, তার ব্যবহারকারীদের ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স উন্নত করতেই থিম বা কালার পরিবর্তন করছে বলে জানা গিয়েছে। আদতে মেটা এই থিমের মাধ্যমে ডিফল্টরূপে একটি আধুনিক ইন্টারফেস দিতে চায়। সোজা কথায় বললে, আগামী দিনে সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে নতুন থিম নিয়ে অ্যাপ ব্যবহারের অভ্যাস করতে হবে।

Tags:    

Similar News