চ্যাটিংয়ে আরও মজা, নতুন ৫ ফিচার জুড়ল WhatsApp-এ, আপনি উপভোগ করছেন তো?
বিশ্বজুড়ে ব্যবহৃত চ্যাটিং অ্যাপগুলির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হল WhatsApp। ভারতেও লক্ষ লক্ষ মানুষ এটি ব্যবহার করে থাকেন। আর এই বিশাল সংখ্যক ইউজারদের সুবিধার কথা ভেবে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিও ক্রমাগত নিজেকে আপডেট করে, যার ফলে এতে একের পর এক নতুন ফিচার যুক্ত হতে দেখা যায়। যেমন নিজের স্বভাববশতই বিগত কয়েক সপ্তাহে WhatsApp কোম্পানি নতুন ইন্টারফেস থেকে শুরু করে চ্যাট লক, স্ট্যাটাস আপডেট টুলের মতো একাধিক ফিচার চালু করেছে বা করছে; প্রাথমিকভাবে প্ল্যাটফর্মটির বিটা (Beta) ভার্সনে উপলব্ধ হলেও ধীরে ধীরে সবাই (পড়ুন স্টেবল ইউজাররাও) এখন এগুলি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে হালফিলে ঠিক কী কী লেটেস্ট ফিচার WhatsApp-এ ব্যবহার করা যাবে, সেগুলির একটি তালিকা আমরা এই প্রতিবেদনে শেয়ার করব। এতে করে আপনি নতুন ফিচার সম্পর্কে অবগত হতে পারবেন এবং সেগুলির অ্যাক্সেস আপনার কাছে আছে কিনা তাও নিশ্চিত করতে পারবেন।
WhatsApp-এ এখন এই ৫টি লেটেস্ট ফিচার মিলবে
১. নতুন ইন্টারফেস: মাত্র কয়েকদিন আগে মেটা (Meta) মালিকানাধীন হোয়াটসঅ্যাপ তার অ্যান্ড্রয়েড বিটা অ্যাপটির ইন্টারফেস এবং ডিজাইনে বড় পরিবর্তন এনেছে। এখন চ্যাট, কল, কমিউনিটি এবং স্ট্যাটাস ট্যাবগুলি আইফোনের মতো স্ক্রিনের নীচে দিকে প্রদর্শিত হচ্ছে। এই পরিবর্তনের কারণে, বিভিন্ন মোবাইল প্ল্যাটফর্মে একই ডিজাইন দেখা যাবে। তাছাড়া এক ট্যাব থেকে অন্য ট্যাবে স্যুইচ করতেও বেশি ঝামেলা পোহাতে হবেনা।
২. চ্যাট লক: এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে অনেকেই নির্দিষ্ট চ্যাট পার্সোনালি লক করতে পারেন।অ্যাপটি লক করার অপশন আগে থেকেই উপলব্ধ ছিল, কিন্তু এখন এক বা একাধিক ইন্ডিভিজুয়াল চ্যাট এবং গ্রুপ চ্যাট আলাদা করে লক করার সুবিধা মিলবে। এই ফিচারের কারণে অন্য কেউ হোয়াটসঅ্যাপ খুললেও সে ব্যক্তিগত চ্যাট দেখার সুযোগ পাবেনা।
৩. স্ট্যাটাস আপডেট টুল: প্রায় পাঁচ-ছয় বছর ধরে হোয়াটসঅ্যাপে ২৪ ঘন্টার স্টেটাস সেট করার বিকল্প রয়েছে। এখন, এই স্টেটাস অপশনে কিছু নতুন কাস্টমাইজেশনের (যেমন টেক্সট ওভারলে টুল, নতুন ফন্ট ইত্যাদি) সুবিধা যুক্ত হয়েছে। শুধু তাই নয়, এখন ভয়েস স্টেটাস আপডেট হিসাবে ৩০ সেকেন্ড পর্যন্ত অডিও ক্লিপ সেট করারও বিকল্প উপলব্ধ রয়েছে এই প্ল্যাটফর্মে।
৪. WearOS সাপোর্ট: যেসব ইউজারদের কাছে অ্যান্ড্রয়েড (Android) ভিত্তিক উইয়ারওএস (WearOS) স্মার্টওয়াচ রয়েছে, তারা এখন তাদের আধুনিক হাতঘড়িটির স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার পাশাপাশি চ্যাট করার সুবিধা পাবেন।
৫. ডিসঅ্যাপেয়ারিং মেসেজ: হোয়াটসঅ্যাপে 'ডিসঅ্যাপেয়ারিং মেসেজ' (Disappearing Message) অপশন অন রাখলে নির্দিষ্ট সময় পর সেগুলি নিজে নিজেই ডিলিট হয়ে যায়। কিন্তু এখন কোম্পানি 'কিপ মেসেজ' নামক ফিচার এনেছে, যাকে কাজে লাগিয়ে ডিসঅ্যাপেয়ারিং চ্যাটের কোনো গুরুত্বপূর্ণ মেসেজকে সংরক্ষণ করা যাবে অর্থাৎ এই ফিচারের কারণে গোটা চ্যাট অদৃশ্য হলেও সেই নির্দিষ্ট মেসেজটি থেকে যাবে।