ভয়েস ও ভিডিও কলের জন্য WhatsApp আনল নতুন ফিচার, খুশি যেন ধরে না ব‌্যবহারকারীদের

By :  SUMAN
Update: 2023-02-28 14:56 GMT

২০২২ সালের সেপ্টেম্বর মাসে হোয়াটসঅ্যাপ (WhatsApp) তাদের মোবাইল সংস্করণ ব্যবহারকারীদের জন্য 'কল লিঙ্ক' (Call Links) নামের একটি নয়া ফিচারের ঘোষণা করেছিল। কার্যকারিতার দিক থেকে এই বৈশিষ্ট্যটি - গুগল মিট (Google Meet), মাইক্রোসফ্ট টার্মস (Microsoft Teams), জুম (Zoom) -এর মতো অন্যান্য জনপ্রিয় মিটিং অ্যাপের মতোই। সর্বোপরি মেটা-মালিকাধীন এই প্ল্যাটফর্মটি তাদের এই ফিচারের অধীনে ভয়েস কলিং এবং ভিডিও কলিং উভয় বিকল্পই উপলব্ধ করেছে। আর এখন হোয়াটসঅ্যাপ তাদের উইন্ডোজ সংস্করণ ব্যবহারকারীদের জন্য কল লিঙ্ক ফিচার রোলআউট করার সিদ্ধান্ত নিয়েছে।

উইন্ডোজ বিটা সংস্করণে কল লিঙ্ক ফিচার রোলআউট করলো হোয়াটসঅ্যাপ (WhatsApp rollout Call Link feature for Windows Beta)

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকিং সাইট WABetaInfo, হোয়াটসঅ্যাপ উইন্ডোজের ফিচারটির আগমনের খবর প্রকাশ্যে এনেছে। উক্ত সাইট প্রদত্ত রিপোর্ট অনুসারে, মেটা-মালিকানাধীন অ্যাপটির উইন্ডোজ ২.২৩০৭.৩.০ (Windows 2.2307.3.0) বিটা ভার্সন ব্যবহারকারীদের জন্য কল লিঙ্ক ফিচার বৈশিষ্ট্য চালু করা হয়েছে। যার দরুন, এখন অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল ব্যবহারকারীদের পাশাপাশি ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীরাও লিঙ্ক শেয়ার করতে এবং এতে ক্লিক করেই ভিডিও বা ভয়েস কলে যোগ দিতে পারবেন।

উপরে দেওয়া স্ক্রিনশটে স্পষ্ট দেখা যাচ্ছে যে, হোয়াটসঅ্যাপ উইন্ডোজ ভার্সনে একটি ডেডিকেটেড কল সেকশন রয়েছে। এবার এই কল লিঙ্ক আইকনে ক্লিক করে ব্যবহারকারীরা ভিডিও বা ভয়েস কলিংয়ের জন্য লিঙ্ক সেটআপ করার বিকল্প পেয়ে যাবেন। এবার কীভাবে কল লিঙ্ক ফিচার ব্যবহার করবেন তার ধাপসমূহ নিচে দেওয়া হল -

১. প্রথমেই, ক্রিয়েট কল লিঙ্ক লেখা বিকল্পে ক্লিক করতে হবে।

২. এরপর কোন ধরণের কল করতে চান তা বেছে নিতে হবে। অর্থাৎ কল লিঙ্কের অধীনে দুটি বিকল্প থাকবে, যথা - ভয়েস কল এবং ভিডিও কল, এগুলির মধ্যে একটিকে চয়ন করতে হবে।

৩. কল টাইপ নির্বাচিত হয়ে গেলে, স্ক্রিনের নীচে প্রদত্ত লিঙ্কটি কপি করার একটি বিকল্প আসবে। এতে ক্লিক করুন এবং আপনি যাদের সাথে এই লিঙ্ক শেয়ার করতে চান তাদের ফরওয়ার্ড করুন। এক্ষেত্রে নির্দিষ্ট একটি ব্যক্তি ছাড়াও, গ্ৰুপের সাথে লিঙ্ক শেয়ার করা যাবে।

এই ফিচারের অন্যতম বিশেষত্ব হল, প্রত্যেকবার ভিডিও বা ভয়েস কলিংয়ের জন্য দেওয়া URL লিঙ্কটি অনন্য হবে এবং লিঙ্ক শেয়ারকারীর অনুমোদন ছাড়া কেউ কলে যোগ দিতে পারবে না। WABetaInfo তাদের রিপোর্টে আরো বলেছে, হোয়াটসঅ্যাপ কনটাক্টে নেই এমন ব্যক্তিদের সাথেও লিঙ্ক শেয়ার করা যাবে এবং তারা গ্ৰুপ কলে যোগও দিতে পারবেন। দেখতে গেলে, এতদিন Microsoft Team বা Google Meet-এর মতো অ্যাপগুলিতেই শুধুমাত্র এই সুবিধা প্রদান করা হতো। কিন্তু এখন হোয়াটসঅ্যাপ উইন্ডোজ ব্যবহারকারীরা এই একই সুবিধা উপভোগ করতে পারবেন। অর্থাৎ গুগল এবং মাইক্রোসফ্টের আরেক প্রতিদ্বন্দ্বী এসে গেলো বাজারে।

প্রসঙ্গত, কল লিঙ্ক ফিচার ব্যবহার করে তৈরী করা লিঙ্কটি আপনি সর্বাধিক ৩২ জন ব্যক্তির সাথে শেয়ার করতে পারবেন। আর আগে যেমনটা বলেছি, গ্রুপেও এই লিঙ্ক পোস্ট করার সুবিধা মিলবে। অর্থাৎ ৩২ জন পর্যন্ত সদস্য ভিডিও বা ভয়েস কলিংয়ে যোগ দিতে পারবেন।

Tags:    

Similar News