অন্য অ্যাপ ডাউনলোডের দরকার নেই, এবার WhatsApp এর মাধ্যমে পড়া যাবে খবর, আসছে নতুন ফিচার
চলতি সময়ে একে অপরের সঙ্গে সর্বক্ষণ যুক্ত থাকার জন্য বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এর গুরুত্ব যে কতখানি, সে সম্পর্কে নতুন করে কাউকে কিছু বলে দেওয়ার নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই। হঠাৎ খানিকক্ষণের জন্য যদি অ্যাপটি কাজ করা বন্ধ করে দেয়, তাহলেই আমাদের বর্তমান জীবনে এই অ্যাপটির প্রয়োজনীয়তা কতটা, তা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। কাজের প্রয়োজনে কিংবা অবসর সময়ে এই প্ল্যাটফর্ম মারফত চ্যাটিং হালফিলে এতটাই আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে যে, এই মেসেজিং অ্যাপটি ছাড়া এখন আমাদের জীবন ঠিক যেন নুনবিহীন খাবার! উল্লেখ্য, Meta মালিকানাধীন এই অ্যাপ্লিকেশনে একাধিক মজাদার তথা কার্যকর ফিচার মজুত রয়েছে। তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, হালফিলে WhatsApp এমন একটি ফিচার নিয়ে কাজ করছে, যার দৌলতে এটি আগামী দিনে ব্যবহারকারীদের কাছে একটি চ্যাটিং অ্যাপের চেয়েও আরও বেশি কিছু হয়ে উঠবে। কিন্তু কী সেই ফিচার? আসুন জেনে নেওয়া যাক।
এবার নিউজের জন্য আর একগাদা অ্যাপ ডাউনলোড করতে হবে না, WhatsApp-ই দেবে সব খবর
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-র লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, আসন্ন ফিচারটি সেই সকল ব্যবহারকারীদের বিশেষভাবে কাজে আসবে, যারা রোজকার খবর সম্পর্কে অবহিত থাকার জন্য বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন কিংবা নিজেদের ফোনে নানাবিধ অ্যাপ মজুত রাখেন। আসলে আগে একটা সময় ছিল, যখন সকালে উঠে চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজে চোখ না বোলাতে পারলে অনেকেরই দিন শুরু হতো না। কিন্তু বর্তমান ডিজিটাল জমানায় মানুষের দৈনন্দিন ব্যস্ততা তথা মোবাইল-ট্যাব-ল্যাপটপের দাপটে সেই প্রবণতা অনেকাংশে কমে গিয়েছে। ফলে এখন বিশ্বের হালহকিকত জানতে ইউজারদেরকে বাধ্য হয়ে ফোনে কোনো-না-কোনো নিউজ অ্যাপ ডাউনলোড করে রাখতে হয় কিংবা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে হয়। তাই ব্যবহারকারীদের সুবিধার্থে আগামী দিনে একটি নতুন ফিচার আনার পরিকল্পনা করেছে হোয়াটসঅ্যাপ।
ব্যবহারকারীদের মন জয় করতে WhatsApp নিয়ে আসছে Newsletter Tool
WABetaInfo-র লেটেস্ট রিপোর্টে বলা হয়েছে যে, সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি প্রাইভেট নিউজলেটার ফিচার (Newsletter Tool) নিয়ে কাজ করছে, যা তথ্য সম্প্রচারের জন্য ওয়ান-টু-মেনি টুল হিসেবে কাজ করবে। অর্থাৎ, উক্ত টুল মারফত গোটা দুনিয়ার যাবতীয় খবরাখবর ইউজারদের হাতের মুঠোয় চলে আসবে। WABetaInfo-র মতে, মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির এই আসন্ন ফিচারের নাম 'নিউজলেটার' (Newsletter) রাখা হবে, নাকি এর অন্য কোনো কোডনেম দেওয়া হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য যে, হোয়াটসঅ্যাপের নতুন টুলটি গ্রুপ থেকে দরকারি আপডেট পাওয়ার একটি নতুন উপায় হবে বলে অনুমান করা হচ্ছে।
ব্যক্তিগত মেসেজ প্রেরণের ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশনে কোনো সমস্যা হবে না
WABetaInfo-র প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, স্ট্যাটাস পেজে একটি ঐচ্ছিক সেকশন হিসেবে WhatsApp-এর নতুন টুলটিকে চালু করা হতে পারে। অর্থাৎ, এটিকে ব্যক্তিগত চ্যাট থেকে সম্পূর্ণ আলাদা রাখা হবে। উল্লেখ্য যে, নতুন টুলের মাধ্যমে ব্যক্তিগত মেসেজ প্রেরণের ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশনে কোনো সমস্যার সৃষ্টি হবে না। সহজে বললে, আসন্ন টুলটির ওপর ব্যবহারকারীদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। তবে কবে নাগাদ ইউজাররা আলোচ্য টুলটি ব্যবহারের সুযোগ পাবেন, সে সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।