বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম যে WhatsApp, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই বললেই চলে। মেসেজ, ফটো, ভিডিও, জিআইএফ সহ নানাবিধ মিডিয়া ফাইল শেয়ার করার জন্য রোজ এই অ্যাপটি বিশ্বের কোটি কোটি ইউজার ব্যবহার করেন। তবে এর পাশাপাশি Meta মালিকানাধীন এই অ্যাপ মারফত ভয়েস কিংবা ভিডিও কলও প্রচুর মানুষ প্রতিদিন করে থাকেন। কেননা ফোনে ব্যালেন্স না থাকলেও কেবলমাত্র ইন্টারনেট কানেকশন উপলব্ধ থাকলেই অ্যাপটির মাধ্যমে ইচ্ছেমতো যে কাউকে যতক্ষণ খুশি কল করা যায়। সবচেয়ে বড়ো কথা হল, এর জন্য প্রচুর পরিমাণে ডেটা ব্যালেন্সও কাটা যায় না। ফলে কল করার ক্ষেত্রেও দিন-কে-দিন এই অ্যাপের প্রয়োজনীয়তা ব্যাপক পরিমাণে বেড়েই চলেছে। তাই ইউজারদের সুবিধার্থে সংস্থাটি এবার এমন একটি নতুন ফিচার আনতে চলেছে, যার সুবাদে WhatsApp মারফত কল করা ব্যবহারকারীদের জন্য আরও সহজ হয়ে যাবে। কিন্তু সেটা কীভাবে? আসুন জেনে নিই।
এবার WhatsApp-এ কল করা হবে আরও সহজ, আসছে কলিং শর্টকাট ফিচার
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WAbetainfo-র রিপোর্ট অনুযায়ী, হালফিলে মেটা মালিকানাধীন কোম্পানিটি একটি কলিং শর্টকাট (calling shortcut) ফিচার রোলআউট করার পরিকল্পনা করেছে, যা ব্যবহারকারীদের দ্রুত কল ডায়াল করার জন্য কলিং শর্টকাট তৈরি করতে সহায়তা করবে। উল্লেখ্য যে, বর্তমানে কাউকে কল করার জন্য ইউজারদেরকে অ্যাপ ওপেন করে এবং তারপর সংশ্লিষ্ট নম্বর খুঁজে কয়েক সেকেন্ড ব্যয় করতে হয়। তবে সেই সময়টুকুও যাতে আগামী দিনে না খরচ হয়, তার জন্যই সংস্থাটি উক্ত ফিচারটি রোলআউট করার প্ল্যান করেছে। রিপোর্ট অনুযায়ী, কলিং শর্টকাট ফিচারটি বর্তমানে বিকাশের অধীনে রয়েছে এবং অ্যাপ্লিকেশনটির ভবিষ্যতের কোনো-এক আপডেটে এটি উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, উক্ত ফিচারটির আগমন ঘটলে ব্যবহারকারীরা কন্ট্যাক্ট লিস্টের মধ্যে থাকা কন্ট্যাক্ট সেলে ট্যাপ করে হোয়াটসঅ্যাপ কলিং শর্টকাট তৈরি করতে পারবেন। এরপর ইউজারদের তৈরি করা কলিং শর্টকাটটি স্বয়ংক্রিয়ভাবে তাদের ডিভাইসের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। ফলে কাউকে কল করার জন্য ব্যবহারকারীদেরকে আর হোয়াটসঅ্যাপ ওপেন করে সংশ্লিষ্ট নম্বরটির খোঁজ করতে হবে না, এই শর্টকাটটির মাধ্যমে তারা অতি অনায়াসে যে কাউকে কল করতে পারবেন। ফলে ইউজারদের সময় সাশ্রয় করতে যে আলোচ্য ফিচারটি বেশ খানিকটা সহায়তা করবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য। মূলত এই শর্টকাটটি ফ্রিকোয়েন্টলি কন্ট্যাক্টসের ক্ষেত্রে অর্থাৎ সেই সমস্ত ইউজারদের কল করার জন্য অধিক পরিমাণে কাজে লাগবে, যাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলার প্রয়োজন পড়ে।
এবার অরিজিনাল কোয়ালিটিতে যে-কোনো ফটো WhatsApp মারফত শেয়ার করতে পারবেন ইউজাররা
অন্যদিকে, WABetaInfo-র আর-একটি প্রতিবেদন অনুসারে, WhatsApp এখন একটি বিশেষ ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা করছে, যার সৌজন্যে ইউজাররা প্ল্যাটফর্মটির মাধ্যমে অরিজিনাল কোয়ালিটিতে ছবি শেয়ার করতে পারবেন। আসলে যেহেতু এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে ডেটা ট্রান্সফার অতি দ্রুত হয়, সেই কারণে ছবি বা ভিডিও শেয়ারিংয়ের ক্ষেত্রে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে প্রায় ৭০ শতাংশ রেজোলিউশন কমিয়ে দেয়। তাই ফোনের ক্যামেরা দিয়ে যত ভালো ছবিই তোলা হোক না কেন, তা সরাসরি এই অ্যাপ মারফত অন্য কাউকে কোনোভাবেই সেন্ড করা যায় না। তবে উক্ত ফিচারটির আগমন ঘটলে এই সমস্যার সমাধান হবে বলে আশা করা যেতে পারে৷