WhatsApp-এ আসছে আরেকটি ফিচার, ছবি-ভিডিও পাঠাতে গিয়ে আর কোয়ালিটি নিয়ে অভিযোগ থাকবেনা!

Update: 2024-02-23 05:27 GMT

সময়ের সাথে পাল্লা দিয়ে WhatsApp ক্রমশ নিজেকে আপডেট করে চলেছে। ফলত বিশ্ববিখ্যাত এই মেসেজিং প্ল্যাটফর্মে প্রায়ই কোনো না কোনো নতুন ফিচার যুক্ত হচ্ছে। যদিও সবাই সেগুলি সাথে সাথেই ব্যবহার করতে পারেন এমন নয়, অসন্তোষের জায়গা থাকলেও নতুন ফিচার লঞ্চের পর তা নিয়ে প্রথমে WhatsApp Beta সংস্করণে নির্বাচিত ইউজারদের মধ্যে পরীক্ষা চালানো হয়। সেক্ষেত্রে এই ফেব্রুয়ারির শেষে দাঁড়িয়ে WhatsApp-এর এই পরীক্ষামূলক সংস্করণে আবারও একটি নতুন ফিচার পরিলক্ষিত হয়েছে, রিপোর্ট অনুযায়ী এর সাহায্যে অ্যাপ ব্যবহারকারীরা শীঘ্রই সমস্ত মিডিয়া এইচডি (HD) কোয়ালিটিতে পাঠানোর সুযোগ পাবেন এবং প্রতিটি ছবি বা ভিডিওর জন্য বারবার এইচডি কোয়ালিটি বেছে নিতে হবে না। মানে একবার ফিচারটি এসে গেলে WhatsApp-এ শেয়ার করা মিডিয়া ফাইলের কোয়ালিটি বাই-ডিফল্ট এইচডিতে থাকবে।

WhatsApp new update: সব মিডিয়া ফাইলই শেয়ার হবে HD-তে

এইচডি কোয়ালিটিতে মিডিয়া ফাইল শেয়ার করার বিকল্প ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে উপলব্ধ, কিন্তু এক্ষেত্রে প্রতিবার একটি মাল্টিমিডিয়া ফাইল পাঠালে আলাদা করে 'HD' বাটন ট্যাপ করতে হয়।
তবে নতুন ফিচারটি এসে গেলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আগে থেকেই শেয়ার করা মিডিয়ার গুণমান সেট করে রাখতে সক্ষম হবেন, যাতে করে তাদের বারবার স্ট্যান্ডার্ড বা এইচডি কোয়ালিটি বেছে নেওয়ার মধ্যে আপোষ করতে হবেনা।

আপাতত গুগল প্লে স্টোরে উপলব্ধ অ্যান্ড্রয়েড বিটায় (ভার্সন ২.২৪.৫.৬) এই নতুন ফিচারটির হদিশ পাওয়া গেছে। তবে, যেহেতু নতুন ফিচারটি এখনও ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের পর্যায়ে আছে, তাই সব ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছাতে সময় লাগতে পারে।

কীভাবে কাজ করবে WhatsApp-এর নতুন ফিচার?

ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের নতুন মিডিয়া ফিচার সম্পর্কে একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে, যাতে কীভাবে এটি কাজ করবে সে বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। এক্ষেত্রে সেটিংসে গিয়ে আগেভাগে মিডিয়া আপলোড কোয়ালিটি হিসেবে 'এইচডি' অপশন নির্বাচন করে রাখলেই কাজ হয়ে যাবে।

Tags:    

Similar News