১০টি ডিভাইসে ব্যবহার করা যাবে একটি অ্যাকাউন্ট, WhatsApp Premium পরিষেবা দেবে অনেক সুবিধা
দীর্ঘদিন ধরেই বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp তাদের Business অ্যাপের জন্য একটি পেইড সাবস্ক্রিপশন পরিষেবা চালু করার জন্য জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে। জানা গিয়েছে, WhatsApp Business-এর জন্য সংস্থাটি WhatsApp Premium (হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম) নামক একটি সাবস্ক্রিপশন-ভিত্তিক মডেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, যার সুবাদে Business অ্যাপ ব্যবহারকারীরা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে বেশ কিছু নতুন ফিচার ব্যবহার করার সুযোগ পাবেন। আর ইতিমধ্যেই একাধিক রিপোর্টে ইউজারদেরকে WhatsApp Premium যে সুবিধাগুলি অফার করবে, সে সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তবে সম্প্রতি এক রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, Meta মালিকানাধীন কোম্পানিটি এখন নির্বাচিত ব্যবহারকারীদের জন্য এই পেইড সার্ভিসটি রোলআউট করা শুরু করেছে।
নির্বাচিত Business ইউজারদের জন্য WhatsApp Premium সার্ভিস চালু করেছে WhatsApp
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-এর একটি প্রতিবেদন অনুযায়ী, মেটা মালিকানাধীন মেসেজিং অ্যাপটি এখন নির্বাচিত বিজনেস ইউজারদের জন্য তাদের সাবস্ক্রিপশন প্ল্যান চালু করতে শুরু করেছে। অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোর (Google Play Store) এবং আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য টেস্টফ্লাইট (TestFlight)-এ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের নতুন আপডেটে নয়া পেইড সার্ভিস ফিচারগুলিকে রোলআউট করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, প্রিমিয়াম প্ল্যানটি বিজনেস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটি অপশনাল (ঐচ্ছিক) ফিচার, এবং আপাতত এই প্ল্যান মারফত ব্যবহারকারীরা দুটি ফিচারের অ্যাক্সেস পেতে সক্ষম হবেন।
কাস্টম বিজনেস লিঙ্ককে কাজে লাগিয়ে বাড়ানো যাবে বিজনেসের ব্র্যান্ড ভ্যালু
উক্ত দুটি ফিচারের মধ্যে প্রথমটি হল একটি কাস্টম বিজনেস লিঙ্ক। এটি একটি অনন্য শর্ট লিঙ্ক, যা গ্রাহকদেরকে ল্যান্ডিং বিজনেস পেজটি দেখতে দেওয়ার পাশাপাশি সহজেই একটি কাস্টম লিঙ্ক ওপেন করে ব্যবসায়িক কথোপকথন শুরু করতে সহায়তা করবে। এক্ষেত্রে বলে রাখি, কাস্টম লিঙ্ক মনে রাখা তুলনামূলকভাবে সহজ এবং এটি বিজনেসের ব্র্যান্ড ভ্যালুকেও বেশ খানিকটা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। তবে প্রতিবেদনটিতে একথাও উল্লেখ করা হয়েছে যে, প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হয়ে গেলেই কিন্তু কাস্টম লিঙ্কের মেয়াদও শেষ হয়ে যাবে।
একইসাথে ১০ টি ডিভাইসে ব্যবহার করা যাবে একই WhatsApp অ্যাকাউন্ট
প্রিমিয়াম প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা অপর যে ফিচারটি অ্যাক্সেস করার সুযোগ পাবেন, সেটি হল আরও উন্নত মানের মাল্টি-ডিভাইস ফাংশনালিটি। রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান গ্রহীতারা তাদের নিজস্ব অ্যাকাউন্ট ১০ টি ডিভাইসে লিঙ্ক করতে সক্ষম হবেন। অর্থাৎ সোজা কথায় বললে, ইউজাররা একইসাথে ১০ টি ডিভাইসে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। আর এর সুবাদে ব্যবহারকারীরা যে কতটা উপকৃত হবেন, সে সম্পর্কে আর নতুন করে কিছু বলার নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই।
WhatsApp Premium সাবস্ক্রিপশন প্ল্যানের দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি
আগেই বলেছি যে, WhatsApp আলোচ্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানটি নির্বাচিত কিছু ব্যবহারকারীদের জন্য রোলআউট করেছে। সেক্ষেত্রে আপনি যদি WhatsApp Business ব্যবহার করে থাকেন এবং আপনার ডিভাইসে যদি কোম্পানির Android বা iOS অ্যাপের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করা থাকে, তাহলে অ্যাপটির Settings বিভাগে গিয়ে 'WhatsApp Premium' নামক একটি নতুন সেকশনের সন্ধান করে আপনি সংস্থার এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবার অ্যাক্সেস পেয়েছেন কি না, তা চেক করে দেখতে পারেন। তবে এই পেইড সার্ভিস ব্যবহার করতে হলে ইউজারদের কত টাকা খসবে, সে সম্পর্কে এখনও সংস্থার তরফে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সেক্ষেত্রে বিভিন্ন দেশে এই প্ল্যানের দাম আলাদা আলাদা হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।