সবার উপরে থাকবে গুরুত্বপূর্ণ চ্যাট, WhatsApp ব্যবহারকারীরা কীভাবে মেসেজ পিন করবেন দেখে নিন
মেটা (Meta) আজ তাদের ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp এর জন্য একটি নতুন ফিচার রিলিজ করলো। এই নয়া ফিচারটি 'পিন মেসেজ' (Pin Message) নামে এসেছে। নাম দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে, এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের চ্যাট উইন্ডোর একটি লক্ষ্যণীয় স্থানে নির্বাচিত মেসেজ পিন করতে দেবে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং পিসি সংস্করণে এই ফিচার পর্যায়ক্রমে রোলআউট করা হচ্ছে।
প্রসঙ্গত হোয়াটসঅ্যাপের একটি সাম্প্রতিক নির্দেশিকায় পিন মেসেজ ফিচারের কার্যকারিতা ব্যাখ্যা করা হয়েছে। নির্দেশিকা অনুসারে, ব্যবহারকারীরা গ্ৰুপ এবং স্বতন্ত্র চ্যাট উভয় ক্ষেত্রেই মেসেজ পিন করার সুবিধা পাবেন। মূলত একগুচ্ছ মেসেজের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজটি যাতে পৃথকভাবে হাইলাইট করা বা খুঁজে পাওয়া যায় সেই উদ্দেশ্যেই এই ফিচার ডিজাইন করা। হোয়াটসঅ্যাপ আরো নিশ্চিত করেছে যে - টেক্সট, পোল, ইমেজ, ইমোজি ইত্যাদি সকল প্রকারের মেসেজই চ্যাট উইন্ডোতে পিন করা যাবে। সর্বোপরি পিন করা প্রত্যেকটি মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে।
WhatsApp ঘোষিত নতুন পিন মেসেজ ফিচার কীভাবে কাজ করে?
প্রসঙ্গত, মোবাইলের হোম উইন্ডোতে গুরুত্বপূর্ণ চ্যাট পিন করার ফিচারটি কোনো সময়সীমার সাথে লঞ্চ হয়নি। অর্থাৎ একবার পিন করা হলে, আনপিন না করা পর্যন্ত চ্যাটগুলি হোম উইন্ডোতেই বিদ্যমান থাকবে। বিপরীতে নয়া পিন মেসেজ ফিচার এনাবল করার সময় ব্যবহারকারীদের নির্বাচিত মেসেজ কতক্ষণ পিন করতে চান তার সময়সীমা সেট করতে হবে। এক্ষেত্রে জানা যাচ্ছে, পিন করা মেসেজগুলি - ২৪ ঘন্টা, ৭ দিন (ডিফল্ট) বা ৩০ দিনের জন্য পিন করা সম্ভব। মেসেজ পিন করার সময় স্ক্রিনে একটি ব্যানার প্রদর্শিত হবে, যাতে সময়সীমা বেছে নেওয়ার বিকল্প থাকবে। অতএব একটা বিষয় স্পষ্ট যে, ব্যবহারকারী যদি ম্যানুয়ালি মেসেজ আনপিন না করেন তবেও মেয়াদ শেষ হওয়ার পরে মেসেজগুলি আপনা থেকেই আনপিন হয়ে যাবে৷ আর একবার মেসেজ আনপিন হয়ে গেলে তা চ্যাটের শীর্ষস্থান থেকে সরে পুনরায় আগের জায়গায় ফিরে যাবে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন প্ল্যাটফর্ম বা সংস্করণে পিন মেসেজ ফিচার কীভাবে এনাবল করবেন?
WhatsApp Android এর ক্ষেত্রে নিচে দেওয়া ধাপ অনুসরণ করে মেসেজ পিন করুন -
- প্রথমেই নির্দিষ্ট একটি মেসেজ বেছে নিয়ে তাতে ট্যাপ ও হোল্ড করুন।
- এবার কনটেক্সট মেনু থেকে 'মোর অপশনস' বিকল্পে ট্যাপ করুন।
- এখানে পিন মেসেজ বিকল্প পেয়ে যাবেন, এতে ট্যাপ করুন।
- এরপর পিন করা মেসেজ কতক্ষণের জন্য পিন অবস্থায় রাখতে চান তা জিজ্ঞেস করা হবে। এক্ষেত্রে - ২৪ ঘন্টা, ৭ দিন অথবা ৩০ দিনের সময়সীমার মধ্যে একটি বেছে নিন৷
- শেষে 'কনফার্ম; বাটনে ট্যাপ করুন।
iPhone-এ WhatsApp মেসেজ এইভাবে পিন করুন -
- যে মেসেজে পিন করতে চান তাতে ট্যাপ ও হোল্ড করুন৷
- এবার প্রদর্শিত মেনু থেকে 'মোর অপশনস' বিকল্প বেছে নিন।
- এখান থেকে 'পিন মেসেজ' ফিচার এনাবল করুন।
- এরপর পিন মেসেজ ডিউরেশন চয়ন করুন: ২৪ ঘন্টা, ৭ দিন বা ৩০ দিন৷
- শেষে 'কনফার্ম' বাটনে ট্যাপ করুন।
ওয়েব এবং ডেস্কটপে হোয়াটসঅ্যাপ মেসেজ এইভাবে পিন করুন -
- যে মেসেজ পিন করতে চান তা প্রথমে নির্বাচন করুন৷
- এবার স্ক্রিনের উপরে থাকা 'থ্রী ডট' আইকনে ক্লিক করুন।
- ড্রপডাউন মেনু থেকে 'পিন মেসেজ' বিকল্প নির্বাচন করুন।
- পিন করা মেসেজের সময়সীমা চয়ন করুন : ২৪ ঘন্টা, ৭ দিন বা ৩০ দিন৷
- সবশেষে কনফার্ম বাটনে ক্লিক করুন।
হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে মেসেজ পিন করবেন?
আগেই বলেছি, গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও অ্যাডমিনরাও মেসেজ পিন করার এবং যে পিন করতে পারবে তা নিয়ন্ত্রণ করার সুবিধা পাবেন। অ্যাডমিনরা, গ্রুপ চ্যাটে পিন মেসেজ ফিচার এইভাবে এনাবল করতে পারবেন:
- অ্যান্ড্রয়েড : গ্রুপ চ্যাট খুলুন > মোর অপশনসে ট্যাপ করুন > গ্রুপ সেটিংসে ট্যাপ করুন > এডিট গ্রুপ সেটিংস অন করুন।
- আইফোন : গ্রুপ চ্যাট খুলুন > গ্রুপ ইনফো -তে ট্যাপ করুন > গ্রুপ সেটিংসে চলে যান > এডিট গ্রুপ সেটিং থেকে 'অল মেম্বার্স' বা 'অনলি অ্যাডমিনস' বিকল্প নির্বাচন করুন৷
- ওয়েব/ডেস্কটপ: গ্রুপ চ্যাটে চলে যান > গ্রুপ ইনফো খুলুন > গ্রুপ সেটিংসে ক্লিক করুন > এডিট গ্রুপ ইনফো বিকল্প থেকে 'অল মেম্বার্স' বা 'অনলি অ্যাডমিন' নির্বাচন করুন।
প্রসঙ্গত কোনো ব্যবহারকারী যদি হোয়াটসঅ্যাপে পিন করা মেসেজ আনপিন করতে চান, তারও উপায় আছে। নিচে বিভিন্ন প্ল্যাটফর্মে কীভাবে মেসেজ আনপিন করতে হয় তার ধাপ আলোচনা করা হল
অ্যান্ড্রয়েড -
- পিন করা মেসেজে ট্যাপ ও হোল্ড করুন৷
- কনটেক্সট মেনু থেকে 'আনপিন' বিকল্প নির্বাচন করুন।
- এবার কনফার্ম অপশনে ট্যাপ করুন।
আইফোন -
- পিন করা মেসেজে ট্যাপ ও হোল্ড করুন৷
- স্ক্রিনে প্রদর্শিত মেনু থেকে 'মোর অপশনস' বিকল্প নির্বাচন করুন৷
- 'আনপিন' বিকল্প চয়ন করুন।
- শেষে কনফার্ম বাটনে ট্যাপ করুন।
ওয়েব এবং ডেস্কটপ -
- পিন করা মেসেজটি সিলেক্ট করুন।
- 'থ্রী ডট' আইকনে ক্লিক করুন।
- ড্রপডাউন মেনু থেকে 'আনপিন মেসেজ' বিকল্প নির্বাচন করুন।
- পরিশেষে কনফার্ম বাটনে ক্লিক করুন।