হ্যাকিংয়ের নো টেনশন! এবার ফিঙ্গারপ্রিন্ট, FaceID দিয়েই লগইন হবে WhatsApp, এল নয়া ফিচার
বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ বর্তমানে মেসেজিং, অনলাইন কলিং থেকে শুরু করে পেমেন্টের জন্যও WhatsApp ব্যবহার করছেন। আর ভুল সংখ্যক ইউজারের কথা মাথায় রেখে প্ল্যাটফর্মটি প্রায়শ নতুন ফিচার তো আনছেই, পাশাপাশি সিকিউরিটি-প্রাইভেসির দিকেও গুরুত্ব দিচ্ছে। সেক্ষেত্রে সম্প্রতি আইফোন ইউজারদের জন্য নতুন সুরক্ষা-সম্বন্ধিত ফিচার 'Passkey' নিয়ে এসেছে WhatsApp – ফলত, এখন থেকে পাসওয়ার্ডের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস-আইডির মাধ্যমে অ্যাপে লগইন করার সহজ অপশন পাবেন iOS ইউজাররা।
Android-এ আগেই Passkey ফিচার এনেছে WhatsApp
হোয়াটসঅ্যাপের পাস-কী ফিচারের সুবিধা হচ্ছে যে, এটি সহজেই কোনো তথ্য মনে রাখার ঝামেলা ছাড়াই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন দিয়ে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসআইডির মতো বিকল্পগুলি দিয়ে লগইন করার অপশন দেবে, যে কারণে ইউজারদের দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবেনা। লগইনে প্রয়োজন পড়বেনা ছয় সংখ্যার পাসওয়ার্ডও। তাছাড়া এতে অ্যাপ হ্যাক বা পাসওয়ার্ড ফাঁস হওয়ারও ভয় থাকবেনা এবং চাইলে মেসেজিং অ্যাপে গিয়ে যখন খুশি পাস-কী রিমুভ করা যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই বৈশিষ্ট্যটি এখন আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে বটে, তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গত বছরের অক্টোবর থেকেই এটি ব্যবহার করতে পারছেন।
কীভাবে Pass-Key ফিচারটি ব্যবহার করবেন?
- প্রথমে নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটির লেটেস্ট ভার্সন আপডেট করুন।
- এরপর হোয়াটসঅ্যাপ খুলে অ্যাপের সেটিংসে গিয়ে ট্যাপ করুন 'অ্যাকাউন্ট' (Account) অপশনে।
- পরবর্তী ধাপে সিকিউরিটি সেকশন থেকে পাস-কী অপশনে গিয়ে সেটি ট্যাপ করুন এবং স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন। এতে আপনি ইচ্ছেমতো পাসওয়ার্ড সেট করতে পারবেন।
- মনে রাখবেন, এই সুরক্ষা স্তরটি লগ ইন করার সময়েই কাজে লাগবে এবং এটি শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট বা ফেসআইডি জাতীয় সিকিউরিটি সিস্টেমের ভিত্তিতে কার্যকর হবে।