WhatsApp থেকেই এবার স্ট্যাটাস শেয়ার করা যাবে Facebook-এ, আসছে নতুন ফিচার

By :  SUMAN
Update: 2023-04-08 09:10 GMT

মেটা-মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) বর্তমানে এমন একটি নতুন ফিচার বিকাশে ব্যস্ত, যা ব্যবহারকারীদের অ্যাপের মধ্যে থেকেই ফেসবুক (Facebook) -এর স্টোরিজ সেকশনে তাদের স্ট্যাটাস শেয়ার করতে দেবে। এই খবর হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকিং সাইট WABetaInfo -এর লেটেস্ট রিপোর্ট থেকে উঠে এসেছে। ফলে শীঘ্রই WhatsApp ব্যবহারকারীরা একসাথে দুটি প্ল্যাটফর্মে স্ট্যাটাস আপলোড করতে পারবেন। যা এখন আলাদা আলাদাভাবে করতে হয়। প্রসঙ্গত ইনস্টাগ্রামে (Instagram) ইতিমধ্যেই এই ফিচারটি উপস্থিত।

ব্যবহারকারীরা এখনও ফেসবুকের স্টোরিজ সেকশনে তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটগুলি শেয়ার করতে পারেন। তবে প্রতিবার নতুন পোস্ট আপলোড করার জন্য কয়েকটি অতিরিক্ত ধাপ অনুসরণ করতে হয়। অর্থাৎ কাজটি ম্যানুয়ালি করতে হয়। কিন্তু আপকামিং এই বৈশিষ্ট্যটি চলে এলে ব্যবহারকারীরা যেকোনো নির্দিষ্ট স্ট্যাটাসকে বেছে নিলে তা ফেসবুকে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার হয়ে যাবে।

ডুয়েল-প্ল্যাটফর্মে স্ট্যাস্টাস শেয়ার করার এই নতুন বিকল্পটিকে হোয়াটসঅ্যাপের 'স্ট্যাটাস প্রাইভেসি' (Status Privacy) সেটিংস অপশনের অধীনে পাওয়া যাবে। স্বয়ংক্রিয়ভাবে কোনো স্ট্যাটাসকে স্টোরিজে শেয়ার করার জন্য এখানে ব্যবহারকারীকে তাদের ফেসবুক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, আলোচ্য ফিচারটি হবে একটি অপশনাল বিকল্প। ফলে এটি ডিফল্টরূপে ডিজেবল থাকবে। তাই আপনারা যদি নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটগুলি ফেসবুকে শেয়ার করতে চান, তবে এটিকে এনাবল করতে হবে। আর একবার এনাবল করে দিলেই, এই নতুন বৈশিষ্ট্যটি স্ট্যাটাস আপলোডের ক্ষেত্রে ব্যবহারকারীদের শ্রম এবং সময় উভয়ই সাশ্রয় করবে। জানিয়ে রাখি, আলোচ্য ফিচারকে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করা হবে।

আরেকটি নতুন ফিচার নিয়ে আসার পরিকল্পনায় WhatsApp

হোয়াটসঅ্যাপ "অডিও চ্যাটস" (Audio Chats) নামে আরেকটি নতুন বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে বলে জানা গেছে। এটিকে খুব শীঘ্রই 'হোয়াটসঅ্যাপ ফর অ্যান্ড্রয়েড' সংস্করণের জন্য উপলব্ধ করা হবে। এই ফিচারকে অ্যাপ্লিকেশনটির চ্যাট হেডারে নতুন 'ওয়েভফর্ম' আইকন হিসাবে অন্তর্ভুক্ত করা হবে, যা ব্যবহারকারীদের অডিও চ্যাট শুরু করার অনুমতি দেবে এবং চলমান কলগুলিকে কাট করার জন্য একটি লাল রঙের বাটন থাকবে। স্ট্যাটাস শেয়ারিং ফিচারের মতই, এই নতুন অডিও চ্যাট ফিচারটি ব্যবহারকারীদের অ্যাপের মধ্যে থেকেই সহজে অন্যান্য কন্টাক্টসের সাথে যোগাযোগ বজায় রাখার সুবিধা প্রদান করবে।

Tags:    

Similar News