ভুল করে পাঠানো মেসেজ এবার এডিট করতে দেবে WhatsApp, কতক্ষণ সময় পাবেন জেনে নিন

Update: 2023-02-23 10:23 GMT

ইউজারদের সুবিধার্থে প্রতিমাসেই কোনো না কোনো নতুন ফিচার নিয়ে হাজির হয় WhatsApp। গতানুগতিকভাবে সাম্প্রতিক আপডেটেও ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি নিজের Android, iOS এবং Web ইউজারদের জন্য পিকচার-ইন-পিকচার (PIP) মোড, ক্যাপশনসহ মিডিয়া ফরওয়ার্ড, মেসেজ ইওরসেল্ফ (Message Yourself) ইত্যাদি ফিচার রোল আউট করেছে। সেক্ষেত্রে এবার WhatsApp চ্যাটিংয়ের ক্ষেত্রে আরও মজাদার অভিজ্ঞতা প্রদান করার উদ্দেশ্যে, দীর্ঘ প্রতীক্ষিত 'Message Edit' ফিচার নিয়ে আসতে চলেছে বলে সম্ভাবনা জোরালো হয়েছে। সংস্থার ফিচার ট্র্যাকার পোর্টাল WABetaInfo-এর মতে, WhatsApp-এর ডেভেলপাররা নতুন একটি ফিচারের ওপর কাজ করছে যা ইউজারদের সেন্ড করা মেসেজ এডিট করার বিকল্প দেবে।

সেন্ড করা কোনো মেসেজ ১৫ মিনিটের মধ্যে এডিট করতে পারবেন WhatsApp ইউজাররা

WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, আসন্ন নতুন এডিট ফিচারটির আগমন হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের পাঠানো কোনো মেসেজ প্রয়োজনমত এডিট করতে পারবেন। এক্ষেত্রে ইউজারদের কাছে মেসেজ সেন্ড করার পর থেকে ১৫ মিনিট সময় এডিটের জন্য দেওয়া হবে। এর ফলে হোয়াটসঅ্যাপ ইউজাররা তাদের পাঠানো কোনো মেসেজে ভুল হলে বা তাতে পরিবর্তন করতে চাইলে, সরাসরি ডিলিট করতে হবেনা; বদলে তারা কিছু শব্দ এডিট করতে পারবেন। তবে এই ফিচারের সাহায্যে মেসেজ ছাড়া মিডিয়া ক্যাপশনে কোনো বদল আনা যাবেনা বলে অনুমান করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সংস্থা টেলিগ্রাম (Telegram) ইতিমধ্যেই এই মেসেজ এডিট ফিচার অফার করে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখন আইওএসের জন্য এই বৈশিষ্ট্যটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। খুব শীঘ্রই বিটা ইউজাররা এটি আঙুলের ডগায় পাবেন।

WhatsApp-এ পাঠানো ছবির কোয়ালিটি ইচ্ছেমত পরিবর্তন করা যাবে

এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ, আইওএস ইউজারদের জন্য আরও একটি নতুন ফিচার পরীক্ষা করছে যা ডিভাইসে পাঠানো ছবির কোয়ালিটি পরিবর্তন করতে দেয়। টেস্ট ফ্লাইট বিটা প্রোগ্রামের সাথে যারা যুক্ত তারা হোয়াটসঅ্যাপের ২৩.৪.০.৭০ ভার্সনে এই ফিচার উপভোগ করতে পারবেন। যদিও ইতিমধ্যে প্ল্যাটফর্মটিতে ফটো আপলোডের ক্ষেত্রে কোয়ালিটি নির্বাচনের অপশন মেলে।

Tags:    

Similar News