ফোন নম্বর সেভ না করলেও হবে চ্যাট, কলিং, WhatsApp নিয়ে এল বহু প্রতীক্ষিত ফিচার

Update: 2023-07-18 13:42 GMT

নিজের স্বভাব মতোই WhatsApp আবারও একটি নতুন ফিচার চালু করেছে। এতদিন পর্যন্ত এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির মাধ্যমে কারও সাথে চ্যাট করতে বা কাউকে একটি ছোট্ট মেসেজ করতেও, তাদের মোবাইল নম্বর সেভ করতে হতো। তবে এবার এই সমস্যা থেকে মুক্তি দিতে চলেছে খোদ কোম্পানিই। WhatsApp সম্প্রতি Android এবং iOS ইউজারদের জন্য একটি নতুন সুবিধা নিয়ে এসেছে, যার সাহায্যে কারো মোবাইল নম্বর সেভ না করেও চ্যাট করা যাবে; এমনকি মিলবে কলিংয়ের বিকল্পও। আসুন জেনে নিই কীভাবে এই ফিচার কাজে লাগানো যাবে।

এভাবে WhatsApp-এ ফোন নম্বর সেভ না করেও চ্যাট করা যাবে

১. কারো মোবাইল নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে চাইলে, প্রথমে সেটি কপি করুন।

২. এরপর হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন এবং 'নিউ চ্যাট' (New Chat) অপশনে ট্যাপ করুন।

৩. এক্ষেত্রে স্ক্রিনে একটি সার্চ বক্স প্রদর্শিত হবে, যেখানে কপি করা মোবাইল নম্বর লিখতে হবে।

৪. পরবর্তী ধাপে আপনাকে 'লুকিং আউটসাইড ইওর কন্ট্যাক্ট' (Looking Outside Your Contact)-এ ক্লিক করতে হবে।

৫. এতে করে যদি মোবাইল নম্বরটিতে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উপলব্ধ থাকে, তাহলে এর জন্য চ্যাট অপশন খুলে যাবে। এই নতুন চ্যাট উইন্ডো থেকে আপনি মেসেজ বা কল করতে পারবেন।

কম্পিউটারে মোবাইল নম্বর দিয়ে লগইন করা যাবে

এতদিন পর্যন্ত ডেস্কটপ এবং ল্যাপটপে হোয়াটসঅ্যাপ লগইন করতে কিউআর (QR) কোড ব্যবহার করতে হতো। কিন্তু এখন আপনি মোবাইল নম্বর দিয়েও হোয়াটসঅ্যাপ লগইন করতে পারবেন – যদি আপনার মোবাইল নম্বরে ইন্টারনেট কাজ না করে, তাহলেও।

Tags:    

Similar News