WhatsApp ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, শীঘ্রই পাবেন AI ইমেজ এডিটর ফিচার
গত কয়েক বছরে আমূল বদল ঘটেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp-এর। কারণ, এই কয়েক বছরে WhatsApp-এর সাথে যোগ হয়েছে একাধিক নতুন ফিচার। একথা বলাই যায় যে, মেটার অধীনে আসার পর থেকে এক ধরণের রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ। আর এবার জানা গেল, একটি নতুন ফটো এডিটিং ফিচার নিয়ে কাজ করছে Meta।
হোয়াটসঅ্যাপ সংক্রান্ত রিপোর্ট প্রকাশের জন্য বিখ্যাত WABetainfo তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, সংস্থাটি এখন এআই দ্বারা পরিচালিত একটি নতুন ইমেজ এডিটিং টুল নিয়ে কাজ করছে। আর এই ফিচারটি AI অ্যালগরিদমের উপর ভিত্তি করে তৈরি করা হবে, আর এটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফটো এডিট করা আরো সহজ করে তুলবে।
হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণ 2.24.7.14-এ এই ফিচারটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে এটি পরীক্ষাধীন অবস্থায় আছে। তাই আশা করা যায় যে, শীঘ্রই সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজার এই ফিচারটি ব্যবহার করতে পারবে।
রিপোর্ট অনুযায়ী এইচডি আইকনের এর পাশে WhatsApp ড্রয়িং এডিটরে এআই ফটো এডিটিং ফিচারটি থাকবে। আর এর মাধ্যমে প্রাপকের কাছে পাঠানোর আগে ব্যবহারকারীরা ফটোগুলিতে সৃজনশীল এফেক্ট যুক্ত করতে পারবে।এছাড়াও, এই টুলে ব্যাক ড্রপ, রিস্টাইল এবং এক্সপেন্ড নামের তিনটি অপশন দেখা যাবে।
ব্যাকড্রপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবে। রিস্টাইল অপশনটি ব্যবহারকারীদের ছবিগুলিকে করে তুলবে আর্টিস্টিক। আর এক্সপেন্ড অপশনটি ব্যবহারকারীদের ফটোর আকার পরিবর্তন এবং সামঞ্জস্য রক্ষার সুবিধা প্রদান করবে।