WhatsApp আনছে খাস ফিচার, এবার Meta AI আপনার সাথে কথা বলবে সেলিব্রিটিদের কন্ঠস্বরে

By :  PUJA
Update: 2024-09-13 06:47 GMT

মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp বেশকিছু মাস ধরে তাদের ব্যবহারকারীদের চ্যাটবট হিসেবে Meta AI পরিষেবা গ্রহণের সুবিধা দিচ্ছে। এতদিন এখানে টেক্সটের মাধ্যমে কিছু জিজ্ঞাসা করা যেত। তবে শীঘ্রই Meta AI এর সঙ্গে কথা বলা যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক এই চ্যাটবটে ভয়েস মোড ফিচার আসবে বলে আগেই জানানো হয়েছিল। সেইমতো এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে ব্যবহারকারীরা মেটা এআইয়ের জন্য সেলিব্রিটি এবং পাবলিক ফিগারের কন্ঠ বেছে নিতে পারবেন।

রিপোর্টে বলা হয়েছে, মেটা এআইয়ের সঙ্গে কথা বলার সময় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পছন্দের কণ্ঠ বেছে নেওয়ার সুযোগ পাবেন। আপাতত চারটি কন্ঠস্বর যুক্ত করা হলেও, ধীরে ধীরে জনপ্রিয় ব্যক্তিত্বদের কণ্ঠ অন্তর্ভুক্ত করা হবে। ব্যবহারকারীরা চাইলে কোনো সেলিব্রিটির ভয়েস বা স্টক ভয়েস বেছে নিতে পারবেন। অর্থাৎ Meta Ai Voice সাহায্যে এআই টুলটি ব্যবহারকারীদের সঙ্গে মানুষের মতো কথা বলবে।

হোয়াটসঅ্যাপের আপডেট সংক্রান্ত তথ্য সরবরাহকারী ব্লগসাইট, WABetaInfo নতুন এই মেটা এআই ভয়েস মোড ফিচারের কথা জানিয়েছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৪.১৯.৩২-এ এই ফিচার দেখা গেছে। প্রমাণস্বরূপ তারা একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। তবে জানিয়ে রাখি নতুন ফিচারটি আপাতত ডেভেলপমেন্ট মোডে থাকায় বিটা ব্যবহারকারীরা এখনই এটি পরীক্ষা করে দেখতে পারবেন।

আরও পড়ুন : iPhone 16 Pre Order offer: আজ থেকে শুরু আইফোন ১৬ সিরিজের প্রি-অর্ডার, কীভাবে করবেন দেখে নিন

স্ক্রিনশটে দেখা গেছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মেটা এআইয়ের জন্য বেশ কয়েকটি ভয়েস বেছে নেওয়ার সুবিধা দেওয়া হবে। এসব ভিন্ন ভিন্ন কণ্ঠে বিভিন্ন পিচ, টোন ও অ্যাকসেন্ট শোনা যাবে। বর্তমানে চ্যাটজিপিটি অ্যাপে এই সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন : একঘেয়ে ডিজাইন আর নয়, নজরকাড়া স্টাইলে দারুণ ফোন আনছে Samsung

Tags:    

Similar News