Aadhaar Card Update: আধার কার্ডে কতবার নাম ও ঠিকানা আপডেট করা যায়, ভুল থাকলেই জেল

Update: 2024-10-10 08:59 GMT

আধার কার্ড (Aadhaar Card) এখন প্রতিটি ভারতীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। নতুন সিম কার্ড নেওয়া, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সরকারি ভর্তুকির জন্য আবেদন বা পাসপোর্টের জন্য আবেদন করার জন্য আধার কার্ড দরকার পড়ে। এমন পরিস্থিতিতে, আধার কার্ডে সমস্ত তথ্য সঠিক থাকা গুরুত্বপূর্ণ। এই কারণে UIDAI আধার কার্ডের তথ্য আপডেট করতে দেয়। তবে আপনি চাইলে যতবার ইচ্ছা ডেটা আপডেট করতে পারবেন না। আসুন আধার কার্ডের কোন কোন তথ্য কতবার আপডেট করা যায় জেনে নেওয়া যাক।

আধার কার্ড আপডেট রাখা জরুরি কেন?

আধার কার্ডে পুরানো বা ভুল তথ্য থাকার কারণে বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা হতে পারে।‌ তাই আধার কার্ড আপডেট রাখা জরুরি

অনলাইনে আধার কার্ডের কোন কোন তথ্য আপডেট করা যায়

আধার কার্ডধারীরা UIDAI এর অফিসিয়াল সাইটের মাধ্যমে অনলাইনে নাম, জন্ম তারিখ, ঠিকানা আপডেট করতে পারেন।

আধার কার্ডে ভুল তথ্যের জন্য জেল ও জরিমানা

আধার কার্ডে থাকা নাম, জন্ম তারিখ ও লিঙ্গ ভুল থাকলে ৩ বছরের জেল হতে পারে। এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আধার আপডেট বিনামূল্যে করা যাবে

ইউআইডিএআই গত ১৪ সেপ্টেম্বর ঘোষণা করেছে যে, ডিসেম্বর ২০২৪ পর্যন্ত MyAadhaar পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আধারের তথ্য অনলাইন আপডেট করা যাবে।

আমি কতবার আধার কার্ডের নাম পরিবর্তন করতে পারি?

আপনি মাত্র দু'বার আধার কার্ডে আপনার নাম আপডেট করতে পারবেন। নাম পরিবর্তন করার জন্য আপনার পরিচয় পত্র হিসেবে একটি বৈধ ডকুমেন্ট দিতে হবে।

আধারে ঠিকানা পরিবর্তন কতবার করা যায়

আপনি আধার কার্ডের ঠিকানা যতবার ইচ্ছা ততবার আপডেট করতে পারেন। অর্থাৎ ঠিকানা আপডেট করার কোনও সীমা নেই।

জানিয়ে রাখি, অফলাইনে আধার সেন্টারের মাধ্যমে আপনি ছবি সহ বায়োমেট্রিক ডেটা পরিবর্তন বা আপডেট করতে পারবেন।

Tags:    

Similar News