Aadhaar PAN linking: প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক রয়েছে কিনা কীভাবে চেক করবেন
আয়কর রিটার্ন দাখিল সহ নির্দিষ্ট কিছু পরিষেবা পেতে প্যান কার্ড (PAN Card)-এর সাথে আধার কার্ড (Aadhaar Card) লিঙ্ক করা বহুদিন আগেই বাধ্যতামূলক করেছে ভারত সরকার। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের শেষ তারিখ ছিল ৩১ মার্চ, ২০২২। তবে এই সময়সীমা ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এরমধ্যেও যদি কেউ প্যান-আধার লিঙ্ক করতে ব্যর্থ হয় তবে তাকে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে বলে সম্প্রতি সরকারের তরফে ঘোষণা করা হয়েছে।
আজই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করিয়ে ফেলুন
সুতরাং, আপনি যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তবে ৩১ মার্চের আগে অনলাইন বা অফলাইন মাধ্যমে কিংবা নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠিয়ে আপনাকে এই কাজটি অবশ্যই করে ফেলতে হবে। সেক্ষেত্রে যদি আপনি এই কাজটি না করেন, তাহলে কার্যত অকেজো হয়ে যাবে আপনার প্যান কার্ড, এমনটাই জানিয়েছে আয়কর দফতর। তদুপরি, আপনাকে ১,০০০ টাকা জরিমানাও দিতে হবে। অর্থাৎ সহজে বললে, আধার-প্যান সংযুক্তিকরণ না হলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসুবিধা তো হবেই, পাশাপাশি দিতে হবে খেসারতও। প্রসঙ্গত বলে রাখি, আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা আছে কি না, তা আপনি অতি অনায়াসে অনলাইন কিংবা অফলাইন উভয় মাধ্যমেই চেক করে দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে অনলাইনে এবং এসএমএস মারফত কীভাবে এই কাজটি করতে হবে, তার সম্পূর্ণ পদ্ধতিটি নীচে ধাপে ধাপে উল্লেখ করা হল।
অনলাইনে Pan Card এর সঙ্গে Aadhaar Link আছে কি না, তা কীভাবে যাচাই করবেন জেনে নিন
ধাপ ১: ইউআইডিএআই (UIDAI)-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://uidai.gov.in/) যান।
ধাপ ২: "আধার সার্ভিসেস" (Aadhaar Services)-এ ক্লিক করুন এবং "আধার লিঙ্কিং স্ট্যাটাস" (Aadhaar Linking Status) নির্বাচন করুন।
ধাপ ৩: এখন আপনার ১২ ডিজিটের আধার নম্বরটি এন্টার করুন এবং "গেট স্ট্যাটাস" (Get Status)-এ ক্লিক করুন।
ধাপ ৪: সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য নিজের প্যান কার্ড নম্বর এবং ক্যাপচা কোড এন্টার করুন।
ধাপ ৫: আপনার আধার-প্যান লিঙ্কিংয়ের স্ট্যাটাস জানতে "গেট লিঙ্কিং স্ট্যাটাস" (Get Linking Status)-এ ক্লিক করুন।
ধাপ ৬: আপনার আধার এবং প্যান কার্ড লিঙ্ক করা আছে কি না, তা স্ক্রিনে প্রদর্শিত হবে।
উল্লেখ্য, আপনি এনএসডিএল ই-গভর্নেন্স (NSDL e-Governance) ওয়েবসাইটে (https://www.nsdl.com/) গিয়েও আপনার আধার এবং প্যান কার্ডের লিঙ্কিংয়ের স্ট্যাটাস চেক করতে পারেন।
এসএমএসের মাধ্যমে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না কীভাবে চেক করবেন
ধাপ ১: এসএমএস বক্সে গিয়ে UIDPAN টাইপ করুন।
ধাপ ২: এরপর স্পেস দিয়ে আপনার ১২ ডিজিটের আধার নম্বরটি লিখুন।
ধাপ ৩: এরপরে স্পেস দিয়ে আপনার ১০ ডিজিটের প্যান নম্বরটি লিখুন।
অর্থাৎ আপনার এসএমএসটি ঠিক এরকম দেখতে হবে:
UIDPAN১২ ডিজিটের আধার নম্বর১০ ডিজিটের প্যান নম্বর
ধাপ ৪: এখন এই এসএমএসটি ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে পাঠিয়ে দিন।
ধাপ ৫: এখন উক্ত পরিষেবা থেকে উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করুন।
ধাপ ৬: যদি আপনার প্যান আপনার আধারের সাথে লিঙ্ক করা থাকে, তবে আপনার কাছে একটি মেসেজ আসবে, যাতে লেখা থাকবে - "Aadhaar…is already associated with PAN (number) in ITD database. Thank you for using our services." (অর্থাৎ, ইতিমধ্যেই আইটিডি ডেটাবেসে আপনার আধার কার্ড প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গিয়েছে। আমাদের পরিষেবা ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ)
ধাপ ৭: আবার যদি আপনার আধার কার্ড প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে, তাহলে আপনার কাছে যে মেসেজটি আসবে, তাতে লেখা থাকবে - "Aadhaar…is not associated with PAN (number) in ITD database." (অর্থাৎ, আইটিডি ডেটাবেসে আপনার আধার কার্ড প্যান কার্ডের সঙ্গে সংযুক্ত করা নেই)