Free Aadhaar Update এর জন্য হাতে আর মাত্র কয়েকদিন, কি কি ডকুমেন্ট থাকলে আপডেট করতে পারবেন
By : techgup
Update: 2024-08-28 04:48 GMT
Free Aadhaar Update: আপনার আধার কার্ডে কি কোনো তথ্য ভুল আছে? তাহলে আপনি 14 সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে সংশোধন করতে পারবেন। এরপরে আধার আপডেট করার জন্য আপনার পকেট খসবে। UIDAI জানিয়েছে, বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ 14 সেপ্টেম্বর, 2024।
তবে জানিয়ে রাখি কেবলমাত্র অনলাইনেই বিনামূল্যে আধার আপডেট করা যাবে। আপনি যদি আধার কেন্দ্রে গিয়ে আপনার আধারের কোনো তথ্য আপডেট করেন চান, তাহলে 50 টাকা চার্জ দিতে হবে। এদিকে রিপোর্ট অনুসারে, 14 সেপ্টেম্বর, 2024 এর পরে, অনলাইনেও আধার আপডেটের জন্য 25 টাকা চার্জ দিতে হবে।
বিনামূল্যে আধার আপডেট করার উপায় (How to Update Aadhaar Free)
- প্রথমে uidai.gov.in ইউআইডিএআই ওয়েবসাইটে যান।
- এখানে 'My Aadhaar'-এ ক্লিক করার পর ড্রপ-ডাউন মেনু থেকে 'Update Your Aadhaar'-এ ক্লিক করুন।
- আধার নম্বর ও ক্যাপচা ভেরিফিকেশন কোড দেওয়ার পর 'Send OTP'-তে ক্লিক করতে হবে।
- এখন রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপির সাহায্যে আপনি লগইন করতে পারবেন।
- প্রদর্শিত পেজে আপনি আপনার ডেমোগ্রাফিক ডিটেইলস পাবেন যা আপনি পরিবর্তন করতে পারবেন।
- এখানে 'Submit Update Request' এ ক্লিক করার আগে ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করুন।
- এর পরে, আপডেট রিকোয়েস্ট নম্বর (ইউআরএন) এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন, এই নম্বরের মাধ্যমে আপডেট রিকোয়েস্ট ট্র্যাক করতে পারবেন।
Aadhaar Card আপডেট করার জন্য এই ডকুমেন্ট লাগবে
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
ভোটার আইডি কার্ড
অন্যান্য আইডি যেমন শ্রমিক কার্ড বা জন-আধার
বোর্ড মার্কশিট
ম্যারেজ সার্টিফিকেট
রেশন কার্ড