Online Scam: UPI পেমেন্ট করার সময় এই বিষয়গুলি খেয়াল না রাখলে খালি হবে ব্যাংক অ্যাকাউন্ট

Update: 2022-08-26 10:26 GMT

পকেটে বা মানিব্যাগে অনেক নগদ টাকা রাখার দিন আর নেই বললেই চলে! এখন একাংশ মানুষই ক্যাশলেস অনলাইন পেমেন্ট বা UPI (ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) সিস্টেম ব্যবহার করতে পছন্দ করছেন। কারণ UPI পেমেন্ট খুব সহজ একটি অপশন যার সাহায্যে কয়েক মিনিটের মধ্যে টাকা ট্রান্সফার, পেমেন্ট, বিল পরিশোধ, রিচার্জ ইত্যাদি কাজ করা যায়। এর জন্য স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকলেই চলে। তবে প্রতিটি জিনিসেরই যেমন কোনো না কোনো নেতিবাচক দিক আছে, তেমনি UPI পেমেন্ট অপশন ব্যবহারের সময়ও রয়েছে ক্ষতির সম্ভাবনা। আসলে অনলাইন পেমেন্ট সিস্টেম এখন রোজকার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বিষয়ে পরিণত হওয়ায়, জালিয়াতরা এটিকে হাতিয়ার করেই সাধারণ মানুষকে বোকা বানাতে চাইছে। সেক্ষেত্রে নিজের টাকা সুরক্ষিত রাখতে আপনাদের কিছু বিষয় সবসময়ই মাথায় রাখতে হবে।

UPI পেমেন্ট করার সময় এই ভুলগুলি করবেন না

১. অপরিচিত নম্বরে পেমেন্ট: কোনো অজানা নম্বরে পেমেন্ট করার সময় ভালোভাবে সেটিকে চেক করে নেওয়া বাঞ্ছনীয়। শুধু তাই নয়, কোথাও কিউআর (QR) কোড স্ক্যান করে পেমেন্ট করতে গেলেও সেই কোড অথেন্টিক কিনা তা দেখতে হবে।

২. পেমেন্ট রিসিভের জন্য UPI পিন শেয়ার না করা: এখন অনলাইন প্রতারণার জন্য অনেকেই টাকা দেওয়ার সময় ইউপিআই পিনের মত তথ্য চায়। সেক্ষেত্রে মনে রাখবেন যে, টাকা রিসিভ করার জন্য কোনো পিনের প্রয়োজন নেই।

৩. সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা ট্রান্সফার: অনেক সময় হোয়াটসঅ্যাপ (WhatsApp), মেসেঞ্জার (Messenger)-এর মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাউকে চট করে টাকা ট্রান্সফার করবেন না। কারণ সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভুয়ো প্রোফাইল তৈরি করে টাকা হাতানোর চেষ্টা করে।

৪. ভুয়ো UPI অ্যাপ্লিকেশন ব্যবহার: নেটদুনিয়ায় এখন অনেক নকল ইউপিআই অ্যাপ্লিকেশন রয়েছে, যা ইউজারদের ডেটা বা টাকা চুরি করে। এই ক্লোন অ্যাপগুলি দেখতে হুবহু আসল অ্যাপের মত, তাই এগুলি থেকে সতর্ক থাকুন এবং Modi Bhim, PHIM, Bhim Modi-এর মত অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থেকে বিরত থাকুন।

এছাড়াও অনলাইন পেমেন্টের সময় নিজের টাকা খোয়াতে না চাইলে ফোনে অ্যান্টি ভাইরাস এবং বায়োমেট্রিক রেকগনিশন সফ্টওয়্যার ইনস্টল রাখুন। তাছাড়া খেয়াল না করে কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না; আবার যেকোনো Wi-Fi কানেকশনের সাথে ডিভাইস কানেক্ট করার আগে দুবার ভাবুন।

Tags:    

Similar News