ফোনে 5G Network সাইন দেখতে পাচ্ছেন? সাপোর্ট করবে কিনা এভাবে চেক করুন
একথা ইতিমধ্যেই সকলেই জেনে গিয়েছেন যে, আগামী অক্টোবরেই গোটা দেশে চালু হতে চলেছে 5G (৫জি) পরিষেবা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আশা করা হচ্ছে যে, দীপাবলির আগেই Jio (জিও) ও Airtel (এয়ারটেল) তাদের পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিস লঞ্চের কথা ঘোষণা করতে পারে। পিছিয়ে নেই Vi বা Vodafone Idea-ও। এমত পরিস্থিতিতে দুরন্ত গতির নেট ব্যবহারের আশায় সকল দেশবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, বেড়েছে 5G হ্যান্ডসেট কেনার প্রবণতা। প্রসঙ্গত উল্লেখ্য, পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কের মজা উপভোগ করার জন্য অনেকেই বহুদিন আগে থেকেই 5G স্মার্টফোন কিনে বসে রয়েছেন, কিন্তু বাধ্য হয়ে এতদিন পর্যন্ত তাদেরকে সেইসব ফোনে 4G (৪জি) সিম চালাতে হচ্ছিল। তাই এবার প্রকৃতপক্ষে 5G স্মার্টফোন ব্যবহারের জন্য মানুষ রীতিমতো ব্যাকুল হয়ে উঠেছেন৷ তবে অনেকদিন আগে কেনা এই সমস্ত পুরোনো স্মার্টফোনগুলিতে কি আদৌ 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে? এই প্রশ্ন এখন হালফিলে অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে, আর এর পিছনে যুক্তিসঙ্গত কারণও আছে বৈকি।
আসলে ব্যাপারটা হল, সম্প্রতি গত জুলাই মাসের শেষের দিকে ৫জি স্পেকট্রামের নিলামপর্ব সম্পন্ন হয়েছে। কিন্তু তার বহু আগে অনেকের হাতেই ৫জি স্মার্টফোন চলে এসেছে। কিন্তু সেই সময় কারোরই জানা ছিল না যে, আগামী দিনে কোন কোন ব্যান্ডের জন্য ৫জি স্পেকট্রামের নিলামপর্বের আয়োজন করা হবে এবং কোন অপারেটর কোন ব্যান্ডে তাদের সার্ভিস প্রোভাইড করবে। কিন্তু ইদানিংকালে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি সামনে এসে গিয়েছে, যার ফলে কোন কোন স্মার্টফোনে আসন্ন পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিস সাপোর্ট করবে, তা এখন খুব সহজে সকলেই জেনে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনার কেনা হ্যান্ডসেটটিতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে কি না, তা চেক করার জন্য নীচে উল্লিখিত স্টেপগুলি আপনি ধাপে ধাপে অনুসরণ করতে পারেন।
আপনার স্মার্টফোনে 5G সাপোর্ট করবে কি না, তা কীভাবে চেক করবেন?
– প্রথমে আপনাকে আপনার স্মার্টফোনের 'সেটিংস' (Settings) বিকল্পে যেতে হবে।
– এখানে অনেক অপশন থাকবে, যার মধ্যে থেকে আপনাকে 'কানেকশন' (Connection) বা 'ওয়াই-ফাই অ্যান্ড নেটওয়ার্ক' (Wi-Fi & Network)-এ ক্লিক করতে হবে।
– এখন আপনাকে 'সিম অ্যান্ড নেটওয়ার্ক' (SIM & Network) অপশনে যেতে হবে। কিছু কিছু স্মার্টফোনে এটি 'মোবাইল নেটওয়ার্ক' (Mobile Network) নামেও উপলব্ধ।
– এখানে আপনি 'নেটওয়ার্ক মোড' (Network Mode) অপশনটি দেখতে পাবেন, যেটিতে ক্লিক করে আপনাকে 'প্রেফারড নেটওয়ার্ক টাইপ' (Preferred Network Type)-এ যেতে হবে। এবার আপনি যদি এখানে ৫জি নেটওয়ার্কের বিকল্পটি দেখতে পান, তাহলে এর মানে হল যে আপনার ফোনটি ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করার জন্য একেবারে প্রস্তুত। আপনি যদি চান, তবে সরাসরি 'প্রেফারড নেটওয়ার্ক টাইপ' সার্চ করেও এই সেটিংসটি চেক করতে পারেন।
রয়েছে অন্য উপায়ও
আপনার ফোনে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে কি না, তা চেক করার জন্য আরও একটি উপায় রয়েছে। এর জন্য আপনাকে আপনার স্মার্টফোন ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আপনাকে আপনার স্মার্টফোন মডেলটি সার্চ করে সেটির স্পেসিফিকেশনের মধ্যে 5G ব্যান্ডের ডিটেইলস চেক করতে হবে। আপনার ফোনে যদি এমন ব্যান্ড মজুত থাকে যাতে ভারতের টেলিকম অপারেটররা তাদের 5G পরিষেবা সরবরাহ করবে, তাহলে আপনি অবশ্যই আপনার হ্যান্ডসেটে পরবর্তী প্রজন্মের দুরন্ত গতির নেটওয়ার্ক ব্যবহারের মজা উপভোগ করতে পারবেন।