সাবধান, এই 10 ফোন নম্বর থেকে কল বা মেসেজ এলে উত্তর দেবেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে
বর্তমানে প্রতারকরা প্রতারণা করার জন্য এমন এমন অভিনব পদ্ধতি অবলম্বন করছে যেগুলি সাধারণ মানুষের কল্পনারও অতীত। আর বেশিরভাগ সময়েই এই ধরনের স্ক্যামগুলি প্রতারকরা ফোনের মাধ্যমে করে থাকে। সম্প্রতি BeenVerified নামের একটি সফটওয়্যার সংস্থা একটি রিপোর্টে এই স্ক্যাম কলগুলির সাথে যুক্ত ১০টি ফোন নম্বর প্রকাশ করেছে। তাই আপনিও যদি এই ধরনের প্রতারণার ফাঁদে না পড়তে চান তাহলে এই নম্বরগুলি থেকে আসা ফোন কলগুলি এড়িয়ে চলুন। আসুন কোন ধরনের স্ক্যামের জন্য এই ১০টি নম্বর ব্যবহৃত করা হয় তা জেনে নেওয়া যাক।
১) (865) 630-4266
এই নম্বর থেকে প্রতারকরা কল করে ভিকটিমকে জানায় যে, তাদের ওয়েলস ফার্গো অ্যাকাউন্ট গুলি অস্থায়ীভাবে লক করা হয়েছে এবং এই অ্যাকাউন্টগুলি আনলক করার জন্য তারা যেন ব্যাঙ্কে কল করেন।
২) (469) 709-7630
এই নম্বর থেকে ব্যবহারকারীরা ডেলিভারি সম্পর্কিত, নিজের বা পরিবারের কারও নাম উল্লেখিত মেসেজ পেয়ে থাকেন। যাতে, এই নম্বরে কল করে বা মেসেজ করে সমস্যার সমাধানের নির্দেশ দেওয়া হয়ে থাকে।
৩) (805) 637-7243
ভিসার জালিয়াতি বিভাগের নাম করে নির্দোষ ব্যক্তিদের সাথে প্রতারনা করা হয়।
৪) (858) 605-9622
এই নম্বর থেকে ফোন করে ব্যবহারকারীদের বলা হয় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি অস্থায়ী রূপে হোল্ডে রাখা হয়েছে।
৫) (863) 532-7969
এই নম্বর থেকে ভিকটিমদের জানানো হয় যে, তাদের ডেবিট কার্ডগুলি ফ্রিজ করা হয়েছে।
৬) (904) 495-2559
বিভ্রান্তিকর মেসেজের মাধ্যমে প্রাপকদের AT&T র্যাফেল জেতার মিথ্যা তথ্য দেওয়া হয়।
৭) (312) 339-1227
রিপোর্ট অনুযায়ী, এই নম্বরটির মাধ্যমে ওজন কমানোর প্রোডাক্ট এবং প্যাকেজ স্ক্যামগুলি করা হয়।
৮) (917) 540-7996
এই নম্বরটি "স্ক্রিম VI"-এর মার্কেটিং করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
৯) (347) 437-1689
এই নম্বর থেকে উদ্ভূত স্ক্যামগুলির মধ্যে ডলারের স্ক্যাম থেকে শুরু করে বিনামূল্যে ডাইসন ভ্যাকুয়াম প্রদানের ভুয়ো প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত আছে।
১০) (301) 307-4601
প্রতারিতরা প্রতারণামূলক USPS ডেলিভারি স্ক্যাম সম্পর্কে এই নম্বর থেকে মেসেজ পাওয়ার কথা জানিয়েছেন৷