Aadhaar Card: আধার কার্ড হারিয়ে গেলে বা নম্বর না মনে থাকলেও কীভাবে ই-আধার ডাউনলোড করবেন
অনেকেরই আধার কার্ড (Aadhaar Card) হারিয়ে যায় এবং তারা নম্বরও ভুলে যান। ফলে ডকুমেন্টটি কীভাবে ফিরে পাওয়া যায় তা নিয়ে দুশ্চিন্তা করতে থাকেন। তবে জানিয়ে রাখি, আধার কার্ডধারীরা অনলাইনে আধার কার্ডের ডিজিটাল সংস্করণ ডাউনলোড করতে পারেন। তবে আপনার মনে হতে পারে যে, যখন Aadhaar নম্বরই নেই, তখন কীভাবে এটি ডাউনলোড হবে?
তাহলে বলি, ইউআইডিএআই (UIDAI) এই সমস্ত মানুষের কথা ভেবে Retrieve EID / Aadhaar number ফিচার নিয়ে এসেছে। যেখানে নিজের কিছু তথ্য শেয়ার করে আধার কার্ড ডাউনলোড করা যায়। চলুন আধার নম্বর হারিয়ে গেলে কীভাবে অনলাইন থেকে ই-আধার ডাউনলোড করা যাবে জেনে নেওয়া যাক।
Aadhaar নম্বর ছাড়াই কীভাবে ডাউনলোড করবেন e-Aadhaar
1: আধার নম্বর ছাড়াই ই-আধার ডাউনলোড করতে প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in -এ যান।
2: এরপর হোমপেজে My Aadhaar সেকশনে গিয়ে Retrieve EID / Aadhaar number অপশনে ক্লিক করুন।
3: এবার, আপনাকে একটি নতুন পেজে রিডাইরেক্ট করা হবে, যেখানে আপনাকে আপনার আধার নম্বর বা ইআইডি এর মধ্যে প্রথমটি নির্বাচন করতে হবে।
4: তারপর আপনাকে আপনার পুরো নাম, পিন কোড এবং ক্যাপচা এন্টার করতে হবে।
5: এরপর Get One Time Password (OTP) বাটনে ক্লিক করুন। যারপর আপনার ফোন নম্বরে ওটিপি আসবে।
6: এই ওটিপি এন্টার করলেই ফোন নম্বরে আধার নম্বর চলে আসবে।
7: এরপরে ফের My Aadhaar ট্যাবে যেতে হবে এবং Download Aadhaar অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যগুলি দিতে হবে।
8: সবশেষে পিডিএফ ডাউনলোড হয়ে গেলে আপনার নামের প্রথম চার অক্ষর এবং জন্মসাল এন্টার করে পিডিএফ ওপেন করতে হবে।