Earn Money Online: ঘরে বসে মোবাইলে সহজ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে আয় করুন

Update: 2022-09-30 10:44 GMT

Online Earn Money: দুর্গাপুজোকে কেন্দ্র করে গত ২৩ তারিখ থেকে Amazon-এ শুরু হয়েছে Great Indian Festival সেল। আর অন্যান্যবারের মতই বছরের অন্যতম বড় এই সেলে নানাবিধ প্রোডাক্ট (ফোন থেকে শুরু করে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ফ্যাশন আইটেম ইত্যাদি) আকর্ষণীয় ছাড় বা অফারে কেনা যাচ্ছে। তবে এই মুহূর্তে আপনি যদি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটিতে একটি সহজ গেম খেলেন, তাহলে আপনি জিতে পেতে পারেন ১,২৫০ টাকার পুরষ্কার। আসলে এই পঞ্চমীতে অর্থাৎ আজ ৩০ তারিখে Amazon India-র জনপ্রিয় ২৪ ঘন্টার অনলাইন গেম 'Daily QuizTime' লাইভ হয়েছে, যাতে অংশগ্রহণ করে পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিলেই Amazon Pay ব্যালেন্স মিলবে। আর ১০ বা ১০০ টাকা নয়, কয়েক ক্লিকেই আপনি ১,২৫০ টাকা আয় করতে পারেন (Earn money Online via Quiz)। কিন্তু কীভাবে খেলবেন এই গেম? আর কী প্রশ্নই বা থাকবে কুইজে? আসুন বিস্তারিতভাবে জেনে নিই।

প্রশ্নের উত্তর দিয়ে আয় করুন ১,২৫০ টাকা (Earn Money by Answering Questions)

অ্যামাজনের ডেইলি কুইজে পুরষ্কার জিতে নিতে জেনারেল নলেজ (GK) এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত মোট পাঁচ-পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে গেমটি খেলতে চাইলে প্রথমে অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে সংস্থার অ্যাপ খুলে যেতে হবে 'ফানজোন' (Funzone) সেকশনে। এখানে একটু স্ক্রল করলেই 'ডেইলি কুইজ' নামক একটি ব্যানার দেখা যাবে। উল্লিখিত ব্যানারে ক্লিক করলেই একটি 'স্টার্ট' (Start) বাটন মিলবে, এটি গেমের পাঁচটি প্রশ্ন অ্যাক্সেস করার সুযোগ দেবে। প্রতিটি প্রশ্নের উত্তর হিসেবে চারটি অপশন থাকবে, যার মধ্যে থেকে অংশগ্রহণকারীদের সঠিক উত্তর বেছে নিতে হবে। সেক্ষেত্রে আপনার পুরষ্কার জেতার পথ প্রশস্ত করতে আমরা এখন গেমের পাঁচটি প্রশ্ন এবং তাদের উত্তর আপনাদের সাথে শেয়ার করব।

Amazon Daily QuizTime গেমের প্রশ্নোত্তর

১. Which country plans to build NEOM - a futuristic, sustainable city with 170 km glass walls?

উত্তর: Saudi Arabia

২. Virat Kohli became the overall 2nd cricketer to play 100 matches in all 3 formats of the game. Who is the other person?

উত্তর: Ross Taylor

৩. What was built in India under Project-71 which started in 2005?

উত্তর: IAC Vikrant

৪. Which continent have these animals never been native to?

উত্তর: Australia

৫. Which squirrel breed is considered the main cause of the fall in the population of this breed?

উত্তর: Eastern Grey Squirrel

এই প্রসঙ্গে বলে রাখি, গেমের সব প্রশ্নের সঠিক উত্তর দিলেই যে পুরষ্কারের অর্থ পাওয়া যাবে তা নয়। এক্ষেত্রে সঠিক উত্তরদাতারা লাকি ড্রয়ে পৌঁছে যাবেন, যার মধ্যে থেকে সংস্থা বিজয়ীর নাম ঘোষণা করবে আগামীকাল অর্থাৎ ১লা অক্টোবর।

Tags:    

Similar News