Chrome-এর জন্য কমছে কম্পিউটারের ব্যাটারি লেভেল ও মেমরি স্পেস? Google আনল জোড়া ফিচার

Update: 2023-02-20 08:56 GMT

স্মার্টফোন হোক কিংবা ল্যাপটপ-কম্পিউটার, ব্রাউজার হিসেবে Google Chrome সর্বত্রই নিজের গ্রহণযোগ্যতা ধরে রেখেছে। Chrome-এর পারফরম্যান্স, সিস্টেম, সেটিংস – সমস্ত কিছুই বেশ জনপ্রিয়। আবার সুরক্ষাগত দিক দিয়েও এটি সবসময় ওয়াকিবহাল; কোনো রকমের ইস্যু দেখা গেলেই Google, Chrome-এর জন্য নিয়ে আসে নতুন আপডেট। কিন্তু এত কিছু সত্ত্বেও অনেক ল্যাপটপ ইউজারই অভিযোগ করে থাকেন যে এই ওয়েব ব্রাউজারের কারণে নাকি তাদের ডিভাইস ব্যাটারি ব্যাকআপ বা চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই সমস্যা দূর করতেও এবার সমাধান নিয়ে হাজির হয়েছে টেক জায়ান্ট সংস্থাটি। সম্প্রতি Google, তার সমস্ত Chrome ইউজারদের জন্য 'মেমরি সেভার' (Memory Saver) এবং 'এনার্জি সেভার' (Energy Saver) মোড রোলআউট করতে শুরু করেছে। এই দুটি নতুন তথা বিশেষ মোডের সাহায্যে সক্রিয় ট্যাবগুলি মসৃণভাবে চলবে এবং কম্পিউটারের ব্যাটারির আয়ু বাড়বে বলে দাবি করা হচ্ছে।

সমস্ত কম্পিউটার ইউজারদের জন্য এল Chrome-এর জোড়া নয়া ফিচার

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বরে ম্যাক (Mac), উইন্ডোজ (Windows) এবং লিনাক্স (Linux)-এর পাশাপাশি ক্রোমবুক (Chromebook)-এর জন্য মেমরি এবং এনার্জি সেভার মোড চালু করেছিল সংস্থা। তবে এখন সমস্ত কম্পিউটার ইউজাররাই ক্রোম ব্যবহারের ক্ষেত্রে এই দুটি ফিচার পাবেন। এক্ষেত্রে মেমরি সেভার এবং এনার্জি সেভার – দুটি অপশনই পারফরম্যান্স সেটিংসে ডিফল্ট ফিচাররূপে যুক্ত হয়েছে৷ তবে ইউজাররা ইচ্ছামত এগুলি চালু/বন্ধ করতে পারবেন।

Google Chrome-এর 'Memory Saver' মোড

গুগলের মতে, ক্রোমের নতুন 'মেমরি সেভার' ফিচার ব্রাউজারটির মেমরি স্পেস ক্লিয়ার রাখবে, যাতে এটি মসৃণ পারফরম্যান্স অফার করতে পারে। এর জন্য ফিচারটি মেমরি থেকে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ ট্যাবগুলিকে আনলোড করবে। মানে যদি আপনার ব্রাউজারে অনেকগুলি ট্যাব খোলা থাকে এবং আপনি বেশ কিছু সময় ধরে সেগুলি ব্যবহার না করে থাকেন, তাহলে ক্রোম নিজেই সেগুলিকে আপনার কম্পিউটারের মেমরি থেকে সরিয়ে দেবে৷ যদিও পরে সেই ট্যাবগুলি খোলা হলে স্বয়ংক্রিয়ভাবে সেগুলি পুনরায় লোড হবে এবং ক্রোম, সেগুলিকে আপনার ব্রাউজারের মেমরিতে পুনরায় ফিরিয়ে আনবে৷ মজার বিষয় হল, এই ফিচারটিকে অন/অফ করার অপশনের পাশাপাশি ইউজাররা নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বেছে নিতে পারবেন যেগুলিতে তারা এই মোডের প্রভাব ফেলতে দিতে চান না।

ব্যাটারি ব্যাকআপ বাঁচাবে Chrome-এর 'Energy Saver' মোড

ক্রোমের নতুন 'এনার্জি সেভার' ফিচারটিকে ডিভাইসের ব্যাটারি সংরক্ষণের জন্য আনা হয়েছে। এই মোডটি একবার অন হলে ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি অটোমেটিক্যালি লিমিট হয়ে যাবে এবং নিষ্ক্রিয় হয়ে যাবে নির্দিষ্ট অ্যানিমেশন, ভিডিও ফ্রেম রেট। এক্ষেত্রে স্মুথ্ স্ক্রলিং ফিচারটিকেও নিষ্ক্রিয় করবে এনার্জি সেভার মোড। এই প্রসঙ্গে বলে রাখি, এনার্জি সেভার মোড চালু বা বন্ধ করা ছাড়াও ক্রোম ইউজাররা দুটি অপশন বেছে নিতে পারবেন – এর মধ্যে একটিতে ব্যাটারি ২০% বা তার চেয়ে কমে গেলে এবং কম্পিউটার আনপ্লাগ হয়ে গেলে মোডটি নিজে নিজে চালু হওয়ার সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

কীভাবে Chrome-এ Memory এবং Energy Saver মোড চালু/বন্ধ করবেন?

আগেই বলেছি গুগল ডিফল্টভাবে ক্রোমে মেমরি এবং এনার্জি সেভার মোড দিয়েছে। তবে আপনারা নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে ফিচারটি নিয়ন্ত্রণ করতে পারবেন।

১. ক্রোম ব্রাউজার খুলুন এবং সেটিংসে যান।

২. বামদিকের সাইবার থেকে 'পারফরম্যান্স' (Performance)-এ ক্লিক করুন।

৩. মেমরি সেভার বা এনার্জি সেভার মোড অপশন প্রদর্শিত হলে তা চালু বা বন্ধ করুন।

মনে রাখবেন, গুগল সবে ক্রোমের জন্য লেটেস্ট আপডেট (ভার্সন ১১০) রোলআউট করতে শুরু করেছে, যা আগামী সপ্তাহগুলিতে সবার জন্য উপলব্ধ হবে৷ সেক্ষেত্রে অপেক্ষা করতে না চাইলে অ্যাড্রেস বারে chrome://flags/#battery-saver-mode-available এবং chrome://flags/#high-efficiency-mode-available লিঙ্কগুলি পেস্ট করে এন্টার টিপলেই কাজ হয়ে যাবে। পরে আপনারা সেটিংস পরিবর্তন করতে পারবেন।

Tags:    

Similar News