পাশে বসে থাকলেও কেউ পড়তে পারবে না আপনার WhatsApp চ্যাট, কীভাবে সম্ভব?

By :  techgup
Update: 2022-09-05 06:53 GMT

বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ যে প্রতিদিন WhatsApp (হোয়াটসঅ্যাপ) ব্যবহার করেন, এ কথা আমরা সকলেই জানি। অফিসের বিভিন্ন কাজ, বন্ধুদের সঙ্গে ভার্চুয়াল আড্ডা, কিংবা প্রিয়জনদের সঙ্গে ডিজিটালি যোগাযোগ রাখা – সবরকম কাজের জন্যই এখনকার দিনে ব্যবহারকারীদের সবচেয়ে পছন্দের মাধ্যম হল এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। একাধিক কার্যকর ফিচার উপলব্ধ থাকায় দিন-কে-দিন WhatsApp-এর জনপ্রিয়তা বহুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আবার এন্ড-টু-এন্ড এনক্রিপশনের (End to end encryption) সুবিধা থাকায় WhatsApp মারফত ব্যক্তিগত টেক্সট মেসেজের পাশাপাশি গোপন ছবি বা ভিডিও পাঠানো অনেক নিরাপদ, কেননা কোনোভাবেই সেই চ্যাট তৃতীয় ব্যক্তি পড়তে পারে না। কিন্তু সমস্যাটা দেখা দেয় পাবলিক প্লেসে চ্যাট করার সময়, কারণ তখন আপনার আশেপাশে থাকা ব্যক্তিরা খুব সহজেই আপনার WhatsApp চ্যাট পড়তে সক্ষম হয়, যা অনেকের কাছেই বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়! স্বাভাবিকভাবেই, এই পরিস্থিতিতে কী করণীয় সে প্রশ্ন ঘোরাফেরা করে প্রায় সবার মনেই।

এই অ্যাপ ব্যবহার করলে কেউ দেখতে পাবে না WhatsApp চ্যাট

আসলে ট্রেনে, বাসে যাতায়াত করার বা কোনো পাবলিক প্লেসে বসে থাকার সময় আমরা কমবেশি সকলেই পছন্দের মানুষের সাথে ব্যক্তিগত চ্যাট করে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রেই আশেপাশে থাকা মানুষজন আমরা চ্যাটে কী লিখছি, তা পড়ার জন্য অত্যন্ত কৌতূহলী হয়ে ওঠেন। আর দুর্ভাগ্যবশত কোনো উপায়ে সেই ব্যক্তিকে আটকানো তখন কারোর পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আপনি চাইলেই এই অস্বস্তিকর পরিস্থিতি খুব সহজেই এড়িয়ে চলতে পারেন। আসলে আজ এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের কথা জানতে চলেছি, যেটি আপনার হোয়াটসঅ্যাপে একটি ভার্চুয়াল পর্দা লাগাতে সহায়তা করবে, যার ফলে আশেপাশের কেউ আপনার প্রাইভেট চ্যাট দেখতে পাবে না। তাহলে চলুন, এই চমকপ্রদ অ্যাপটির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

MaskChat-Hides Chat ডাউনলোড করলে সকলের চোখে ধুলো দিয়ে করা যাবে চ্যাট

আমরা যে অ্যাপটির কথা আপনাদেরকে জানাতে চলেছি, তার নাম হল MaskChat-Hides Chat (মাস্কচ্যাট-হাইডস চ্যাট)। আপনার আশেপাশে থাকা ব্যক্তিরা যাতে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট না পড়তে পারে, তার জন্য আপনাকে গুগল প্লে স্টোর (Google Play Store)-এ গিয়ে এই মাস্কচ্যাট-হাইডস চ্যাট অ্যাপটি ডাউনলোড করতে হবে। আর অ্যাড-ফ্রি এক্সপেরিয়েন্স পেতে হলে আপনাকে নিতে হবে সাবস্ক্রিপশন। সেক্ষেত্রে আপনি যখন পাবলিক প্লেসে হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন, তখন এই অ্যাপটির সহায়তায় আপনার হোয়াটসঅ্যাপের স্ক্রিনে একটি ডিজিটাল পর্দার আবির্ভাব ঘটবে। ফলে আপনার আশেপাশে থাকা ব্যক্তিরা ফোনের স্ক্রিনটি দেখতে পাবে না, মানে আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে অত্যন্ত সাবলীলভাবে ব্যক্তিগত চ্যাট করতে পারবেন। উল্লেখ্য যে শুধু হোয়াটসঅ্যাপ নয়, বরঞ্চ ইউজাররা ইনস্টাগ্রাম (Instagram), ফেসবুক (Facebook)-এর মতো অন্যান্য জনপ্রিয় অ্যাপেও কাজ করে এই অ্যাপ। অর্থাৎ সোজা কথায় বললে, এই অ্যাপটিকে কাজে লাগিয়ে আপনি যেকোনো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মেসেজিং অ্যাপে যে কারোর সাথে সম্পূর্ণ নির্ঝঞ্ঝাটে ও গোপনে চ্যাট করতে পারবেন।

প্রসঙ্গত জানিয়ে রাখি, এই অ্যাপটি ব্যবহার এবং এটিকে সেটআপ করাও খুব সহজ। এর জন্য প্রথমে অ্যাপটিকে বেশ কিছু জরুরি পারমিশন দিতে হবে। এরপরে আপনি যখনই কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওপেন করবেন, তখন MaskChat-Hides Chat অ্যাপটির সৌজন্যে অ্যাপগুলি খোলা মাত্রই আপনি স্ক্রিনে ভেসে ওঠা একটি মাস্ক আইকন দেখতে পাবেন। এরপর যখনই আপনি আশেপাশের মানুষের থেকে আপনার চ্যাটবক্সটিকে লুকিয়ে রাখতে চাইবেন, তখন আপনাকে শুধু এই আইকনটিতে ক্লিক করে সেটিকে অন করতে হবে। এর পরেই আপনার ফোনের স্ক্রিনে একটি ডিজিটাল পর্দা বা ওয়ালপেপার চলে আসবে, যার ফলে সকলের চোখের আড়ালেই আপনি আপনার পছন্দের মানুষের সাথে চ্যাটিং পর্ব চালিয়ে যেতে পারবেন। আরো একটি মজার ব্যাপার হল, এই ডিজিটাল পর্দাটির সাইজ বা ফটো নিজেদের ইচ্ছেমতো বদলেও নিতে পারবেন ব্যবহারকারীরা।

Tags:    

Similar News