Smartphone: ফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, চার্জ করার সঠিক নিয়ম জেনে নিন

Update: 2024-10-12 17:13 GMT

স্মার্টফোন ছাড়া এখন আমাদের দিন চলে না। বাড়ি বা অফিসের কাজ, বিনোদন বা দূরের মানুষের সাথে জুড়ে থাকা, সবকিছুই এই গ্যাজেটের মাধ্যমে সম্ভব। আর স্মার্টফোনের প্রাণ ভোমরা ব্যাটারি। কারণ ব্যাটারি ছাড়া এটি অচল। কিন্তু আমাদের ইচ্ছা মতো চার্জ করার কারণে ফোনের ব্যাটারি দ্রুত খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই প্রতিবেদনে আমরা সঠিকভাবে স্মার্টফোন চার্জ করার পদ্ধতি সম্পর্কে বলবো।

স্মার্টফোন সঠিকভাবে চার্জ করা কেন জরুরি?

স্মার্টফোনের ব্যাটারি একটি স্পর্শকাতর উপাদান। সঠিক উপায়ে চার্জ না করলে এর আয়ু কমে যেতে পারে। ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ব্যাটারি না থাকলে ফোন ব্যবহার করার মজা পাওয়া যায় না।

স্মার্টফোন সঠিকভাবে চার্জ করার টিপস

আসল চার্জার ব্যবহার করুন

সর্বদা আপনার ফোনের সাথে আসা আসল চার্জারটি ব্যবহার করুন। অন্য চার্জার দিয়ে ফোন চার্জ দিলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে।

অতিরিক্ত চার্জ এড়িয়ে চলুন

১০০ শতাংশ চার্জ হয়ে যাওয়ার পরও ফোন চার্জারের সাথে যুক্ত রাখবেন না। এটি ব্যাটারির হেলথের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।

গরম জায়গা এড়িয়ে চলুন

চার্জ দেওয়ার সময় ফোনকে গরম জায়গায় রাখবেন না। এতে ব্যাটারির ক্ষতি হতে পারে। এছাড়াও পুরু কেস বা কভার ব্যবহার করবেন না।

ফাস্ট চার্জিং কম ব্যবহার করুন

ফাস্ট চার্জিং ব্যাটারিকে দ্রুত চার্জ করে দের ঠিক তবে এর ফলে ব্যাটারির আয়ু কমে যায়।

ব্যাটারি পুরোপুরি শেষ হতে দেবেন না

ফোনের চার্জ পুরোপুরি শেষ হতে দেবেন না। কম ব্যাটারির অ্যালার্ট দিলে ফোন চার্জে বসান।

ব্যাটারি সেভার অ্যাপ ব্যবহার করুন

আপনি আপনার ফোনে ব্যাটারি সেভার অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপ আপনার ব্যাটারি সাশ্রয় করতে সাহায্য করবে।

Tags:    

Similar News