সাবধান, কেউ আপনার Pan Card ব্যবহার করছে না তো? এক্ষুনি চেক করুন
আধার বা ভোটার আইডি কার্ডের মতই ভারতীয়দের কাছে প্যান (PAN) কার্ডও একটি গুরুত্বপূর্ণ নথি। এই সরকারি পরিচয়পত্রটিকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায় – তা সে লোন নেওয়া হোক বা ট্যাক্স দেওয়ার কাজ হোক। সেক্ষেত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মত প্যান কার্ডটিও আমরা যত্ন করে সামলে রাখি বটে, কিন্তু এখন যেভাবে প্যান কার্ড জালিয়াতির খবর আকছার সামনে আসছে তাতে আরও সাবধান থাকাই বাঞ্ছনীয়। বিশেষ করে আপনার অজান্তে প্যান কার্ডটি ভুল জায়গায় ব্যবহার করা হচ্ছে কিনা তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নচেৎ প্রতারকরা আপনার এই নথি ব্যবহার করে ঋণ নেওয়া, ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা, গয়না কেনা বা হোটেল/গাড়ি বুক করার মত কাজ করতে পারে, যার দায়স্বরূপ আপনি বেআইনি কার্যকলাপে জড়িয়ে পড়বেন। আর না চাইতেও আপনাকে আইনি জটিলতার মুখে পড়তে হবে।
অতএব নিজের প্যান কার্ডের কারণে বাজে ঝামেলায় জড়িয়ে পড়তে না চাইলে, আপনাদের খুঁজে বের করতে হবে আপনি ছাড়া আর কেউ এই নথি ব্যবহার করছে কিনা। এর জন্য বেশি বেগ পেতে হবেনা, আপনি বাড়ি বসে সহজেই এই বিষয়টি চেক করতে পারবেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।
কেউ আপনার PAN Card ব্যবহার করছে কিনা তা কীভাবে পরীক্ষা করবেন?
১. আপনার প্যান কার্ডের অ্যাক্সেস কারো হাতে আছে কিনা তা চেক করার সর্বোত্তম উপায় হল ক্রেডিট স্কোর চেক করা। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনি এটি পরীক্ষা করতে পারেন, যার মধ্যে রয়েছে TransUnion CIBIL, Equifax, Experian, Paytm, Bank Bazaar বা CRIF High Mark।
২. এক্ষেত্রে প্রথমে উল্লিখিত ওয়েবসাইটের কোনো একটি খুলুন। তারপর 'চেক ক্রেডিট স্কোর' (Check credit score) অপশন সার্চ করুন। এমনিতে এই কাজের জন্য কোনো টাকা লাগেনা, তবে কিছু কিছু ওয়েবসাইট বিস্তারিত ক্রেডিট স্কোরের তথ্যের বদলে টাকা নেয়।
৩. পরবর্তী ধাপে আপনাকে ওয়েবসাইটে কিছু বিশদ বিবরণও দিতে হবে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে জন্ম তারিখ, ইমেইল আইডি, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং প্যান কার্ড নম্বর।
৪. মোবাইল নম্বর দিলে তাতে একটি ওটিপি আসবে, এটি ওয়েবসাইটে এন্টার করুন।
৫. এরপরে আপনি নিজের ক্রেডিট স্কোর দেখতে সক্ষম হবেন এবং আপনার নামে বা প্যান কার্ডের তথ্যের ভিত্তিতে ঠিক কী চলছে।
PAN Card-এর অপব্যবহার সম্পর্কের এভাবে অভিযোগ করুন
আপনি যদি জানতে পারেন যে কেউ আপনার প্যান ব্যবহার করছে, তাহলে আপনাকে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে অভিযোগ জানাতে হবে। ইতিমধ্যেই ভারত সরকারের অধীনে আয়কর বিভাগ, আয়কর যোগাযোগ কেন্দ্র বা এএসকে (ASK)-এর মাধ্যমে প্যান সংক্রান্ত অভিযোগ দায়ের করার জন্য একটি ইলেকট্রনিক ওয়েবসাইট তৈরি করেছে। এটিতে আপনি নিম্নলিখিত ধাপ অনুসরণ করে অভিযোগ জানাতে পারবেন –
১. প্রথমে আপনাকে TIN NSDL-এর ওয়েবসাইট যেতে হবে। এরপর বেছে নিতে হবে কাস্টমার কেয়ার (customer care) অপশন।
২. এরপর, ড্রপ-ডাউন (drop down) মেনুতে গিয়ে এবং 'কমপ্লেন্ট/কোয়েরি' (Complaints/Queries)-তে ক্লিক করতে হবে। এক্ষেত্রে অপশনটি বেছে নেওয়ার পর একটি ফর্ম খুলবে।
৩. ওই ফর্মটি পূরণ করে ক্যাপচা কোড লিখতে হবে এবং তা সাবমিট করতে হবে। ব্যস এতেই অভিযোগ দায়ের হয়ে যাবে।