WhatsApp-এ দিন-রাত করুন চ্যাটিং, অনলাইন আছেন তা জানতে পারবে না কেউই

Update: 2023-02-21 05:08 GMT

WhatsApp ছাড়া এখনকার জীবন যেন নুনবিহীন খাবার, না থাকলে দিন চলবে-ই না! টুক করে কাউকে একটি মেসেজ করার ক্ষেত্রে হোক কিংবা দরকারী ফাইল, ছবি ইত্যাদি কারো সাথে শেয়ার করার প্রয়োজন হোক – সমস্ত কাজের জন্যই এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি বেশ ভরসার জায়গা। হাতে স্মার্টফোন আর সামান্য ইন্টারনেট কানেকশন থাকলেই এটি ইচ্ছামত ব্যবহার করা যায়। কিন্তু মুশকিল হচ্ছে যে অনেক সময়ই আমরা বন্ধু বা প্রিয়জনের সাথে দীর্ঘক্ষণ ধরে চ্যাট করে থাকি, আর এখানেই আসে লোকনজরের প্রসঙ্গ। ঠিক যেমন পাড়া-পড়শি আমাদের গতিবিধির উপর নজর রাখে, তেমনই WhatsApp কন্ট্যাক্টেও প্রচুর মানুষ থাকেন যারা আমি-আপনি অনলাইন থাকছি কিনা তা বেশ খেয়াল রাখেন। নিঃসন্দেহে এ এক অস্বস্তির ব্যাপার! কারণ একটু বেশি সময় অনলাইন থাকলে কিংবা রাতের দিকে অবসরে WhatsApp-এ চ্যাট করার জন্য যদি আপনাকে আত্মীয়-পরিজন অনেকেরই প্রশ্নের মুখে পড়তে হয়, তাহলে নিশ্চয়ই ভালো লাগেনা। তাছাড়াও অনলাইন থাকার সময় কাউকে রিপ্লাই করা সম্ভব না হলে, সেই ব্যক্তির মনক্ষুন্ন হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে হাজারো ফিচারের পাশাপাশি WhatsApp-ও এখন একটি মজাদার অপশন ব্যবহার করতে দেয়, যার সাহায্যে আপনি খুব সহজেই এইসব ঝামেলা এড়াতে পারবেন। হ্যাঁ ঠিকই বলছি!

আসলে ব্যাপারটা হচ্ছে যে, হোয়াটসঅ্যাপ বেশ কয়েকমাস আগেই ফেসবুক (Facebook)-এর অনুরূপ একটি প্রাইভেসি সেটিং এনেছে, যার সাহায্যে ইচ্ছামত অনলাইন স্ট্যাটাস হাইড করে রাখা যাবে। অর্থাৎ একটি বিশেষ অপশন ব্যবহার করলেই অপর প্রান্তে থাকা হোয়াটসঅ্যাপ ইউজার জানতে পারবেন না যে আপনি অনলাইন আছেন কিনা। আর এই ফিচার বা অপশন ব্যবহার করতেও বেশি বেগ পেতে হবে না।

কীভাবে কাউকে না জানিয়ে WhatsApp-এ অনলাইন থাকবেন?

১. নিজের 'অনলাইন' স্ট্যাটাস অন্যদের থেকে লুকিয়ে রাখার জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপকে লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে।

২. এরপর যেতে হবে ওপরের ডানদিকে থ্রি ডট আইকনে।

৩. এখান থেকে 'সেটিংস' (Settings)-এ গিয়ে 'প্রাইভেসি' (Privacy) অপশনটি বেছে নিতে হবে। পরবর্তী ধাপে সিলেক্ট করতে হবে 'লাস্ট সিন অ্যান্ড অনলাইন' (Last seen and online) অপশন।

৪. এক্ষেত্রে আপনি অপশনটি বেছে নেওয়ার পর লাস্ট সিন শেয়ার/হাইড করার চারটি অপশন পাবেন – এভরিওয়ান (Everyone), মাই কন্ট্যাক্টস (My Contacts), মাই কন্ট্যাক্টস একসেপ্ট (My Contacts Except) এবং নো-বডি (Nobody)। অন্যদিকে অনলাইন স্ট্যাটাসের জন্য আলাদা করে এভরিওয়ান (Everyone) এবং সেম অ্যাজ লাস্ট সিন (Same as last seen) শীর্ষক দুটি সেটিং মজুত থাকবে। এতে, আপনি লাস্ট সিনের সেটিং যেমন করে রাখবেন তার ভিত্তিতে নিজের অনলাইন স্ট্যাটাস কাকে দেখাবেন বা দেখাবেন না, তা নির্ধারণ করতে পারবেন।

তাহলে বুঝতেই পারছেন যে, এই সেটিং ব্যবহার করে পজেসিভ (possessive) গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড বা আত্মীয়-স্বজনের কড়া নজর থেকে বাঁচার পাশাপাশি মেসেজের তৎক্ষণাৎ রিপ্লাই দেওয়ার ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে। সেক্ষেত্রে এই প্রসঙ্গে বলে রাখি, অনলাইন স্ট্যাটাস হাইডের ফিচারটি কিন্তু লাস্ট সিন হাইডের অপশনটির মত কাজ করবে। মানে আপনি সবার বা নির্বাচিত কারো থেকে অনলাইন স্ট্যাটাস হাইড করে রাখতে চাইলে তার/তাদের স্থিতিটিও জানতে পারবেন না – আপনার মতই অপরপক্ষ অনলাইন আছে কিনা তা জানার রাস্তা বন্ধ হয়ে যাবে।

Tags:    

Similar News