দৈনিক ১.৫ জিবি ডেটাতেও কুলাচ্ছে না? এই কৌশলগুলি অবশ্যই মেনে চলুন

By :  PUJA
Update: 2024-09-12 08:34 GMT

মোবাইল ডেটার ব্যবহার রোজ দিন বাড়ছে। বর্তমানে দৈনিক ১.৫ জিবি এবং ২ জিবি ডেটা মুহূর্তে শেষ হয়ে যায়। ফলে গুরুত্বপূর্ণ কাজের সময় ডেটা শেষ হয়ে গেলে ডেটা প্ল্যান রিচার্জ করা ছাড়া উপায় থাকে না। তবে কিছু কৌশল অবলম্বন করলে আপনি দৈনিক ১.৫ জিবি বা ২ জিবি ডেটার মাধ্যমেও সারাদিন কাজ করতে পারবেন। আসুন এই কৌশলগুলি জেনে নেওয়া যাক।

ডেটা সেভার মোড

বেশিরভাগ স্মার্টফোনেই ডেটা সেভার মোড থাকে। এটি ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার কমিয়ে দেয় এবং ভিডিওর কোয়ালিটিও সাধারণ করে রাখে।

অটোমেটিক আপডেট বন্ধ করুন

স্মার্টফোনে অটো আপডেট বন্ধ রাখা উচিত। নইলে মোবাইল ডেটা অন করলেই অ্যাপগুলি অটোমেটিক আপডেট হতে শুরু করে।

আরও পড়ুন : বড় চমক নিয়ে হাজির OnePlus, এবার হাতছাড়া হবে Apple-এর শ্রেষ্ঠত্বের খেতাব?

উচ্চ গুণমানের ভিডিও কোয়ালিটি বন্ধ রাখুন

ইউটিউব সহ বিভিন্ন ওটিটি অ্যাপের ভিডিও রেজোলিউশন অটো, ১০৮০ পিক্সেল বা ৭২০ পিক্সেলের পরিবর্তে, ৪৮০ পিক্সেল এবং ৩৬০ পিক্সেল করুন‌।

লোকেশন পরিষেবা বন্ধ রাখুন

প্রয়োজন ছাড়া কোনো অ্যাপকে লোকেশন অ্যাক্সেস দেওয়া উচিত নয়। নেভিগেশন অ্যাপকেও প্রয়োজনে ব্যতিত লোকেশন অ্যাক্সেস না দেওয়া বুদ্ধিমানের কাজ।

ব্রাইটনেস কমান

ফোনের স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিলে ব্যাটারিও সাশ্রয় হয়। আর ডেটা খরচও কমে‌।

আরও পড়ুন : চাপে পড়বে iPhone 16, চব্বিশের সর্বসেরা স্মার্টফোন এনে Apple-কে টক্কর দেবে Vivo

অ্যাডস ব্লকার ব্যবহার করুন

অ্যাডস ব্লকার অ্যাপগুলি ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপন ব্লক করে, পেজ লোডিং দ্রুত করে এবং ডেটা সেভ করে।

সোশ্যাল মিডিয়া অ্যাপের নোটিফিকেশন অফ রাখুন

সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি দ্রুত ডেটা শেষ করে। তাই এদের ব্যবহার কমিয়ে দিন এবং নোটিফিকেশন বন্ধ রাখুন।

Tags:    

Similar News