Aadhaar Card Update: ১৪ জুন পর্যন্ত কোনো টাকা লাগবে না, ঘরে বসেই আধার আপডেট করুন

By :  techgup
Update: 2023-04-25 07:18 GMT

আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করতে চাইলে সুখবর। কয়েক মাস আগে পর্যন্ত আধার কার্ড আপডেটের বিশেষ কোনও প্রয়োজন ছিল না, তবে এখন সরকার জানিয়েছে যে, যদি আপনার আধার কার্ডটি ১০ বছরের বেশি পুরানো হয় বা ১০ বছরে একবারও আপডেট না করা হয়, তবে যত তাড়াতাড়ি সম্ভব আধার কার্ড আপডেট করে নিন। আর আগামী ১৪ জুন পর্যন্ত সম্পূর্ন বিনামূল্যে এই সুযোগ পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে আপনি ঘরে বসেই বিনামূল্যে আপনার Aadhaar Card আপডেট করতে পারবেন।

Aadhaar Card আপডেটের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

আধার আপডেটের জন্য আপনার দুটি ডকুমেন্টের প্রয়োজন হবে। যেখানে একটি পরিচয়পত্র এবং অন্যটি ঠিকানার প্রমাণ স্বরুপ জমা করতে হবে। সাধারণত আধার আপডেটের জন্য আধার সেন্টারে ৫০ টাকা ফি নেওয়া হয়, তবে UIDAI ঘোষণা করেছে যে, আগামী ১৪ জুন ২০২৩ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করা যাবে।

অনলাইনে আধার ডেমোগ্রাফিক ডেটা কীভাবে আপডেট করবেন?

  • আধার আপডেট করতে প্রথমে মোবাইল বা ল্যাপটপ থেকে UIDAI এর ওয়েবসাইটে যান।
  • এবার My Aadhaar সেকশনে গিয়ে আধার নম্বর এন্টার করে ওটিপির মাধ্যমে লগইন করুন।
  • এরপর ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করুন এবং যেটি আপডেট করতে চান সেটি এন্টার করুন।
  • এখন নিচের ড্রপ লিস্ট থেকে পরিচয়পত্রের স্ক্যান কপি এবং ঠিকানার প্রমাণ আপলোড করুন।
  • এবার Submit বাটনে ক্লিক করুন। এর পরে আপনি একটি রিকোয়েস্ট নম্বর পাবেন।
  • আপনি এই রিকোয়েস্ট নম্বর দিয়ে আপডেটের বর্তমান অবস্থা দেখতে সক্ষম হবেন।

Tags:    

Similar News