Slow Internet Speed Faster: স্লো ইন্টারনেট স্পিড ফাস্ট কীভাবে করবেন, ৪ সেরা উপায় দেখে নিন

Update: 2024-10-08 03:20 GMT

আজকাল সবাই হাই স্পিড ইন্টারনেটের স্বাদ পেতে চায়। যেকারণে 5G হ্যান্ডসেট সহ এসেছে উচ্চমূল্যের ডেটা প্যাক রিচার্জ করতেও পিছপা হয়না মানুষ। কিন এরপরও অনেকে স্লো ইন্টারনেট স্পিডের অভিযোগ করেন। আর খুব স্বাভাবিকভাবেই ধীর গতির ইন্টারনেট আমাদেরকে বিরক্ত করে তোলে। কারণ ইন্টারনেটের গতি কম থাকলে আমরা প্রয়োজনীয় কাজ দ্রুত করতে পারি না। তবে কিছু কৌশল অবলম্বন করলে স্লো ইন্টারনেট স্পিড কে ফাস্ট করা যেতে পারে। আসুন ইন্টারনেট স্পিড দ্রুত করার উপায় জেনে নেওয়া যাক।

ফোনের স্লো ইন্টারনেট স্পিড ফাস্ট বা দ্রুত কীভাবে করবেন

1- ফাস্ট ইন্টারনেট পেতে নেটওয়ার্ক মোড ঠিক করুন

স্লো ইন্টারনেট স্পিডের একটি অন্যতম কারণ হতে পারে ভুল নেটওয়ার্ক মোড বেছে নেওয়া। দ্রুত ইন্টারনেট স্পিড পেতে আপনাকে সঠিক নেটওয়ার্ক মোড বেছে নিতে হবে। এরজন্য নীচের ধাপগুলি অনুসরণ করুন -

স্মার্টফোনের সেটিংস অপশনে যান।

এবার Mobile Network অপশনে যান।

এরপর SIM কার্ড বেছে‌ নিন।

5G নেটওয়ার্ক ব্যবহার করা সত্ত্বেও স্লো ইন্টারনেট স্পিড পেলে এখান থেকে LTE / 5G / 4G মোড বেছে নিন।

2- স্লো ইন্টারনেট স্পিড কে ফাস্ট করতে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন

একাধিক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে আপনার ফোনের ইন্টারনেট স্পিড ধীর হয়ে যায়। কারণ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকায় এই অ্যাপগুলিও ইন্টারনেট ডেটা ব্যবহার করে। এরজন্য আপনাকে যা করতে হবে -

ফোনের রিসেন্ট অ্যাপ মেনু থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলিকে বন্ধ করুন।

এছাড়া যে অ্যাপগুলি ব্যবহার করেন না সেগুলি ফোন থেকে ডিলিট করুন।

3- দ্রুত ইন্টারনেট স্পিড পেতে ফোনের লোকেশন সার্ভিস বন্ধ করুন

গুগল ম্যাপ সহ লোকেশন সার্ভিসের অ্যাপগুলি ফোনের অধিক ডেটা ব্যবহার করে। লোকেশন অন থাকলেই এই অ্যাপগুলি না খুললেও তথ্য সংগ্রহের জন্য ডেটা ব্যবহার করে। তাই কন্ট্রোল প্যানেল বা Settings থেকে Location অপশন বন্ধ করুন।

4- ফোনের আপডেট সফটওয়্যার থাকলে ইন্টারনেট স্পিড দ্রুত পাওয়া যায়

অনেকেই দীর্ঘদিন ধরে ফোনের সফটওয়্যার বা অ্যাপ আপডেট করতে চান না। কিন্তু এরফলে স্লো ইন্টারনেট স্পিড উপভোগ করতে হয়। কারণ আপডেটের মাধ্যমে অনেক নেটওয়ার্ক সম্পর্কিত সমস্যার সমাধান করা হয়। স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করতে ও ফাস্ট ইন্টারনেট স্পিড পেতে এই কাজ করুন -

ফোনের Settings থেকে About Phone বা System Update অপশনে গিয়ে কোনো আপডেট বাকি থাকলে ডাউনলোড ও ইনস্টল করুন।

এছাড়া Google Play Store থেকে বিভিন্ন অ্যাপ আপডেট করতে পারবেন।

Tags:    

Similar News