Phone Tips: ফোন চালালেও চোখ খারাপ হবে না, আজই অন করুন এই ফিচার
গত কয়েকবছরে ফোনের ব্যবহার দ্রুত বেড়েছে। অফিসের ছোটোখাটো কাজ হোক বা ঘরের বিল পেমেন্ট, অথবা রিল বা সিনেমা দেখা সবকিছুই করা হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে। তবে অত্যাধিক ফোন ব্যবহারে চোখের ওপর বেশি চাপ পড়ে। অনেকে আবার ফোনের কাছে গিয়ে স্ক্রিনের লেখা পড়ার চেষ্টা করে, যা চোখের জন্য মোটেই ভালো নয়। তবে এই সমস্যা সমাধান করতে Apple তাদের iPhone এর জন্য একটি নতুন ফিচার এনেছে।
iPhone ব্যবহারকারীদের জন্য এসেছে স্ক্রিন ডিসট্যান্স ফিচার
আইফোনের স্ক্রিন ডিসট্যান্স ফিচারটি স্ক্রিন ও চোখের মধ্যকার দূরত্ব বজায় রাখে। আপনি কাছাকাছি থাকা ফোনের দিকে তাকালে এর স্ক্রিন লক হয়ে যাবে। আবার সঠিক দূরত্ব বজায় রাখলে ডিসপ্লে আবার চালু হয়ে যাবে।
কত দূর থেকে স্ক্রিন দেখতে হবে?
শিশুদের মধ্যে মায়োপিয়া অর্থাৎ নিকটদৃষ্টির সমস্যা বাড়ছে। এক্ষেত্রে অ্যাপলের মতে ফোনের স্ক্রিন ১২ ইঞ্চি অর্থাৎ চোখ থেকে ৩০ সেন্টিমিটার দূরে রাখতে হবে। এরফলে চোখের উপর কম চাপ পড়বে।
আরও পড়ুন: নকল চার্জারের কারণে ফোনে বিস্ফোরণ হতে পারে, এই সরকারি অ্যাপ থেকে আসল বা নকল চার্জার চেক করুন
iPhone ব্যবহারকারীরা কীভাবে স্ক্রিন ডিসট্যান্স ফিচার অন করবেন
- প্রথমে আপনাকে আইফোনের 'সেটিংস' অপশনে যেতে হবে।
- এখানে আপনি অনেক অপশন দেখতে পাবেন।
এর মধ্যে থেকে 'স্ক্রিন টাইম' অপশনে ক্লিক করবেন। - এরপর একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে স্ক্রিন ডিসট্যান্স অপশনে ট্যাপ করতে হবে।
- এখান থেকে ফিচারটি এনাবল করতে হবে।