এইদিন ব্যাঙ্কে আসবে PM Kisan Yojana-র টাকা, দেশীয় চাষিদের দিওয়ালি গিফ্ট দিচ্ছে মোদী সরকার

Update: 2023-11-13 09:48 GMT

ক্ষমতায় আসার পর থেকে এদেশের নাগরিকদের জন্য একাধিক সুবিধা চালু করেছে মোদী সরকার – এসেছে নতুন প্রকল্পও। যেমন ভারতের কৃষকদের অর্থনৈতিক সুবিধা দেওয়ার জন্য চার বছর আগে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) স্কিম চালু হয়েছিল, যার অধীনে চাষিদের বার্ষিক ৬,০০০ টাকা কিস্তি আকারে দেওয়া হয়। দেশের সব শ্রেণীর কৃষকদের জন্যই উপলব্ধ এই সরকারি প্রকল্পের সুবিধা। সেক্ষেত্রে আপনি যদি গত ২৭শে জুলাই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৪তম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পেয়ে থাকেন এবং পরবর্তী কিস্তির টাকার জন্য আপনার অপেক্ষা থাকে, তাহলে এই প্রতিবেদনটি পড়া আপনার জন্য অত্যন্ত জরুরি। আসলে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিষাণ যোজনার ১৫তম কিস্তির তারিখ ঘোষণা করেছেন। দীপাবলির উপহার হিসেবে এই টাকা উৎসবের মধ্যেই অ্যাকাউন্টে আসবে বলে সরকারের তরফে নিশ্চিত করা হয়েছে।

PMKSNY: ১৫ই নভেম্বরে কৃষকরা পাবেন পরবর্তী কিস্তির টাকা

ইতিমধ্যে প্রধানমন্ত্রী মোদি কৃষকদের সাথে কথোপকথনের সময় জানিয়েছেন যে, পিএম কিষান প্রকল্পের ১৫তম কিস্তির টাকা আগামী ১৫ই নভেম্বরে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। তবে টাকা শুধুমাত্র সেই সমস্ত কৃষকরা পাবেন, যারা ই-কেওয়াইসি (E-KYC) সম্পন্ন করা থাকবে। যে সমস্ত কৃষকরা ই-কেওয়াইসি করেননি বা করবেননা এবং তাদের জমির তথ্যের ভেরিফিকেশনও করা নেই, তাদের কিস্তির টাকা আটকে যেতে পারে।

https://twitter.com/pmkisanofficial/status/1722552343055798540

কাজে লাগান সরকারি হেল্পলাইন নম্বর

প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের যেকোনো সমস্যার জন্য আগ্রহীরা সরকারি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। পিএম কিষাণ হেল্পলাইন নম্বর হল ১৫৫২৬১ বা ১৮০০১৫৫২৬। এছাড়াও, চাইলে ০১১-২৩৩৮১০৯২ নম্বরে যোগাযোগ করতে পারেন বা pmkisan-ict@gov.in আইডিতে মেইল ​​করতেও পারেন।

আপনার নাম সুবিধাভোগী তালিকায় আছে কিনা কীভাবে পরীক্ষা করবেন?

১. আপনি প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের সমস্ত সুবিধা পাবেন কিনা, তা জানার জন্য প্রথমে প্রকল্পের জন্য বিদ্যমান সরকারি পোর্টালে যেতে হবে।

২. এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে 'ভিলেজ ড্যাশবোর্ড' (Village Dashboard) অপশন নির্বাচন করতে হবে।

৩. পরবর্তী ধাপে সমস্ত তথ্য লিখে এগিয়ে যেতে হবে।

৪. সমস্ত ধাপ ঠিকঠাক অনুসরণ করলে আপনার স্ট্যাটাস সামনে উপস্থিত হবে।

Tags:    

Similar News