কোন প্রোডাক্টে কত ছাড়, Flipkart নাকি Amazon দিচ্ছে ফোনে সেরা ডিল, জানাবে এই গুগল এক্সটেনশন
কোনো প্রোডাক্টের আসল দামের থেকে ডিসকাউন্টে কেনাকাটা করতে কার না ভালো লাগে! সেক্ষেত্রে অনলাইন শপিংয়ের এই জমানায় খুব সহজেই বাড়ি বসে সস্তায় প্রয়োজনীয় জিনিস কেনা যায় বটে, তবে বেশি ছাড়ে কেনাকাটা করার জন্য কমবেশি সকলেই বিশেষ মরসুমি সেলগুলির দিকে তাকিয়ে থাকেন। এই পরিস্থিতিতে আপনিও যদি কোনো সেলের অপেক্ষায় থাকেন, তাহলে আপনার সেই আশা খুব সহজেই পূরণ হতে পারে। আসলে সামনেই দুর্গাপুজো (বা নবরাত্রি), আর সেই উপলক্ষে প্রতিবারের মতো এবারেও উৎসবের মরসুমে দেশবাসীকে দেদার কেনাকাটার সুযোগ করে দিতে নামজাদা ই-কমার্স প্ল্যাটফর্মগুলি বিশেষ সেলের আয়োজন করবে। তাই পছন্দের প্রোডাক্ট সস্তায় কিনতে চাইলে কয়েকটা দিন পর থেকেই ক্রেতাদের কাছে আসতে চলেছে একাধিক দারুণ সুবর্ণ সুযোগ।
কিন্তু ব্যাপার হচ্ছে যে, কোনো সেল চলাকালীন বহুদিনের কাঙ্খিত জিনিসটি ঠিক কবে সবচেয়ে সস্তায় পাওয়া যাবে, সেটা কিন্তু এক ঝটকায় জেনে ওঠা সম্ভব হয় না; তার জন্য প্রতিদিনই একবার করে শপিং ওয়েবসাইটগুলিতে ঢুঁ মারতে হয়। ফলত সত্যিই যদি এক নজরে সমস্ত অফার জানতে পারা যেত, তাহলে কি ভালোই না হতো বলুন! সেক্ষেত্রে ইউজারদের কেনাকাটার সুবিধার্থে আজকের এই প্রতিবেদনে আমরা এমনই একটি দুর্দান্ত পদ্ধতির কথা আপনাদেরকে জানাতে চলেছি, যার সুবাদে কোনো সেল চলাকালীন ক্রেতাদের পছন্দের জিনিসটি ঠিক কবে সবচেয়ে সস্তায় উপলব্ধ হচ্ছে, তার আগাম সতর্কতা পেতে সক্ষম হবেন গ্রাহকরা। আসুন, একটা উদাহরণ দিয়ে একটু ভালোভাবে আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলা যাক।
Flipkart Big Billion Days 2022
আসন্ন উৎসবের মরসুম উপলক্ষে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart (ফ্লিপকার্ট) ইতিমধ্যেই Big Billion Days Sale (বিগ বিলিয়ন ডেজ সেল)-এর কথা ঘোষণা করেছে। দিনক্ষণ সঠিকভাবে জানা না গেলেও, আশা করা হচ্ছে যে চলতি মাসের শেষের দিকেই এই সেলের আয়োজন করবে Flipkart। সুবিধা বলতে এতে প্রোডাক্ট ডিসকাউন্ট, ব্যাংক অফার, এক্সচেঞ্জ অফার ইত্যাদি অপশন পাবেন গ্রাহকরা। বিশেষ করে সেলে Realme (রিয়েলমি), Poco (পোকো), Samsung (স্যামসাং), Apple (অ্যাপল) সহ একাধিক নামজাদা ব্র্যান্ডের স্মার্টফোন এবং নানাবিধ ইলেকট্রনিক্স অনেকটা কম দামে কেনার সুযোগ পাবেন ক্রেতারা। এমনকি যদি আপনি ব্র্যান্ড-নিউ iPhone (আইফোন) কেনার প্ল্যান করে থাকেন, তাহলেও আসন্ন সেলটি আপনার জন্য দারুণ ফায়দাজনক হতে পারে। কিন্তু সস্তায় iPhone 13 (আইফোন ১৩) কিনতে চাইলে সেল চলাকালীন ঠিক কবে সবচেয়ে কম দামে এই ফোনটি পাওয়া যাবে, সেটা কীভাবে জানা সম্ভব হবে? সেক্ষেত্রে iPhone 13-এর দাম কবে সবচেয়ে কম হবে, সে সম্পর্কে আগাম সতর্কতা পাওয়ার জন্য আপনাকে কেবলমাত্র একটি Chrome Extension (ক্রোম এক্সটেনশন) ইনস্টল করতে হবে; এরপর এটিই যথাসময়ে আপনার কাঙ্খিত কাজগুলি করে দেবে।
উল্লেখ্য যে, এই এক্সটেনশনটিকে Price Tracker Extension (প্রাইস ট্র্যাকার এক্সটেনশন) বলা হয় এবং এটি সহজে অ্যাক্সেসযোগ্য এবং সবার জন্য উপলব্ধ। কারণ সমস্ত Chrome ব্যবহারকারী এটি ডাউনলোড এবং ব্যবহার করতে সক্ষম হবেন। তাহলে চলুন, সেরা অফারের আপডেট পেতে কীভাবে এই এক্সটেনশনটি ইন্সটল ও ব্যবহার করতে হবে, তার সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে জেনে নেওয়া যাক।
কীভাবে Chrome Extension ইন্সটল করবেন?
১. আপনার পিসি (PC)-তে ক্রোম ব্রাইজার ওপেন করুন।
২. এরপর প্রাইস ট্র্যাকার এক্সটেনশন সার্চ করুন।
৩. গুগল ক্রোম ওয়েব স্টোর (Web Store) থেকে প্রাইস ট্র্যাকারটি ওপেন এবং ডাউনলোড করুন।
৪. এখন আপনার ওয়েব ব্রাউজারে প্রাইস ট্র্যাকার এক্সটেনশনটি এনাবেল করুন।
৫. পরবর্তী ধাপে ফ্লিপকার্ট ওপেন করুন এবং সাইন ইন করুন বা আপনার রেজিস্টার্ড ইমেইল, মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
৬. এখন আপনি যে প্রোডাক্টটির দাম ট্র্যাক করতে চাইছেন, সেটিকে সার্চ করুন (এখানে উদাহরণস্বরূপ আইফোন ১৩-এর কথা ধরে নেওয়া হল)।
৭. প্রোডাক্টটির দামের নীচে আপনি দুটি বিকল্প দেখতে পাবেন – প্রাইস হিস্ট্রি গ্রাফ এবং প্রাইস ড্রপ অ্যালার্ট৷
প্রথম বিকল্প: প্রাইস হিস্ট্রি গ্রাফ
এই অপশনটিতে ক্লিক করলে গত কয়েক সপ্তাহ বা মাসে আইফোন ১৩-এর দাম কী হারে পরিবর্তিত হয়েছে, তা দেখতে পাবেন ইউজাররা। ফলে কখন এই ডিভাইসটি সবচেয়ে কম দামে উপলব্ধ ছিল, তা ক্রেতারা খুব সহজেই জানতে পারবেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, বর্তমানে আইফোন ১৩-এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্টে ৬৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত রয়েছে, তবে এমনিতে এর দাম ৭৯,৯০০ টাকা।
দ্বিতীয় বিকল্প: প্রাইস ড্রপ অ্যালার্ট
নাম থেকেই বোঝা যাচ্ছে যে, এই অপশনটিতে ক্লিক করলে কবে সবচেয়ে কম দামে iPhone 13 উপলব্ধ হবে, তার আগাম সতর্কতা পেতে সক্ষম হবেন ক্রেতারা। আবার, এক্ষেত্রে কাস্টম রিমাইন্ডারও সেট করা যাবে। অর্থাৎ আরও ভালোভাবে বললে, ধরা যাক আপনি ৬০,০০০ টাকারও কম দামে এই ফোনটি কিনতে চাইছেন। সেক্ষেত্রে আপনি যদি ৬০,০০০ টাকা দামটি রিমাইন্ডার হিসেবে সেট করে রাখেন, তাহলে উক্ত iPhone মডেলটির দাম ৬০,০০০ টাকার কম হলেই আপনি এই ফিচার মারফত অ্যালার্ট পেতে সক্ষম হবেন। ফলে সেক্ষেত্রে চটজলদি কাঙ্খিত মূল্যে আপনি আপনার পছন্দের জিনিসটিকে পকেটস্থ করে ফেলতে পারবেন।