বদলে যাবে ফোন ব্যবহারের অভিজ্ঞতা, অবশেষে Android 15 ওএসে সাপোর্ট করবে বহু প্রতীক্ষিত VRR প্রযুক্তি

Android 15 Support VRR Adaptive Refresh Rate - অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে ভেরিয়েবল রিফ্রেশ রেট (VRR) বা অ্যাড্যাপ্টিভ রিফ্রেশ রেট (APR) সাপোর্ট করবে বলে‌ নিশ্চিত করেছে গুগল।

Update: 2024-11-09 13:56 GMT

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। Android 15 অপারেটিং সিস্টেমে বহু প্রতীক্ষিত ভেরিয়েবল রিফ্রেশ রেট (VRR) সাপোর্ট করবে বলে গুগলের তরফে নিশ্চিত করা হয়েছে। এরফলে ডিসপ্লের রিফ্রেশ রেট কনটেন্ট অনুযায়ী সয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আগের মতো একরকম রিফ্রেশ রেট সেট করে রাখার দরকার পড়বে না এবং সমস্ত ক্ষেত্রে একই রিফ্রেশ রেট কনটেন্ট দেখতে হবে না। এরফলে ব্যাটারি ব্যাকআপও বাড়বে। কারণ পাওয়ার খরচ কম হবে।

Android 15 চালিত ফোনে সাপোর্ট করবে VRR

এক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে এলটিপিও (লো টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড) ডিসপ্লেতে ভেরিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করে। কিন্তু জানিয়ে রাখি, এই ধরনের ডিসপ্লে এখনও স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ রেট পরিবর্তন করতে পারে না। এখানে ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সেট করার সুবিধা পাওয়া যায়। যেখানে সাধারণ ফোনগুলি কেবল ৬০ হার্টজ, ৯০ হার্টজ ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট অপশন থাকে।

এলটিপিও ডিসপ্লে প্রস্তুতকারকরা আগে থেকেই কিছু রিফ্রেশ রেট সেট করে রাখে, যেগুলি ব্যবহারকারীরা পরিবর্তন করতে পারেন। যেমন - ১ হার্টজ, ১০ হার্টজ, ৩০ হার্টজ, ৬০ হার্টজ‌ এবং ১২০ হার্টজ পর্যন্ত। আর এর কারণ অ্যান্ড্রয়েড সফটওয়্যার ফ্রেমওয়ার্কের সীমাবদ্ধতা। অ্যান্ড্রয়েড ১৫ ওএসের আগের সমস্ত ভার্সনে এই সীমাবদ্ধতা বর্তমান।

তবে অবশেষে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে ভেরিয়েবল রিফ্রেশ রেট (VRR) বা অ্যাড্যাপ্টিভ রিফ্রেশ রেট (APR) সাপোর্ট করবে বলে‌ নিশ্চিত করেছে গুগল। এরফলে ফ্রেম রেটের ভিত্তিতে রিফ্রেশ রেট পরিবর্তন হয়ে যাবে। এই কারণে ভিউয়িং এক্সপেরিয়েন্স আরও উন্নত হবে। সিনেমা দেখা, কনটেন্ট পড়া, গেম খেলা প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা রিফ্রেশ রেট পাওয়া যাবে।

আর এটা সম্ভব হয়েছে হার্ডওয়্যার কম্পোজার (HWC) ও হার্ডওয়্যার অবস্ট্রাকশন লেয়ার (HAL)-এর নতুন ভার্সন আনার পর। HWC HAL এর ভার্সন ৩ থেকে ভেরিয়েবল রিফ্রেশ রেট পাওয়া যাবে। ফলে মনে রাখতে হবে যেসব ডিভাইসে HWC HAL এর ভার্সন ৩ সাপোর্ট করবে সেগুলিতেই এই সুবিধা মিলবে। উল্লেখ্য, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর চালিত প্রায় সমস্ত ফোনে এটি সাপোর্ট করে।

Tags:    

Similar News