Apple: সুপার হিট আইফোন ১৬ সিরিজ, রেকর্ড আয় অ্যাপলের
Apple Q4 Earning Call - অ্যাপল ২০২৪ সালের চতুর্থ কোয়ার্টারের আয়ের হিসাব প্রকাশ করল। যেখানে ওয়াল স্ট্রিটের প্রত্যাশার থেকেও ভালো ফল করেছে অ্যাপল।
অ্যাপল ২০২৪ সালের চতুর্থ কোয়ার্টারের আয়ের হিসাব প্রকাশ করল। যেখানে ওয়াল স্ট্রিটের প্রত্যাশার থেকেও ভালো ফল করেছে অ্যাপল। গত বছরের এই সময়ের তুলনায় চলতি বছরের চতুর্থ কোয়ার্টারে ৬ শতাংশ বেশি আয় করেছে টেক জায়ান্টটি। সংস্থাটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪.৯৩ বিলিয়ন ডলার। আর এই আয়ের বেশির ভাগই এসেছে আইফোন ১৬ সিরিজ থেকে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজের চারটি ফোন লঞ্চ করেছিল অ্যাপল।
আয় বাড়ায় বিনিয়োগকারীদের পাশাপাশি খুশি টেক জায়ান্টটি। তুলনার খাতিরে জানিয়ে রাখি, গত বছর সেপ্টেম্বর কোয়ার্টারে অ্যাপলের আয় ছিল ৮৯.৫ বিলিয়ন ডলার। এই কোয়ার্টার ৩০ জুন থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ধরা হয়। আমরা জানি ৯ সেপ্টেম্বর লঞ্চ হয় অ্যাপল আইফোন ১৬ স্মার্টফোন সিরিজ ও অ্যাপল ওয়াচ সিরিজ ১০। এদের প্রি-অর্ডার শুরু হয় ১৩ সেপ্টেম্বর থেকে। এরপর ১৯ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে ডিভাইসগুলির সেল শুরু হয়। নতুন সিরিজের ফোন ও স্মার্টওয়াচ বেচেই বেশি আয় করেছে সংস্থাটি।
যদিও অ্যাপল জানায়নি নতুন আইফোন ও ওয়াচের ঠিক কত ইউনিট বিক্রি হয়েছে। বরং তারা আয়ের পরিমাণ শেয়ার করেছে। সেখানে দেখা গেছে আইফোন থেকে ৪৬.২২ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা গতবছরের থেকে ৫.৫ শতাংশ বেশি। ম্যাকবুক থেকে আয় হয়েছে ৭.৭৪ বিলিয়ন ডলার, যা গতবছরের এই সময়ের তুলনায় ১.৭১ শতাংশ বেশি।
আর আইপ্যাড থেকে বছরের চতুর্থ কোয়ার্টারে অ্যাপল ৬.৯৫ বিলিয়ন ডলার আয় করেছে, যা গত বছরের তুলনায় ৭.৮৭ শতাংশ বেশি। আবার ওয়্যারেবল, হোম ও অ্যাক্সেসরিজ থেকে আয় হয়েছে ৯.০৪ বিলিয়ন ডলার, যা ৩ শতাংশ গতবছরের থেকে কম। এছাড়া ১১.৯১ শতাংশ বৃদ্ধি সহ সার্ভিস থেকে ২৪.৯৭ শতাংশ আয় করেছে অ্যাপল।