iPhone Ban: ফের বাড়ল Apple-এর মাথাব্যথা, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর দেশেই নিষিদ্ধ সংস্থার স্মার্টফোন
বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা হলেও মাঝেমধ্যেই আইফোনের (iPhone) কারণে Apple-কে প্যাঁচে পড়তে হয়। ইতিমধ্যে বহুবার এই প্রসিদ্ধ প্রযুক্তি সংস্থাটিকে ওপর আইনি জটিলতা, মামলা, জরিমানা ইত্যাদি ঝামেলায় জড়াতে দেখা গেছে। তবে এবার দক্ষিণ কোরিয়া অর্থাৎ Apple-এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী Samsung-এর দেশ, তাদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে। নতুন রিপোর্ট অনুযায়ী, নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে দক্ষিণ কোরিয়ার সামরিক ভবন সেখানে আইফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ করেছে। আগামী 1 জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে, যার কারণে লাখ লাখ সামরিক কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন।
চীন নয়, নিরাপত্তার 'শত্রু' Apple iPhone?
যেমনটা আগেই বলেছি, নিজস্ব সিকিউরিটির জন্যই অ্যাপলের কঠোর প্রাইভেসি কন্ট্রোলের বিপরীতে আইফোন ব্যানের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। আসলে এর পেছনে রয়েছে মিলিটারির ন্যাশনাল ডিফেন্স মোবাইল সিকিউরিটি (National Defense Mobile Security) অ্যাপ, যা অ্যাপলের শর্তাবলির সাথে কম্প্যাটিবল নয়। অ্যাপলের গোপনীয়তা নিয়ন্ত্রণ নীতি (privacy control policy) থার্ড পার্টি অ্যাপকে আইফোনের মাইক্রোফোন এবং ইউএসবি অ্যাক্সেসের মতো ফাংশন নিয়ন্ত্রণ করতে দেয়না। অন্যদিকে ন্যাশনাল ডিফেন্স মোবাইল সিকিউরিটি অ্যাপটি, ডিভাইস থেকে ডেটা ফাঁস হওয়ার সম্ভাবনা আটকাতে ক্যামেরা, ওয়াই-ফাই, টিথারিং এবং মাইক্রোফোনের মতো ফিচারগুলিকে ব্লক করার ক্ষমতা রাখে৷
সেক্ষেত্রে অ্যাপলের পলিসির কারণে উল্লিখিত অ্যাপ্লিকেশনটি ঠিকঠাক কাজ করে উঠতে পারেনা – অ্যাপল, কোনোভাবেই এটিকে আইফোনের হার্ডওয়্যার ব্লক করার অ্যাক্সেস দেয়না। অথচ, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই সমস্যা নেই। সবমিলিয়েই দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী আইফোন নিষিদ্ধ করার চরম সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় সংবাদ প্ল্যাটফর্ম 'দ্য কোরিয়ান হেরাল্ড' (The Korean Herald) সেখানকার এয়ারফোর্সের একটি নথির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, আগামী 1 জুন থেকে দেশের সামরিক ভবনগুলিতে আইফোন নিয়ে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। যদিও কর্মীরা স্যামসাং গ্যালাক্সি (Samsung Galaxy)-র মতো অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনতে পারেন, কারণ এই ডিভাইসগুলিতে সেনাবাহিনীর অ্যাপ সঠিকভাবে কাজ করে।
মুশকিল হচ্ছে যে, একদিকে দেশের স্বার্থে, সম্ভাব্য বিপদ আটকাতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও দক্ষিণ কোরিয়ার সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রায় 5 লাখ সদস্য এতে ক্ষতিগ্রস্ত হবেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে – কেননা বহুমূল্য আইফোন ডিভাইসের বদলে আবার নতুন ফোন কেনাটা কোনো লাভজনক বিষয় নয়। এক্ষেত্রে শুধু সেনা সদর দফতরেই প্রায় 10 হাজার কর্মী রয়েছেন, যারা এই সিদ্ধান্তে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন।