iPhone 13 ও iPhone 14 সিরিজের ফোন কিনতে হুড়োহুড়ি, ভারতে ৭০ শতাংশ বিক্রি বাড়লো Apple এর
ভারতে Apple ব্র্যান্ডের আইফোন এবং আইপ্যাডের (iPhone & iPad) বিক্রি চলতি বছরে উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সাইবারমিডিয়া রিসার্চ (CMR) -এর একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, ২০২৩ সালের দ্বিতীয় কোয়ার্টারে টিম কুক মালিকাধীন সংস্থাটি এদেশে আইফোন শিপমেন্টের ক্ষেত্রে ৭০% পর্যন্ত বাৎসরিক বৃদ্ধি (YoY) রেকর্ড করেছে। শুধু তাই নয়, এই একই ত্রৈমাসিকে আইপ্যাড চালানের পরিসংখ্যানও বেড়েছে।
CMR -এর রিপোর্ট অনুযায়ী, গত ত্রৈমাসিকে অ্যাপলের ইয়ার-অন-ইয়ার (YoY) সেলস গ্রোথ ঊর্ধ্বমুখী করার ক্ষেত্রে লেটেস্ট iPhone 14 সিরিজ এবং এর পূর্বসূরি iPhone 13 লাইনআপের মডেলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে আলোচ্য সিরিজ দুটির পাশাপাশি, সেল বৃদ্ধির জন্য তুলনায় পুরোনো প্রজন্মের iPhone 11 এবং iPhone 12 লাইনআপের অবদানও অস্বীকার্য। সর্বোপরি উল্লেখিত প্রত্যেকটি সিরিজের যৌথ সেলস পারফরম্যান্সের জন্য অ্যাপল চলতি বছর ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে একটা পোক্ত জায়গা গড়ে তুলতে সক্ষম হয়েছে।
এই বিষয়ে 'ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স গ্রুপ' (IIG) -এর বিশ্লেষক মেনকা কুমারী বলেছেন - “২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপল ভারতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখেছে। তৎকালীন সময়ে আইফোন শিপমেন্টের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মূলত, আইফোন ১৪ এবং আইফোন ১৩ সিরিজের কারণে শিপমেন্টের ক্ষেত্রে ৭০% ইয়ার-অন-ইয়ার গ্রোথ রেকর্ড করে অ্যাপল।”
উল্লেখ্য, ২০২৩ সালের দ্বিতীয় কোয়ার্টারে Apple iPhone 13 ভারতে সবচেয়ে জনপ্রিয় তথা সর্বাধিক বিক্রি হওয়া সিরিজ হিসাবে উঠে এসেছিল। CMR রিপোর্ট অনুসারে, ভারতে বিক্রি হওয়া আইফোন মডেলগুলির মধ্যে iPhone 13 সিরিজের মার্কেট শেয়ার সবচেয়ে বেশি (৫২%) ছিল। কারণ হিসাবে বলা হচ্ছে, অনলাইন সেল ও অফার বিক্রি বাড়াতে সাহায্য করেছিল। পাশাপাশি iPhone 13 এবং iPhone 14 সিরিজের মধ্যে ফিচারগত পার্থক্য খুবই স্বল্প থাকায় পূর্বসূরিকে বেছে নেওয়া অধিক লাভজনক বলেই মনে করেছেন বহু ক্রেতা।
তবে রিপোর্টে এও বলা হয়েছে, বিক্রির পরিসংখ্যানে iPhone 13 এগিয়ে থাকলেও iPhone 14 সিরিজ কিন্তু খুব একটা পিছিয়ে ছিল না। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে চালান করা মোট আইফোন ইউনিটের মধ্যে ৪৫% দখল করেছিল iPhone 14 সিরিজ। অন্যদিকে, ২০১৯ সালে লঞ্চ হওয়া iPhone 11 সিরিজ অ্যাপলের সেল বৃদ্ধিতে প্রায় ২% অবদান রেখেছে। আর ২০২০ সালে আত্মপ্রকাশ করে iPhone 12 সিরিজটি দ্বিতীয় কোয়ার্টারে মোট বিক্রির ১% দখল করেছে।
CMR তাদের রিপোর্টে আরো জানিয়েছে যে, আইফোনের পাশাপাশি অ্যাপলের আইপ্যাড লাইনআপেরও বিক্রি বেড়েছে। উল্লেখিত সময়ে - ৯তম প্রজন্মের আইপ্যাড সিরিজের মার্কেট শেয়ার ছিল ৪২%, এবং গত বছর লঞ্চ হওয়া ১০তম প্রজন্মের আইপ্যাড সিরিজ ২২% মার্কেট শেয়ার দখল করতে সমর্থ হয়েছিল। আর, ২০২২ সালে ঘোষিত আইপ্যাড এয়ার (iPad Air) এবং আইপ্যাড প্রো (iPad Pro) লাইনআপ দুটি যথাক্রমে ১৮% ও ১৬% মার্কেট শেয়ার অর্জন করে।