Samsung Smartphones: দিওয়ালি সেলে মাত্র ৬৪৯৯ টাকায় স্যামসাংয়ের দুই জনপ্রিয় স্মার্টফোন, ৫০ এমপি ক্যামেরা সহ আছে বড় ব্যাটারি

Samsung Smartphones Offer - স্যামসাং গ্যালাক্সি এম০৫ লঞ্চ সময়ের থেকে ১,৫০০ টাকা কমে অ্যামাজনে ৬,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

Update: 2024-10-31 06:09 GMT

Samsung Smartphones Offer

দূর্গাপুজোর পর বাঙালির প্রিয় উৎসব দীপাবলি শুরু হয়েছে। আর উৎসব মানেই কেনাকাটা। তাই ই-কমার্স সাইটগুলি নিয়ে এসেছে দিওয়ালি সেল। ফ্লিপকার্ট ও অ্যামাজনে ইতিমধ্যেই দিওয়ালি সেল শুরু হয়ে গেছে। এই সেল থেকে আপনি পছন্দের জিনিস কম দামে কিনতে পারবেন। তবে এই প্রতিবেদনে আমরা ৮,০০০ টাকার কমে বিক্রি হওয়া দুটি ফোনের বিষয়ে বলবো। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং অ্যামাজনে চলমান দিওয়ালি সেলে স্যামসাংয়ের দুটি জনপ্রিয় স্মার্টফোন লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে।

আমরা এখানে স্যামসাং গ্যালাক্সি এম০৫ (Samsung Galaxy M05 এবং স্যামসাং গ্যালাক্সি এফ০৫ (Samsung Galaxy F05) ফোন দুটি সম্পর্কে কথা বলছি। এই দুটি ডিভাইসই বর্তমানে ৬৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। সাথে এক্সচেঞ্জ অফারও রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এম০৫ এর উপর বাম্পার ডিসকাউন্ট

স্যামসাং গ্যালাক্সি এম০৫ লঞ্চ সময়ের থেকে ১,৫০০ টাকা কমে অ্যামাজনে ৬,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ৬.৭ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে সহ আসা ফোনটি ৭,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। এর সাথে ৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। ফিচারের কথা বললে, এই ডিভাইসে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এফ০৫ কিনুন আকর্ষণীয় অফারে

ফ্লিপকার্টএ স্যামসাং গ্যালাক্সি এফ০৫ স্মার্টফোনটি ৬,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর সাথেও দিওয়ালি সেলে ১,৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও দেওয়া হচ্ছে ৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট। শুধু তাই নয়, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ছাড় মিলবে।

স্যামসাং গ্যালাক্সি এফ০৫ স্মার্টফোনের স্পেসিফিকেশনের কথা বললে, এতে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। এতে লেদার প্যাটার্ন ডিজাইন উপস্থিত। ক্যামেরার কথা বললে রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরার সঙ্গে পাওয়া যাবে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সাথে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটি মিডিয়াটেকের হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছে। গ্যালাক্সি এফ০৫ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News