Xiaomi 15 Ultra Camera Specifications: শাওমি ১৫ আল্ট্রা হবে বাজারের সেরা ক্যামেরা ফোন, এই চার ক্যামেরার কাছে পাত্তা পাবে না কেউ

Xiaomi 15 Ultra Camera - শাওমি ১৫ আল্ট্রা স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৯০০ প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর থাকবে।

Update: 2024-10-30 17:37 GMT

Xiaomi 15 Ultra Specifications

শাওমির ফ্ল্যাগশিপ আল্ট্রা মডেল নিয়ে ফ্যানদের প্রত্যাশার সীমা থাকে না। কারণ বাজারের সমস্ত অত্যাধুনিক ফিচার এতে উপস্থিত থাকে। বিশেষ করে ক্যামেরার ক্ষেত্রে। আসন্ন শাওমি ১৫ আল্ট্রা (Xiaomi 15 Ultra) মডেলটিও সেই ধারা বজায় রাখবে। শাওমিটাইমস এর রিপোর্ট অনুযায়ী, শাওমি ১৫ সিরিজের আল্ট্রা ফোনে দুর্দান্ত ক্যামেরা সেটআপ থাকবে। এতে ৪টি ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। আর সেন্সরগুলির প্রত্যেকটি আলাদা আলাদা ধরনের ছবি ও ভিডিও ক্যাপচার করবে।

শাওমি ১৫ আল্ট্রা: ক্যামেরা

শাওমি ১৫ আল্ট্রা স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৯০০ প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর থাকবে। এই সেন্সর কেবল হাই রেজোলিউশন ছবি তুলবে না, বরং কম আলোতেও ঝাক্কাস ছবি ক্যাপচার করে দেবে। টেলিফটো ক্যামেরা হিসেবে দুটি সেন্সর দেওয়া হবে। প্রথমটি হল ২০০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল এইচপি৯ সেন্সর। এই সেন্সর ৫এক্স অপটিক্যাল জুমের সাথে দূরের জিনিস কাছে টেনে আনবে।

আর দ্বিতীয় টেলিফটো ক্যামেরা হল ৩এক্স জুম সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৫৮ সেন্সর। আর পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জেএন৫ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই সেন্সর গ্রুপ ফটো বা ল্যান্ডস্কেপ শটের জন্য আদর্শ হবে। আর শাওমি ১৫ আল্ট্রা স্মার্টফোনের সামনে সেলফি ক্যামেরা হিসেবে ৩২ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি৩২বি ফ্রন্ট সেন্সর থাকবে।এই ক্যামেরাটিও সঠিক কালার সহ পরিস্কার ছবি ক্যাপচার করতে দেবে।

ক্যামেরা ছাড়াও শাওমি ১৫ আল্ট্রা পারফরম্যান্সের জন্যেও স্মার্টফোন প্রেমীদের মনে জায়গা করে নেবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর তো থাকছেই। এর সাথে ২৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। মাল্টি টাস্কিং বা গেমিংয়ের সময় কোনো ল্যাগ এতে দেখা যাবে না। আর ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ অপারেটিং সিস্টেম থাকবে।

এক কথায় বলা যায়, শাওমি ১৫ আল্ট্রা হবে শাওমির অন্যতম সেরা স্মার্টফোন। এটি ফটোগ্রাফি ও মোবাইল পারফরম্যান্সের জন্য নতুন যুগের সুচনা করবে।

Tags:    

Similar News